নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

রাগের নাম: দেশ

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭





রাগের নাম: দেশ। অতি মধুর রাগ। মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মমতা ঝরে ঝরে পড়ে রাগটির স্বরে স্বরে। মাঝ রাতের রাগ দেশ।







সা রে মা পা নি র্সা। এই হল দেশের সুর। নিতিন শাওনি-র কম্পোজিশনে এবং রীনা ভরদ্ববাজের কন্ঠে শুনি দেশ রাগের সুরে "নদিয়া।"











নিতিন শাওনি; নদীয়ার কম্পোজার।





দেশ রাগের সুরটা এমনই আকর্ষনীয় যে ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক দেশ রাগের সুর তাঁর ইলেকট্রিক গিটারে না বাজিয়ে পারলেন না।







উস্তাদ রশীদ খানের কন্ঠে





সেতারে









বাঁশীতে





বেহালায়











জেফ বেককে ধন্যবাদ। রাগ দেশ বাজানোর জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: ++++++++++++++++
চমৎকার পোস্ট ।

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩

নীল বাউল বলেছেন: সরাসরি প্রিয়তে।

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৯

সোজা কথা বলেছেন: Click This Link

বস! খুবই সুন্দর .. রাগ দেশ নিয়ে প্রথম শুনি জালোটার এক ভজনের কিছু অংশে।

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ। কী আশ্চর্য! এই ট্র্যাকটা খুঁজছিলাম। আবারও ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: সোজা কথারেও ধন্যবাদ ... জালোটার রাগ সেই থেকে শুনছি আর শুনছি।

১৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯

ইমন জুবায়ের বলেছেন: সোজা কথা দারুণ কাজ করেছেন লিঙ্কটা দিয়ে। জালোটার এই কম্পোজিশনটা কতবার যে শুনেছি।

৫| ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫২

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ইমন ভাই, অসাধারণ পোস্ট। সবগুলো প্রধান রাগের সাথে পরিচয় করিয়ে দিন। আরো পোস্ট চাই। আমার এখানে আজ নেট এর লাইনের ত্রাহি ত্রাহি অবস্থা। তাই আজ সব শুনতে পারলাম না। উস্তাদ রশীদ খাঁ এর ওখানে শুনে মনে হল কড়ি মা তে কয়েকবার স্পর্শ করে গেছে। আমার ভুলও হতে পারে। দেশের রাগে গাধার জায়গা নেই আর কি! এটাই আসল।

আর সোজা কথা কেও অনেক অনেক ধন্যবাদ জালোটার রাগের লিংক দেবার জন্যে।

তবে ইমন ভাই, আমার ব্যক্তিগত পছন্দের রাগ কিন্তু আপনার নামটির রাগ- রাগ ইমন।

১৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৭

ইমন জুবায়ের বলেছেন: ইমন আমারও ফেবারিট।
উস্তাদ রশীদ খাঁ এর ওখানে শুনে মনে হল কড়ি মা তে কয়েকবার স্পর্শ করে গেছে। ...
কিছুই আর আগের মতন ফিক্সড নাই; উস্তাদরা পরীক্ষানীরিক্ষা করতে ভালোবাসেন।
ধন্যবাদ সাদাত।

৬| ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৩

অ্যামাটার বলেছেন: অফটপিক: ইমন জুবায়ের ভাই, আপনি তো অনেক বাদ্যযন্ত্র নিয়ে পোষ্ট দেন, এর আগে কি 'কর্ণেট' নিয়ে আপনার কোনো লেখা আছে? থাকলে লিঙ্কটা দিবেন? অথবা না লিখলে কর্নেট নিয়ে একটা পোষ্ট আশা করছি। আর বাদ্যযন্ত্র এবং বিভিন্ন রাগ নিয়ে আপনার যতগুলো লেখা আছে, সেগয়লোকে আলাদা কোন বিভাগ খুলেরাখলে ভাল হয়না? কখনও কখনও আপনার ব্লগটাই আমারকাছে উইকিপিডিয়ার ক্ষুদ্র সংস্করন মনে হয়, হঠাৎ কোন তথ্য জানতে হলে অনেকসময় আপনার ্লগ হাতড়াই:)

১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৫

ইমন জুবায়ের বলেছেন: কর্ণেট নিয়ে লিখি নি; লিখব।
আলাদা বিভাগের কথা ভেবে দেখব।
ধন্যবাদ।

৭| ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫

আমজাদ সুজন বলেছেন: আপনার লেখাটা পড়ে এবং লিংক পেয়ে ভালো লাগলো। দেশটিভিতে তালে ও তানে নামের যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের প্রথম পর্বে সরোদ আর বাঁশিতে দেশ রাগ ছিল। আমি অনুষ্ঠানটি প্রযোজনা করি। আপনার লেখাটা আগে পেলে আরও ভালো হতো। পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২১

ইমন জুবায়ের বলেছেন: Thamks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.