![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে পাবো বলে কিংবা পাওয়ার জন্যে
যাই বলো না কেনো;
আমার ঘরে কিছুতেই মন টিকছে না।
আমার মনে, অন্তরে বা হৃদয়ে,
যাই বলো না কেনো-
তোমার ছাঁয়া তাড়া করে করে চলছে অবিরাম।
এই বুঝি হাত বাড়ালেই ধরতে পারবো!
পরক্ষণেই গলে বেরিয়ে যাচ্ছো
আমার আংগুল বন্ধনী ছেড়ে।
তোমাকে উড়িয়ে দিচ্ছি
সিগারেটের ধোঁয়ায়!
চোখের সামনে আস্তে আস্তে মিশে যাচ্ছো তুমি।
তুমি হারিয়ে গেলে,
মিশে গেলে একেবারে শূণ্যে।
আর তোমাকে পাওয়ার জন্যে-
একটা দাঁড়কাক ঠায় দাঁড়িয়ে থাকলো।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৯
ইস টু ফিড বলেছেন: ভুলে যাওয়া যদি সহজ হতো তাহলে দেবদাস টাইপ সিনেমা কিভাবে বানাত ?
২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫৫
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর আবেগে বন্ধন কবিতার মাঝে দেখা যাচ্ছে । ভালো লাগল ।
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:০৮
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:২৫
আরাফাত আবীর বলেছেন: সিগারেটের ধোঁয়ায় সত্যিই কি উড়িয়ে দেওয়া যায় তাকে?
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:০৯
ইস টু ফিড বলেছেন: ধূমপান করেন?
৪| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:২৯
কানিজ রিনা বলেছেন: ইসটু পিডরা পেয়ে ধন হাড়ায়। বেশ ভাল
লাগল।
৫| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:১০
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন I
০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৪
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। যে চলে যায় তাকে ভুলে যাওয়া উত্তম