নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

সংগীতের কৌশিকী চক্রবর্তী

১৮ ই মে, ২০১০ সকাল ৮:২৩





কৌশিকী চক্রবর্তী । আমাদেরই এক বাঙালি মেয়ে- ভারতীয় শাস্ত্রীয় সংগীতে কী অসাধারন দখল- সেটি জানাতেই এই পোষ্ট। কৌশিকী চক্রবর্তীর জন্ম কলকাতায় ১৯৮০ সালে। বাবা অজয় চক্রবর্তী ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিরাট পন্ডিত ব্যক্তি। আমাদের জন্য গৌরবের সংবাদ এই যে অজয় চক্রবর্তীর পূর্বপুরুষের ভিটেমাটি এই বাংলাদেশই ছিল। এই জন্যই এখান থেকে যখনই কৌশিকী চক্রবর্তীর নামধান শুনি তখন মনে মনে বলি আরে এতো আমাদের বাংলাদেশেরই মেয়ে ...



মাত্র দু’বছর বয়েসেই নাকি শিশু কৌশিকী সংগীতের তালে তালে নাচত। ৭ বছর বয়েসে পন্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ এর একাডেমি ভর্তি হয় বালিকা কৌশিকী। সেখানেই ভারতীয় ধ্রƒপদী সংগীতে হাড়েখড়ি। ভুল বললাম, হাড়েখড়ি তার আগেই বাবার কাছে হয়েছে। পরে অবশ্য আইটিসি সংগীত রিসার্চ একাডেমি তো যোগ দেন।







পন্ডিত অজয় চক্রবর্তী। গুনবতী কন্যার ধন্যি পিতা। সারা ভারতবর্ষের সংগীতমহলে কৌশিকী চক্রবর্তীর জয়জয়াকার। গর্বিত বাবার বুক নিশ্চয়ই স্ফীফ হয়ে ওঠে আনন্দে ...







কৌশিকী চক্রবর্তী কেবল বড় গাইয়ে নন, ২০০২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে প্রথম শ্রেনিতে স্নাতক হয়েছেন।



কৌশিকী ডোভার লেন মিউজিক কনফারেন্সসহ কলকাতার অনেক গানের আসরে শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করেছেন। তা ছাড়া আইটিসি সংগীত সম্মেলনে নিয়মিত গান। বিদেশে ক্যালিফোর্নিয়ায় বসন্ত উৎসব ও লস এঞ্জেলেসে পরম্পরা প্রোগ্রাম করেছেন। পুরস্কারের মধ্যে রয়েছে ১৯৯৫ সালে যদু ভট্ট পুরস্কার; ২০০০ সালে আউটস্ট্যাডিং ইয়াং পারসন এ্যাওয়ার্ড; ২০০৫ সালে বিবিসি পুরস্কার।







এখন অবশ্য কৌশিকী চক্রবর্তীর নাম কৌশিকী দেশিকান। স্বামী পার্থ দেশিকান।









মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১০ সকাল ৯:০১

করবি বলেছেন:
ধন্যি পিতার গুনবতী কন্যা ।


আগে জানা ছিল না।
ধন্যবাদ।

১৮ ই মে, ২০১০ সকাল ৯:০৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১০ সকাল ৯:১৫

সিনসিয়ার বলেছেন: এহ্ ইমনদা, সকালবেলাই মনদিল ভরে দিলেন.....এই মেয়েটার একটা ছবি দেখছিলাম অনেক আগে (সম্ভবত সানন্দা বা আনন্দবাজার বা দেশে) একটা জলসায় গান গাইতেছে.....দেখেই তার প্রেমে পরে গিয়েছিলাম...প্রথম দর্শনে প্রেম বলতে যা বোঝায় আর কি!!!!!!!!!!!!!ছবিতে গানের ভেতরে তার মগ্নতা দেখে (যদিও জানি ছবি সেই মূহুর্তের শিল্পির মগ্নতার - সুরের ভেতরের, সামান্য অংশই প্রকাশ করতে পারছিল).............

থ্যাংকস শেয়ার করায়, প্রিয়তে নিলাম।

১৮ ই মে, ২০১০ সকাল ১০:০৩

ইমন জুবায়ের বলেছেন: আপনার অনুভূতি অনেকটা আমার মতোই। হয়তো অনেকেরই।
অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১০ সকাল ৯:৪০

সিনসিয়ার বলেছেন: প্রিয় ইমন জুবায়ের,
শুভেচ্ছা নেবেন। আমি এক অধম ব্লগার। একটা ছোট কাগজ সম্পাদনাও করি বার্কিং ডগস্ নাম দিয়ে বছর দশেক (আপনার চোখে পড়ার কথা নয়,চোখে পরার মতোন স্থানে এগুলান ডিস্ট্রিবিউট করাটা কেন যেন শেষ পর্যন্ত হয়েই ওঠে না)।

