নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tanbir

tanbir › বিস্তারিত পোস্টঃ

কটূক্তির জন্য শ্বশুরের হয়ে ক্ষমা চাইলেন আয়েশা

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

দিল্লির গণধর্ষণ ঘটনায় শ্বশুর আবু আজমির কটূক্তির জন্য বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া আজমি ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।



ওই ধর্ষণে এক প্যারা-মেডিকেল ছাত্রীর মৃত্যু হলে বিবৃতিতে ভারতের সমাজবাদী পার্টির এমএলএ আবু আজমি বলেছিলেন, ‘পশ্চিমা সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করছে। যার ফল সাম্প্রতিক এই গণধর্ষণের ঘটনা।’



তিনি আরো বলেছিলেন, ‘তরুণীরা ছোট পোশাক পরে বাইরে বেরোনোই হুমকির সম্মুখীন হয়। এজন্য যত দ্রুত সম্ভব এসব ছোট পোশাক বন্ধ করা দরকার। তাছাড়া চলচ্চিত্র সেন্সর বোর্ডকে ছবির অশ্লীল দৃশ্য ছেঁটে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো করে মুক্তি দেয়া উচিত।’



আবু আজমির এই বিবৃতিতে ভারতে তোলপাড় শুরু হয়। আর শ্বশুরের হয়ে ক্ষমা চাইতে টুইটারকে বেছে নিয়ে পুত্রবধূ আয়েশা টাকিয়া আজমি।



টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আমার শ্বশুর আমাদের পরিবারের প্রধান। আমরা তাকে অনেক ভালবাসি ও শ্রদ্ধা করি। কিন্তু আমার মন তার এই বক্তব্যকে সায় দিচ্ছে না। তাই তার বিরোধিতা না করে পারলাম না। তারপরও সবার কাছে শ্বশুরের হয়ে ক্ষমা প্রার্থনা করছি।’



এদিকে, আয়েশা স্বামী ফারহান আজমি তার সুরে তাল মিলিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার বাবা যে বক্তব্য দিয়েছে, তা মোটেও যৌক্তিক নয়। তবে এই বক্তব্যের পর তিনি খুবই অস্বস্তিতে রয়েছেন। নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই তার পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.