নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বা/আ স র

ই চ্ছে খা তা

বেনামী

বেনামী › বিস্তারিত পোস্টঃ

বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধি প্রসঙ্গে

০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ৭ জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এ দেশ। প্রথম শ্রেনী থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়তে পড়তে তাদের জেনেছিলাম আমরা। যখন ছোট ছিলাম, বন্ধুরা যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে কেউ হতাম মতিউর, কেউ নূর মোহাম্মদ, কেউ অন্য কোন বীরশ্রষ্ঠর নাম। আর নিজের নামকে শ্রেষ্ঠদেরও শ্রেষ্ঠ বানানোর প্রতিযোগিতায় মেতে উঠতাম খেলার ছলে। এরপর আরো বড় হলে জানলাম বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধীর কথা।



যাঁরা এ দেশের জন্য শহীদ হয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন শহীদকে এমন উপাধী দেয়ার বিষয়টা আস্তে আস্তে আমার অপছন্দ হতে শুরু করলো একসময়। যাঁরা এ দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁরা তাদের সবচেয়ে বড় উৎসর্গটাই করেছেন। হ্যাঁ, তাদের মধ্য কেউ হয়তো নিজের জীবন বিসর্জন দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আরও কিছু মানুষের জীবন, শহীদ হয়েছেন বীরের মত। কিন্তু আমরা কতজন শহীদের কথা জানি, শহীদ হবার ঘটনা জানি, যুদ্ধের ঘটনাগুকো জানি? যাঁদের আমরা বীরের উপাধি দিয়েছি তাঁদের চেয়েও কেউ কেউ হয়তো বীরের মত লড়াই করেছে, আমরা হয়তো জানি না।



যুদ্ধটা কোন বীরের প্রতিযোগিতা ছিলো না। যাঁরা যুদ্ধে গিয়াছিলেন, সময়ের প্রয়োজনেই গিয়েছিলেন। কেউ শহীদ হয়েছেন, আর যাঁরা ফিরে এসেছেন তাঁরাও ফিরে আসবেন ভেবে যুদ্ধে যাননি, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করার ইচ্ছে নিয়েই গিয়েছিলেন।



তাই কোন বিশেষ মুক্তিযোদ্ধাকে আলাদা উপাধী দেয়া বা তার প্রতি আলাদা শ্রদ্ধা জানানো আমার ভালো লাগে না। যখন শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাকে সমান শ্রদ্ধা নিয়েই আমি শ্রদ্ধা জানাই।



স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা সকল মুক্তিযোদ্ধাকে সালাম।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-৩

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫

মাথামোটা বলেছেন: স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা সকল মুক্তিযোদ্ধাকে আমরাও সালাম জানাই।
কিন্তু ভেদাভেদ তো আপনিই শুরু করছেন।

কেউ কি আপনাকে বলেছে যে এদের কেউ খারাপ?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১

অশ্রু বলেছেন: ভাল পোস্ট। ৫ দিলাম। স্বাধনীতা ব্যবসায়ীরা বুঝুক, মানুষ আসলে কি ভাবে

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২

প্রান্তর বলেছেন: আসলেই মাথামোটা তোমার। কে কাকে খারাপ বলল?

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩

শাহেদুর রহমান বলেছেন: @মাথামোটা
আপনি মনে হয় পোষ্টটা ঠিকমত না পড়েই কমেন্ট করেছেন, আগে পোষ্টের বক্তব্য বুঝুন, তারপর কমেন্ট করুন।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪

মাথামোটা বলেছেন: অশ্রু তোমার কৃমি আছে মনে হয়। ১৯৭১ শুনলেই কামড়ায়?

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪

প্রান্তর বলেছেন: পাঁচ দিলাম

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬

বেনামী বলেছেন: মাথামোটা আর অশ্রু, দুজনারই দেখি একই অবস্থা। না বুঝেই রিটিং করছে।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০

মাথামোটা বলেছেন: এমন না যারা উপাধি পাইছে শুধু তারাই বীর।
আরও অনেকের খবর হয়তো আমরা জানি না।

কিন্তু যাদের বীরত্বের ঘটনা প্রমানিত তারাই উপাধি পেয়েছেন।

৥শাহেদুর রহমান - তুমি ভালো কইরা পড় আগে।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪

মাথামোটা বলেছেন: না রে ভাই অশ্রু হইল সঘোষিত রাজাকার।
ওরে আমার সাথে মিলাইওনা।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯

মানুষ বলেছেন: বেনামী, আপনার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ এটা ঠিক যে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁরা সবাই ছিলেন বীর, মহান যোদ্ধা। কিন্তু যুদ্ধ ক্ষেত্রে তাঁরা সবাই কি সমান অবদান রাখার সুযোগ পেয়েছিলেন? উদাহরণ হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের কথা বলি। তাঁর সহোযোদ্ধারা তাঁকে ফেলে রেখে গিয়েছিল মুমূর্ষু অবস্থায়। তিনি তাঁর সঙ্গীদের ব্যাক আপ দিয়ছেন সে অবস্থাতেই। কেন, সেখানে তো অন্য কেও ব্যাক আপ দিতে পারতেন। এরকম অনেক ঘটনা ঘটেছে। আর সে কারণেই এই পদকের সৃষ্টি।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০০

বেনামী বলেছেন: মাথা মোটা, খানিকটা বুঝেছেন অবশেষে।
এখন বলেন, আপনাকে কে বলেছে, যাদের বীরত্বের ঘটনা প্রমাণিত তারাই উপাধি পেয়েছেন? কে প্রমাণ করলো? কিভাবে প্রমাণিত হলো? বীরত্ব প্রমাণের মাপকাঠিই কি?

