![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা তুমি কি বুঝোনা
তোমাকে কেন এত ভালোবাসি?
কেন তোমাকে ভেবে পার করে দেই অমূল্য মুহুর্ত গুলো
কেন তোমার সাথে রাগ করি
অভিমান জমাই একটু একটু!
তুমি কি সত্যিই বুঝোনা?
কেন এত বিড়ি খাই
কেন ধোঁয়া জমে নির্ঘুম সিলিং এ
অনিদ্রা জড় করে চোখের নিছে কালি জমাই!
©somewhere in net ltd.