![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারো ইচ্ছে করে
কারো কোলে মাথা রাখতে;
কারো মায়াবী চোখে চোখ রেখে
তার কাজলের কালো রঙ এ ডুবে যেতে ইচ্ছে করে এক পলকে।
কারো হাসির মায়ায় আঁটকা পড়তে ইচ্ছে করে খুব,
কারো চুল উড়ে উড়ে আমার চোখে গালে এসে বিঁধবে
তাও আমি অপলক তাকিয়ে থাকবো।
আমার যে কারো চেহারায় তাকিয়ে জগৎ টা ভুলে যাওয়ার খুব ইচ্ছে করে!
২| ০৬ ই মে, ২০২২ সকাল ১০:০২
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে মনে হলো না যে এটি স্বৈরাচারী ইচ্ছে।
এটাতো ভালবাসায় কাতর হয়ে ভালবাসায় হারিয়ে যাওয়ার ইচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২২ রাত ২:৫২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইচ্ছে করা দোষের নয়।সবার ভালো বাসার অধিকার রয়েছ। ভালোবাসলে কি কেহ স্বৈরাচারী হয়? কবিতার নাম হতে পারতো অপূর্ণ ইচ্ছে।