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮

অচেনা বাঙালি বলেছেন: বেনামী,
আমি বীরশ্রেষ্ঠ দের মৃত্যু দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিই।
আপনি এখন কি করতে বলেন, এইসব আর দিবনা?

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯

বেনামী বলেছেন: মানুষ, আমি কিন্তু লেখায় আপনার মন্তব্যের বিষয়টা নিয়েও লিখেছি। আর আপনার মন্তব্যে আপনিই বলেছেন, এমন আরও অনেক ঘটনা আছে। হ্যাঁ, আমিও তাই বলি। এমন বীরত্বের ঘটনা হয়তো আরও অনেকের যোদ্ধার জীবনেই আছে। তাই কাওকে আলাদা না করেই সবার প্রতি সমান শ্রদ্ধা জানানোটাই আমার যুক্তি যুক্ত মনে হয়।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫

মানুষ বলেছেন: এখানে ছোট বড় ভেদাভেদ তো খুঁজে পাচ্ছি না। বরং একজন বীর কে সম্মান প্রদর্শন করাটাই চোখে পড়ছে।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

বেনামী বলেছেন: অচেনা বাঙালী,
আমি আপনাকে কিছু করতে বলছি না। তাঁদের প্রতি আপনার আলাদা শ্রদ্ধার জায়গা থাকলে আপনি অবশ্যই দিবেন। কিন্তু আমার মনে হয়েছে সকল মুক্তিযোদ্ধারই সমান শ্রদ্ধা পাওয়া উচিত।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯

অচেনা বাঙালি বলেছেন: ওক্কে কমরেড।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২২

বেনামী বলেছেন: মানুষ, আমি যখন বলবো এ ব্লগে মানুষ সবচেয়ে ভালো লেখে, তারমানে দাঁড়ায় বাকি সবাই তারচেয়ে খারাপ লেখে। এখানে আলাদা ভাবে কাওকে ছোট করার দরকার পড়ে না।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮

মানুষ বলেছেন: আপনি আমার প্রথম মন্তব্যটি আর একবার পড়ুন। আমি কি বলতে চাইছি সেটা মনে হয় আপনি বুঝতে পারেননি।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮

অশ্রু বলেছেন: বনেমি আপনাকে সবাই এখন রাজাকার বলবে

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১০

মাথামোটা বলেছেন: আপনার কি মনে হয় ১ জন বলছে যে ও ৫০০ পাকি মারছে আর ওরে উপাধী দিয়া দিছে।
শুনেন প্রত্যেক টা ঘটনা প্রমানিত এবং লিখিত সাক্ষ্য আছে।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৭

বেনামী বলেছেন: অচেনা বাঙালী, ধন্যবাদ।

মানুষ ও মাথামোটা, আপনারা দুজন একটা নির্দিষ্ট জায়গায়ই ঘুরপাক খাচ্ছেন। লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়লে আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতেন। তবুও আমি আবার উল্লেখ করছি।

"যাঁরা এ দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁরা তাদের সবচেয়ে বড় উৎসর্গটাই করেছেন। হ্যাঁ, তাদের মধ্য কেউ হয়তো নিজের জীবন বিসর্জন দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আরও কিছু মানুষের জীবন, শহীদ হয়েছেন বীরের মত। কিন্তু আমরা কতজন শহীদের কথা জানি, শহীদ হবার ঘটনা জানি, যুদ্ধের ঘটনাগুকো জানি? যাঁদের আমরা বীরের উপাধি দিয়েছি তাঁদের চেয়েও কেউ কেউ হয়তো বীরের মত লড়াই করেছে, আমরা হয়তো জানি না।

যুদ্ধটা কোন বীরের প্রতিযোগিতা ছিলো না। যাঁরা যুদ্ধে গিয়াছিলেন, সময়ের প্রয়োজনেই গিয়েছিলেন। কেউ শহীদ হয়েছেন, আর যাঁরা ফিরে এসেছেন তাঁরাও ফিরে আসবেন ভেবে যুদ্ধে যাননি, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করার ইচ্ছে নিয়েই গিয়েছিলেন।"

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০

বেনামী বলেছেন: আমার মনে হয়, এ উপাধী দেয়ার ক্ষেত্রে রাজনীতিও হয়েছে। বীর শ্রেষ্ঠ উপাধি যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে সব বাহিনীর সৈনিক আছেন। আবার কিছু বেসামরিক মুক্তিযোদ্ধাকেও রাখা হয়েছে।

আমি জানিনা, এ তালিকা কারা করেছিলেন? কোন মাপকাঠিতে? এ সংক্রান্ত কোন তথ্য কারও জানা থাকলে জানানোর জন্য অনুরোধ করছি।

২৩| ১৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫১

বেনামী বলেছেন: স্বাধীনতার মাসে সকল মুক্তিযোদ্ধাদের লাল সালাম।

২৪| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৪

বেনামী বলেছেন: স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা সকল মুক্তিযোদ্ধাকে সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.