তো অনেকদিন কোন কিছু করাটরা হয়ে উঠছেনা অনেকে মিলে একসাথে। এইবার আমরা কয়েক বুরবক এই সাইফাইয়ের আমলেও আরো একটা কাগজ প্রকাশের উদ্যোগ নিচ্ছি (যেহেতু আমাদের মফস্বলের দিকের কবিকূল এখনো ঠিক সাইবারে দাত বসাইতে পারে নাই)। এখন পর্যন্ত নাম ঠিক করা আছে - ত্রৈমাসিক ছোট কাগজ। আশা করতেছি মাসখানেকের ভেতরেই বের হয়ে যাবে বড় কোন প্রতিবন্ধতা না ঘটলে।

তো আপনার একখান লেখা আমার খুব ভালো লাগছে, ব্লগার আকাশ অম্বরের সৌজন্যে পড়ে -অবাস্তব পরাবাস্তববাদ।

তো আপনার এই লেখাটা কি ব্লগ ব্যাতিত অন্য কোথাও প্রিন্টেড হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে কি আমাদের কাগজে প্রিন্ট করার অনুমোদনটা মিলতে পারে? যদি অনুরোধ করি!!!!!!!!!!!!!(আগেভাগে বলে রাখি তিন/চার কপি ফ্রি কাগজ ছাড়া আমরা কিন্তু টাকা-পয়শাটা দিতে পারছি না কাউকে)। আর একটা বিষয়ে আমি আপনাকে নিশ্চিত করছি (আপনার লেখা পড়েটরে) আমাদের কাগজের সাথে আপনার অন্তত নীতিগত কোন অমিল হবে না। আপনে চাইলে বাই পোষ্টে দ'য়েক কপি বাকিং ডগস্ আপনার ঠিকানায় পাঠাতেও পারি আপনে চাইলে।

এখন সেই মোক্ষম অনুরোধটা করছি- আপনার অবাস্তব পরাবাস্তববাদ শিরোনামের লেখাটা আমরা প্রকাশিতব্য ত্রৈমাসিক ছোট কাগজের প্রথম সংখ্যায় ছাপতে চাই (যদি আগে কোথাও প্রিন্ট না হয়ে থাকে আর আপনার অনুমোদনটা মেলে।

শুভ কামনা।


সম্পাদক
বার্কিং ডগস্।

১৮ ই মে, ২০১০ সকাল ১০:০২

ইমন জুবায়ের বলেছেন: অবাস্তব পরাবাস্তববাদ তো আসলে আকাশ অম্বরের লেখা, আমার না। কাজেই ওর সঙ্গে যোগাযোগ করলে ও নিশ্চয়ই লেখাটা আপনাদের কাগজে ছাপাবার অনুমতি দেবে।
অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই মে, ২০১০ সকাল ১০:৪৭

সান্তনু অাহেমদ বলেছেন: ধন্যবাদ, মিঃ ইমন এমন সংবাদ সবার নজরে নিয়ে আসার জন্য। ভারতের তথা পশ্চিম বাংলার এমন অনেক স্বনামধন্য মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে আগত। যেমন, বাপ্পী লাহিড়ী, হেমন্ত মুখোপাধ্যায়, আরডি বর্মণ, সুচিত্রা সেন, মিঠুন চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি। এরা আমাদের গর্ব।

১৮ ই মে, ২০১০ সকাল ১০:৪৯

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই মে, ২০১০ সকাল ১১:২১

রেজোওয়ানা বলেছেন: কৌশিকী চক্রবর্তী দেখতেও খুব মিষ্টি

১৮ ই মে, ২০১০ দুপুর ১২:২০

ইমন জুবায়ের বলেছেন:

৬| ১৮ ই মে, ২০১০ দুপুর ১:১০

শিরীষ বলেছেন:
ছবি দেখলাম ইমন ভাই #:-S
এবার পড়ে ও শুনে দেখি :)

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:১৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই মে, ২০১০ দুপুর ১:৪৬

সিনসিয়ার বলেছেন: অবাস্তব পরাবাস্তববাদ তো আসলে আকাশ অম্বরের লেখা, আমার না। কাজেই ওর সঙ্গে যোগাযোগ করলে ও নিশ্চয়ই লেখাটা আপনাদের কাগজে ছাপাবার অনুমতি দেবে।
অনেক ধন্যবাদ।

নিচে তাইলে কি দেখলাম.....ছোট্ট করে লেখক ঃ ইমন জুবায়ের!!!!!!!!!!!!!!

সেইটা কি আসলে উৎসর্গ ছিল?

