![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা,
তার সাথে কথা বলতে না পেরে
আমার যে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসে
বুকের উপর চেপে থাকে একটন ওজনের পাথর
সেটা কি সে জানে?
তার ও কি তেমন হয়?
চোখ ভিজে উঠে?
সারাবেলা বন্ধ রাখে ঘরের কোনে?
নাকি সব ভুলে বসে হেসে উঠে অন্য কারো কথায়?
শেষ যেদিন তাকে দেখেছিলাম
কয়দিন ধরে যে তার মোহে আবিষ্ট ছিলাম বলতে পারবো না
তার চোখের চাহনি, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম
ঠোঁটের মিষ্টি স্বাদ
ভুলিনি এখনো, ভুলতে তো পারি না আমি!
আচ্ছা সে ও কি মনে রেখেছে?
নাকি অন্য কারো মোহে আবিষ্ট হয়ে আছে?
ভুলে গেছে সব?
আচ্ছা,
এক সাগর হাহাকার নিয়ে মানুষ কিভাবে বাঁচে?
না পাওয়ার কষ্ট যে অনেক যন্ত্রনার
বার বার বুকের মাঝে তার শূণ্যতার ঘন্টা যে বাজে।
সে কি শুনতে পায়?
না কি সে শব্দ কে অগ্রাহ্য করে অন্য কারো শব্দে মেতে আছে!
আচ্ছা হৃদয়ের টান মানুষ কি করে ভুলে?
আচ্ছা তিলে তিলে জমা এক সমুদ্র মায়া আমি কিভাবে কাটাবো বলতে পারো?
©somewhere in net ltd.