![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বনসাই দেখেছো কখনো?
ছোঁট একটা উদ্ভিদ
জোর করে চেপে ধরে
গলা টিপে ওকে বানানো হয়েছে।
বাড়তে পারেনি শাঁখা, মূল কিংবা পাতা।
নিজের মধ্যেই নিজের বসবাস।
তোমার সাথে ওর কত্ত মিল
নিজের ইচ্ছে, স্বাধীনতা নেই তোমার।
বাড়তে পারোনা নিজের মত।
নিজের মধ্যেই চুপটি করে পড়ে থাকো।
তোমার কান্ড, ডাল চেপে ধরা তার গুলোকে আজ কেটে দিলাম।
এখন নিজের মত বাড়তে পারো যত ইচ্ছে।
কেউ তোমার গলা চেপে ধরে বলবেনা, বড্ড বাড় বেড়েছো।
অনেক হয়েছে এবার ঘুঁটিয়ে নাও নিজেকে।
তোমার পাতা গুলো এবার রোদ পাবে অনেক
অনেক স্বতেজ হয়ে উঠবে আশা করি।
তোমার শিকড় এবার মেলো।
তোমাকে আজ মুক্তি দিলাম।
২| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ২:১৪
ইস টু ফিড বলেছেন: সেটা না হয় অব্যক্ত ই থাকুক।
৩| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:০০
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:১১
শায়মা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া।
সব মুক্তিই আনন্দের কিন্তু যে মুক্তি দেয় সে মাঝে মাঝে কষ্ট পায়। তুমিও কি পাচ্ছো?