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২০

ইমন জুবায়ের বলেছেন: শেষ পর্বের নেরুদার কবিতার অনুবাদ আমার করা। আকাশ অম্বরের সঙ্গে যোগাযোগ করলে সে ছাপানোর অনুমতি দিয়ে দেবে আশা করি। অনেক ধন্যবাদ।

৮| ১৮ ই মে, ২০১০ দুপুর ২:১৪

শিরীষ বলেছেন:
কয়েকবার শুনলাম। বিশেষ করে "ইয়াদ পিয়া কি আয়ে---" - জাস্ট স্বর্গীয়। আগ্রহীদের বলছি রিয়েলি এ অমৃত মিস করবেন না। আহ, ইমন ভাই! অনেক অনেক ভাল লাগা। অদ্ভুত!

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২০

ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগবেই। জানতাম।

৯| ১৮ ই মে, ২০১০ বিকাল ৩:৫৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: গুণবতী কন্যার কথা শুনে ভার লাগল্। গানটা অবশ্যএখনো শুনতে পারিনি।

আর এঁকে দেখে সত্যি মনে হচ্ছে............বাঙ্গালী মেয়েরা কি সেইরকম সুন্দর হয় না!!!!!!

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২১

ইমন জুবায়ের বলেছেন: বাঙালি মেয়েরা অবশ্যই সুন্দরী। এখন প্রশ্ন হল কে সবচে শ্রেষ্ট সুন্দরী। অন্তত এই ব্লগে ;)

১০| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:০২

সুরঞ্জনা বলেছেন: আমার অসম্ভব প্রিয় শিল্পীর কথা তুলে ধরেছো ইমন। আমি খুব খুব বেশী খুশী হয়েছি।
ইয়াদ পিয়া কি আয়ে এটা বড় গোলাম আলী খা সাহেব গেয়েছিলেন, পন্ডিত অজয় চক্রবর্তীও গেয়েছেন, কিন্তু কৌশিকীর কন্ঠে এটা যেন এক অন্য মাত্রা পেয়েছে বলেই আমি মনে করি। উনার খামাজ গুলো মুগ্ধ হওয়ার মতই। প্রিয়তে নিয়ে গেলাম।

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:১৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আশির দশকের শেষ দিকে গীতালী থেকে অজয় চক্রবর্তীর গানের অনেকগুলো ক্যাসেট বের হয়েছিলো। তখন সে গানগুলো এবং অজয়ের অসাধারন গলা ও গায়কী আমার খুব ভালো লেগেছিলো। সে থেকে তাঁর সাথে আমার পরিচয়। এখনো ভালো লাগে। গুনী বাবার গুনী কন্যাকে জানাবার জন্য আপনাকে ধন্যবাদ।

১৮ ই মে, ২০১০ বিকাল ৪:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১২| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:১৫

সহেলী বলেছেন: সুরঞ্জনার প্রিয় তে দেখে এলাম এখানে । ধন্যবাদ আপনাকে এ লেকার জন্য ।
ভাল লাগল পড়ে কৌশিকি কে নিয়ে ।

১৮ ই মে, ২০১০ বিকাল ৫:৩১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৮ ই মে, ২০১০ রাত ৮:২৪

নাজিম উদদীন বলেছেন: গানের কিছু বুঝি না :( , তাও ভাল লাগল।

১৮ ই মে, ২০১০ রাত ৮:২৬

ইমন জুবায়ের বলেছেন: এইই অনেক।
ধন্যবাদ।

১৪| ১৮ ই মে, ২০১০ রাত ৮:৪০

আকাশ_পাগলা বলেছেন: +++++++

১৮ ই মে, ২০১০ রাত ৮:৪৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৮ ই মে, ২০১০ রাত ৯:১০

শূণ্য উপত্যকা বলেছেন: আগে জানা ছিল না আসলে গান খুব একটা শুনা হয় না।নতুন জানলাম এবার শুনব নিশ্চয়

১৯ শে মে, ২০১০ সকাল ৭:০৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৮ ই মে, ২০১০ রাত ১১:০০

আকাশ অম্বর বলেছেন: সুন্দরম, ইমন ভাই।

১৯ শে মে, ২০১০ সকাল ৭:০৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৯ শে মে, ২০১০ সকাল ১১:২২

ভাঙ্গন বলেছেন: প্রতিদিনই নতুন নতুন জানছি।



(আমার এই মন্তব্যের রিপ্লাইয়ে আপনার মন্তব্য হবে-তাই?!!
আগেই বলে দিলাম):(

১৯ শে মে, ২০১০ সকাল ১১:২৬

ইমন জুবায়ের বলেছেন: সত্যি?



হি হি ...

