নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সুপ্রিয়া

২৪ শে জুন, ২০২২ রাত ১০:৪০

প্রিয় সুপ্রিয়া
কেমন আছো, ভালোতো?
অনেকদিন আমাদের কথা হয়না,
কেমন আছো তা জানার এখন আর অধিকার আমার নেই,
তবু জানতে ইচ্ছে করে, বেহায়া হতে ইচ্ছে করে
তোমার কাছে যেতে ইচ্ছে করে।
তোমার খবর এখন নেয়া হয়না;
কষ্টের দেয়াল আরো মজবুত হয় বলে
সেটা আমি এখনো টপকাতে পারিনি জানো?

এখন তোমার মন খারাপ হয়?
আমার ছেলেমানুষি, না বুঝে কথা বলা, বার বার জানতে চাওয়া
তুমি কি অনুভব করো?
নাকি এগুলো ভেবে এখনো রাগ হও?
আচ্ছা এখন এভাবে তোমাকে কে রাগায়?
নাকি সব ভুলে খুব সুখে আছো?
খুব জানতে ইচ্ছে করে।

আমাকে লেখা তোমার সেই চিঠিটা কি এখনো আছে?
যেদিন দেখা হবে আমাদের-
সেদিন যত্ন করে তুলে দিবে বলেছিলে আমার হাতে।
কই দাওনি তো?
সেটা কি যত্ন করে রেখেছো,
বিছানার নিছে, ডায়েরির ভাঁজে নাকি তোমার বুকের মাঝে।
নাকি ছুঁড়ে ফেলেছো আমার মতন?

এখন কি প্রতিদিন ছবি তুলতে হয়,
শাড়ি পরতে হয়, টিপ দিতে হয় কপালে?
নতুন প্রেমিক দেখতে চায় তোমাকে ক্ষনে ক্ষনে?
আমার মত তোমাকে অনুভব করে?
না দেখতে পেলে মন খারাপ করে আমার মত?
বায়না ধরে একটু দেখার জন্যে?
নাকি সে অনেক পরিণত,
বার বার দেখতে চাওয়া বাচ্চা স্বভাব তার নেই?

আমার সাথে কথা বলতে না পারলে যে খারাপ লাগতো,
সেই স্বভাব কি এখনো আছে?
মন খারাপ করলে এখন কে ভালো করে?
কে শোনায় গান, কবিতা
কে করে ঘন্টার পর ঘন্টা তোষামোদ?
নতুন মানুষের সাথেও কথা না বলে থাকতে পারো?
তার জন্যেও কি বুকের মধ্যে হয় অপ্রকাশিত শিহরণ?

সেদিন বৃষ্টি হচ্ছিল টি এস সি তে,
গত বছর তোমার সাথে যেখানটায় বসেছিলাম
ঠিক সেখানটায় দাঁড়িয়ে,
মনে হলো আমার পৃথিবী টা শূণ্য
চারপাশে কত মানুষ,
কিন্তু তুমি নেই।
আচ্ছা আমার দেয়া কৃষ্ণচূড়া ফুলটা কি করেছিলে,
খোঁপায় গুঁজেছিলে যত্ন করে?
হাতে নিয়ে অনুভব করেছিলে আমার ভালোবাসা?
আর না হয় তার ও স্থান হয়েছে আস্তাকুঁড়ে।

আচ্ছা বলতে পারো
এত এত পাহাড়সম ভালোবাসা দেখিয়ে
এত প্রতিজ্ঞা, এত মায়া মমতা দেখিয়ে
আমাকে দূরে কেন সরালে,
আমাদের বিচ্ছেদ কেন হলো?
শুনেছি বেশি ভালোবাসলে একদিন দূরে সরে যেতে হয়ে,
আমাদের ভালোবাসা কি অনেক বিশাল ছিল,
আটালান্টিক এর মত বিশাল?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪১

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.