নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tanbir

tanbir › বিস্তারিত পোস্টঃ

পুরুষ হয়ে জন্ম নেওয়ায় লজ্জিত: শাহরুখ

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮







বিনোদন ডেস্ক, ৩০ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ‘আমি লজ্জিত, কারণ আমি এই সমাজ ও সংস্কৃতির অংশ। আমি লজ্জিত, একজন পুরুষ হয়ে’- এভাবেই নিজের টুইটার অ্যাকউন্টে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।



দিল্লির বাসে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীর শনিবার মৃত্যু হলে রোবরবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন শাহরুখ খান।



শাহরুখ লেখেন, ‘আমরা তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু তোমার স্বর আমাদের জাগিয়ে দিয়ে গেছে। তুমি সাহসি! তুমি আমাদের শিখিয়ে গেছো ধর্ষণ মানেই মরণ নয়, কোন নারীর ভুল নয়।’



‘ধর্ষণ, যৌনাচার আমাদের সমাজের সাথে মিশে গেছে। আর এই সমাজ ও সংস্কৃতির অংশ হওয়ায় আমি সত্যিই খুব লজ্জিত’,-যোগ করেন শাহরুখ।



শাহরুখ আরো লেখেন, ‘একজন পুরুষ হয়ে জন্ম নেওয়ায় আমি খুবই লজ্জিত! আমি কথা দিচ্ছি, আমি ধর্ষণের এই সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করব। আমি নারীদের শ্রদ্ধা করবো, যাতে আমার কন্যরও আমাকে শ্রদ্ধা করে।’



গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন মেডিকেলের এক ছাত্রী। তাকে দিল্লির হাসপাতালে চিকিৎসার পর বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। ১৩ দিন মৃত্যুর সাথে লড়ে শনিবার সকালে মারা যায় ওই তরুণী।



পৈশাচিক এই ঘটনায় সারা ভারতজুড়ে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভের বন্যা বয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ জনতা নারীদের নিরাপত্তা ও এ ঘটনার সাথে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মনসুর-উল-হাকিম বলেছেন: দিল্লীর ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (ধর্মহীন মূর্খের সমাহার) মানুষকে পশুরও অধম বানিয়ে দেয়।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

জাহাজ ব্যাপারী বলেছেন: ধর্ষণের বিষয়টা গুরুতর অপরাধ, দোষীদের যথোপযুক্ত বিচার চাই। কিন্তু মিঃ শাহরুখ, অর্ধ-নগ্ন বলিউডি নায়িকাদের সাথে কুরূচিপুর্ণ নর্তন-কুদন করে যৌনতাকে উস্কে দিতে আপনার লজ্জা করে না?

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

বিডি আমিনুর বলেছেন: শাহরুখ আরো লেখেন, ‘একজন পুরুষ হয়ে জন্ম নেওয়ায় আমি খুবই লজ্জিত! আমি কথা দিচ্ছি, আমি ধর্ষণের এই সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করব। =p~ =p~ =p~ =p~ '' চোরকে
বলে চুরি করতে , গৃহস্থকে বলে সজাগ থাকতে =p~ =p~

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

আবির্ভাব২০১২ বলেছেন: সবই হল পাওয়ার প্রাশ , শক্তি প্রাশ এর গুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.