নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tanbir

tanbir › বিস্তারিত পোস্টঃ

হিন্দি ছবিতে ব্রিটনি স্পিয়ার্স!

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

হিন্দি চলচ্চিত্রে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। রোমান্টিক কমেডিধর্মী মালয়ালম ছবি ‘সল্ট এন পিপার’-এর একটি গানে তিনি কণ্ঠ দেবেন বলে জানিয়েছেন ছবির প্রযোজক সদানন্দন।



এ প্রসঙ্গে সদানন্দনের উদ্ধৃতি দিয়ে এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ছবির শীর্ষসংগীত হিসেবে ব্যবহূত হবে ব্রিটনির গানটি। মূলত, হিন্দি ভাষাতেই গানটি লেখা হয়েছে। তবে এর কয়েক লাইনে ব্যবহার করা হয়েছে ইংরেজি। চটুল ধাঁচের ওই গানের দৃশ্যায়নে প্রচুর অর্থ ব্যয় করা হবে।

সদানন্দন আরও জানান, এরই মধ্যে ব্রিটনির পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। তিনি গানটি গাওয়ার জন্য সময়ও দিয়েছেন। এ মুহূর্তে শিরোনাম চূড়ান্ত না হওয়া গানটির সংগীত আয়োজনের কাজ চলছে।

শিগগিরই গানটি ও ‘সল্ট এন পিপার’ ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ প্রসঙ্গে সদানন্দনের ভাষ্য, ‘সবকিছু চূড়ান্ত হওয়ার পর ছবির সংগীতপরিচালক, কলাকুশলীদের নাম প্রকাশের পাশাপাশি ছবির কাজ শুরুর তারিখ ঘোষণা দেব আমরা।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.