১৮| ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৫০

দীপান্বিতা বলেছেন: অনেক ধন্যবাদ, ইমনভাই! কৌশিকীর কন্ঠ খুব ভাল লাগে... ওকে যেন প্রকৃত বিদুষী শিল্পী মনে হয়! ......জলপাইগুড়ি থেকে আসার পরে পরেই একবার পন্ডিত অজয় চক্রবর্তীর কাছাকাছি আসার সুযোগ হয়, তখন জানতাম না তিনি কত বড় মাপের শিল্পী!

১৯ শে মে, ২০১০ দুপুর ১:২৮

ইমন জুবায়ের বলেছেন: ওকে যেন প্রকৃত বিদুষী শিল্পী মনে হয়!
yes!

১৯| ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৩৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওয়াও, ইনি অজয় চক্রবর্তীর মেয়ে! অজয় বাবু আমার অসম্ভব প্রিয় শিল্পী। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ইমন ভাই। :)

১৯ শে মে, ২০১০ দুপুর ১:৪৬

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ, কৌশিকী অজয় চক্রবর্তীর মেয়ে!
অনেক ধন্যবাদ।

২০| ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৫৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: গান দু'টো শুনে দেখলাম ইমন ভাই। কি যে ভালো লাগলো! থ্যাংকস এগেইন। :)

১৯ শে মে, ২০১০ দুপুর ২:০০

ইমন জুবায়ের বলেছেন: শিরীষ বলেছেন:
কয়েকবার শুনলাম। বিশেষ করে "ইয়াদ পিয়া কি আয়ে---" - জাস্ট স্বর্গীয়। আগ্রহীদের বলছি রিয়েলি এ অমৃত মিস করবেন না। আহ, ইমন ভাই! অনেক অনেক ভাল লাগা। অদ্ভুত!

২১| ১৯ শে মে, ২০১০ রাত ৯:০৫

প্রতীক্ষা বলেছেন: পড়ছি!

আচ্ছা শুনো তুমি কি গান গাইতে পারো!
আমার মনে হচ্ছে তুমি অনেক ভালো গাও!

১৯ শে মে, ২০১০ রাত ৯:২২

ইমন জুবায়ের বলেছেন: না তো আমি গান গাইতে পারি না, তবে গিটার বাজাতে পারি :P

শুভেচ্ছা

২২| ১৯ শে মে, ২০১০ রাত ৯:৫২

প্রতীক্ষা বলেছেন: গান শুনে দেখেছি! আসলেই স্বর্গীয়!

১৯ শে মে, ২০১০ রাত ১০:০৬

ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা

২৩| ১৯ শে মে, ২০১০ রাত ১০:০৮

মুক্তি মণ্ডল বলেছেন: গতকালকে এনার কণ্ঠ শুনেছি। ভালোই লেগেছে।

১৯ শে মে, ২০১০ রাত ১০:১০

ইমন জুবায়ের বলেছেন: আসলেই ভালো গান উনি।
ধন্যবাদ কবি।

২৪| ২০ শে মে, ২০১০ রাত ৮:০৬

প্রতীক্ষা বলেছেন: চকলেট খাইছি! ক্যাডবেরি আমার প্রিয়!
গান শুনছি! এ গানটা আরও বেশি স্বর্গীয়!
শুভেচ্ছা গুণে নিছি! এত বেশি শুভেচ্ছা পেয়ে আমি খুশি! :P :P


২০ শে মে, ২০১০ রাত ৯:২৩

ইমন জুবায়ের বলেছেন: :P

২৫| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৪৭

মেহবুবা বলেছেন: কত নতুন তথ্য উপস্থাপন ।

অজয় চক্রবর্তী কি এই গান গেয়েছিলেন
" একখানা মেঘ ভেসে এলো আকাশে , এক ঝাক বুনো হাসঁ পথ হারাল ,

একা একা বসে আছি জানালা পাশে সেকি আসে আমি যারে বেসেছি ভাল " ।
গানটার ভক্ত ছিলাম আছি ।

কৌশিকি মেয়েটি দেখতে মিষ্টি , ওর গানের সূরের মত ।

২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০১

ইমন জুবায়ের বলেছেন: " একখানা মেঘ ভেসে এলো আকাশে , এক ঝাক বুনো হাসঁ পথ হারাল ,
এই গানটা ঠিক অজয় চক্রবর্তীর না ...শিল্পীর নাম হচ্ছে অনুপ ঘোষাল।
গানটা পেয়েও গেলাম


কৌশিকি মেয়েটি দেখতে মিষ্টি , ওর গানের সূরের মত ।

২৬| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭

মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ ।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:০০

ছন্দ্বহীন বলেছেন: খুব ছোট থেকে অজয় চক্রবর্তীর গান শুনি। তার মেয়ের কথাও একটু আধটু জানতাম তবে এতটা জানতে পেরে আরো ভাল লাগছে।

ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্টের জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.