নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

একদিন আমিও সব ভুলে যাবো

০৩ রা মে, ২০২২ রাত ১:০২

একদিন আমিও সব ভুলে যাবো
যেমন করে আমাকে ভুলে গিয়েছিলে!
ভুলে যাবো সমস্ত অবহেলা,
যেগুলো আষ্টেপৃষ্টে ছিল আমার সব ভালোবাসা ঘিরে।
আমার ভালোবাসারা পথ খুঁজে পায়নি তোমার হৃদয়ের,
দিক বিদিক হারিয়ে কেঁদেছিল একাকি।
আমি বুঝিয়েছি বার বার
কষ্ট ছাড়া কি ভালোবাসা মিলে?

একদিন অশ্রু শুঁকিয়ে গেল
একদম মরুভূমির লাল বালুর মত শুকনো
আমি অনেক চেষ্টা করেছি কিন্তু,
অশ্রু তো আর আসেনা!
বরং, পাথরে পাথরে ঘর্ষণে অনলে পরিনত হয়।
তোমাকে বড্ড মনে পড়ে জানো?
কিন্তু পরক্ষনেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে বুকের মাঝে,
সেই আগুনে জ্বলে যায় চাঁপা কষ্ট!
একদিন আমি সব ভুলে এগিয়ে যাবো
ধুলাবালির মত তোমার সব স্মৃতি ঝেড়ে ফেলে!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: সুন্দর! ভালবাসার অনুভূতিগুলো কষ্ট হয়ে বেরিয়ে এলো।

আরো চাই এমন লেখা।

ঈদমোবারক।

২| ০৩ রা মে, ২০২২ রাত ৯:৩৫

সাগর কলা বলেছেন: - সুন্দর অনুভূতি ভাইয়া।

৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৮

ইস টু ফিড বলেছেন: ঈদ মোবারক

৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৯

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.