নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

কবির: রহস্যবাদী, কবি

২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

“I am not a Hindu,

Nor a Muslim am I!

I am this body, a play

Of five elements; a drama

Of the spirit dancing

With joy and sorrow.”





কবিরের জন্মও কুয়াশাচ্ছন্ন। কেউ কেউ এইরকম বলে যে- সে ছিল বিবধা এক ব্রাহ্মণীর পুত্র। হতে পারে, আবার নাও হতে পারে। জগতের রহস্যবাদী কবিদের জন্মের হদিশ না-করাই শ্রেয়। মানুষ কর্মে বাঁচে, জন্মে নয়।

তবে কবিরের নামের সঙ্গে পবিত্র বারানাসী নগরটি জড়িত।

অনুমিত হয় যে ওখানকারই এক সম্পন্ন তাঁতী ঘরে কবিরের জন্ম। পরে নিঃসন্তান এক মুসলিম তাঁতী পরিবার কবিরকে দত্তক নেয়। সেই মা-বাবার নাম ছিল নিম্মা ও নিরু।

গবেষকগন অবশ্য কবিরের সময়কাল ১৩৯৮ ১৪৪৮ বলে সনাক্ত করেছেন।

যৌবনে রামানন্দের শিষ্য হলেন। রামানন্দ ছিলেন ভক্তিবাদী সন্ন্যাসী। দক্ষিণ ভারতে সূচিত হয়েছিল ভক্তিবাদী আন্দোলন। সময়কাল ৮০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ। যিনি ভক্তির মার্গ সন্ধান করতেন তাকে বলা হত ভক্তিযোগী। শিব বিষ্ণু কি শক্তিতে উদ্দেশ্য করেই ভক্তের ...ভগৎ হলেন এমন একজন পবিত্র মানুষ যিনি মানবজাতিকে ঈশ্বরের দিকে ভগৎ মানে গুরু।

রামানন্দ ছিলেন সেই রকম গুরু।

কবিরও পেশায় তাঁতীই ছিলেন। আর কবি হিসেবে অতুলনীয়। শিখদের পবিত্র গ্রন্থে তাঁর রচিত ৫০০ পদ্য রয়েছে। শিখরা তাঁকে গুরুর সম্মান দিয়েছে।

কবির খোলাখুলিই অপর স¤প্রদায়গুলি সমালোচনা করেছেন। এভাবে ভারতীয় চিন্তার ইতিহাসে এক নবতর অধ্যায় সংযোজন করেছেন তিনি। তাঁর কবিতার সার্বজনীন আকর্ষন রয়েছে। পৃথিবীব্যাপী তাঁর যে সম্মান একারনেই। কবিরকে যে সার্বজনীন গুরু বলা হয় তা অকারণে নয়।

কবির মনে করতেন যে-জীবন দুটো আধ্যাত্মিক নীতির আন্তক্রিয়া।একটি জীবাত্মা; অন্যটি পরমাত্মা। এই দুই আধ্যাত্মিক নীতির মিলনই মুক্তি। কবিরের মতবাদে মিশেছে হিন্দু কর্মের ধারণা ও ইসলামী সুফীবাদ। হিন্দু মুসলিম ছাড়াও শিখদেরও অনুপ্রানিত করেছেন কবির।

তিনি বেদকোরন ফেলে সহজ পথের যাত্রী হতে বলতেন। ছিলেন বর্ণবাদ বিরোধী।

কবিরের গুরু ছিলেন সৎগুরু।

কবিরের কয়েকটি কবিতা-



Between the conscious and the unconscious, the mind has put up a swing:



Between the conscious and the unconscious, the mind has put up a swing:

all earth creatures, even the supernovas, sway between these two trees,

and it never winds down.

Angels, animals, humans, insects by the million, also the wheeling sun and moon;

ages go by, and it goes on.

Everything is swinging: heaven, earth, water, fire,

and the secret one slowly growing a body.

Kabir saw that for fifteen seconds, and it made him a servant for life.



O how may I ever express that secret word?

O how can I say He is not like this, and He is like that?

If I say that He is within me, the universe is ashamed:

If I say that He is without me, it is falsehood.

He makes the inner and the outer worlds to be indivisibly one;

The conscious and the unconscious, both are His footstools.

He is neither manifest nor hidden, He is neither revealed nor unrevealed:

There are no words to tell that which He is.



The Drop and the Sea



I went looking for Him

And lost myself;

The drop merged with the Sea --

Who can find it now?

Looking and looking for Him

I lost myself;

The Sea merged with the drop --

Who can find it now?







কবিরের কবিতার রবীন্দ্র অনুবাদ

http://www.sacred-texts.com/hin/sok/



উদ্ধৃতি



http://thinkexist.com/quotes/kabir/



আরও কবিতা



http://www.poetry-chaikhana.com/K/Kabir/





মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫

সূর্য বলেছেন: আপনার বিচিত্রমুখী অনুসন্ধিৎসা দেখে ভাল লাগে। আজকাল এমন উৎসুক মন বড় একটা দেখা যায়না।
আপনি কী ছাত্র না কোন পেশায় আছেন?
আরো লিখুন।

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১১

ইমন জুবায়ের বলেছেন: ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পাশ করে বেরিয়েছি।
না। আমার কোনও পেশা নেই। মানে চাকরি কি ব্যবসা করি না।
প্রাচীন একটা গ্রিক প্রবাদ আছে-‍"কিছু পৈত্রিক সম্পদ থাকলে বিজ্ঞতা ভালো।"
কাজেই জ্ঞানচর্চার অখন্ড অবসর ...

২| ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪১

সবুজ আরেফিন বলেছেন: কবির সম্পর্কে প্রথম জানি সুমনের গানে। এইখান থেকে আরও জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

ইমন জুবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.