![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিশোধ?
না না, তা আমি কক্ষনোই নেইনি
যে আমাকে ছুরি মেরেছে পেছন থেকে
রক্তে রক্তে রঞ্জিত করেছে আমার দেহ
ব্যথায় কুঁকড়ে মরেছি আমি
তাও, প্রতিশোধ আমি নেইনি।
সবচে ঘৃনিত ছিল যে আমার কাছে,
ছিল দু চোখের বিষ;
কথার বানে কাঁটা ফুটাত যে গায়ে -
লজ্জায়, অপমানে কুঁকড়ে যেতাম আমি
ইচ্ছে করতো ধরনী মাঝে বিলিন হয়ে যাই,
তাও, প্রতিশোধ আমি কোন কালেই নেইনি।
আর তুমি তো ছিলে আমার প্রিয়জন,
আমার সবচেয়ে কাছের
নাহয় একা রেখেই চলে গিয়েছিলে অন্যের কাছে
একা ঠিক অমাবস্যার অন্ধকারে
জ্বলতে থাকা একটি মাত্র জোনাকির মত,
তাই বলে প্রতিশোধ নেব?
না না তা হয় নাকি!
তোমার শাস্তি হবে কোন নির্জন রাতে
হাত বাড়িয়ে পাশে যখন কাউকে পাবেনা-
তখন মনের কোনায় আমার স্মৃতি উঁকি দেবে
ধরতে পারবে না, ছুঁতে পারবে না
শুধু অশ্রুতে সুখ খুঁজবে!
২| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়াই উত্তম।
০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:০৮
ইস টু ফিড বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২২ সকাল ১০:৪৯
তারেক ফাহিম বলেছেন: প্রতিশোধ নিতে হয় না।
প্রকৃতির শোধগুলো কল্পনার বাহিরে।