নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

একবুক দুঃখ কে আগলে রেখেছিলাম

০৫ ই জুন, ২০২২ রাত ২:০৯

আমি একবুক দুঃখ কে আগলে রেখেছিলাম
পরম মমতায় আমার করে।
তাকে খাওয়াতাম, পরাতাম
আদর করতাম বুকে জড়িয়ে।
তুমি নামক দুঃখ কে আমি যত শিকল পরিয়ে;
খাঁচায় পুরে আমার করে রাখতে চাইতাম,
সেই দুঃখ বার বার আমাকে ছোবল মারতো।
আমার অন্তরেতে বিষে বিষে নীল হয়ে যেত,
আমি মুখ বুজে সইতাম।
ভাবতাম আমার দুঃখ টা একান্ত আমার ই তো,
সে মারবে, কাটবে, আবার ঠিক সময়ে আপন ও করে নেবে।
আমার দুঃখ টা একদিন অন্য কারো আকাশে পাড়ি জমালো!
অন্য কারো খাঁচায় বন্দি হলো,
অন্য কারো হৃদয়ের সুখ হয়ে ধরা দিল।
আমি তাকিয়ে রইলাম আমার দুঃখের দিকে অপলক।
আমি অনুভব করলাম একবুক পাথর নেমে-
খালি হয়ে যাওয়া আমার হৃদয় টাকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেষ্টা করতে থাকেন আরো ভালো হবে একদিন।

০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪২

ইস টু ফিড বলেছেন: ইনশা আল্লাহ

২| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪২

ইস টু ফিড বলেছেন: ভালোবাসা অভিরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.