নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tanbir

tanbir › বিস্তারিত পোস্টঃ

মা হচ্ছেন শাকিরা

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

কলোম্বিয়ার বিখ্যাত সংগীত শিল্পী শাকিরা নিজেই জানালেন তিনি মা হতে যাচ্ছেন৷ নিজের ওয়েবসাইটে খবরটি দিয়েছেন তিনি৷ এটা তাঁর প্রথম সন্তান৷



৩৫ বছর বয়সি কলোম্বিয়ান সুন্দরী শাকিরার সন্তানের বাবা হলেন ২৫ বছরের গেরার্ড পিকে৷ তিনি স্পেন জাতীয় দল ও বার্সেলোনার ফুটবলার৷

তবে কবে নাগাদ তাঁদের সন্তান আলোর মুখ দেখবে সেটা জানাননি শাকিরা৷ শুধু এটুকু বলেছেন যে, ঐ মুহূর্তটার জন্য আগামী কয়েকদিনের সব পরিকল্পনা বাতিল করেছেন তিনি৷



গেরার্ড পিকেকেও আগামী দুই তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে৷ কেননা বুধবার চ্যাম্পিয়নস লিগের খেলায় তিনি বাম পায়ে আঘাত পেয়েছেন৷ ২০১১ সালের মার্চ মাসে শাকিরা ও পিকে তাঁদের মধ্যকার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে৷



এরআগে ১১ বছর ধরে শাকিরা ডেট করেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়ার সঙ্গে৷ ২০১০ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷ এরপর শাকিরার বিরুদ্ধে মামলা করেন রুয়া৷ সম্পর্ক থাকাকালীন তাঁরা দু’জন যে বাড়িতে থাকতেন সেটা ফিরে পেতে এই মামলা বলে জানা গেছে৷



শাকিরার গর্ভধারণের বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছিল৷ তবে গত জুন মাসে শাকিরার বাবা বিষয়টি ‘একেবারেই মিথ্যা’ বলে জানিয়েছিলেন৷



উল্লেখ্য, গানের পাশাপাশি শাকিরা নিজেকে অনেক মানবাধিকার বিষয়ক কাজেও নিয়োজিত রেখেছেন৷ হিস্প্যানিকদের মাঝে উন্নত শিক্ষা বিস্তারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গঠিত উপদেষ্টা প্যানেলে রয়েছেন তিনি৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

দ্যা ডার্ক নাইট বলেছেন: কোন বুধবারের চ্যাম্পিয়নস লিগের খেলায় আঘাত পাইল? B:-)
চ্যাম্পিয়নস লিগ তো সেই কতদিন ধরেই নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.