![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন বড় লোকের ছেলেরা ১০টা বাজার আগে ঘুম থেকে উঠতে পারে না তখন সেটা মানুষ অভ্যাসের দাস।
ঠিক যখন কোন মধ্যবিত্ত ঘরের ছেলে কাজের জন্য সকাল ৬টাই ঘুম থেকে উঠে সেটা অভ্যাস মানুষের দাস।
যখন বলেন আপনি এসি রুম ছাডা থাকতে পারেন না তখন কি আপনি ভেবেছেন রাস্তার পাশের মানুষ গুলোর দিন কেমন যাচ্ছে?
যখন বলেন আপনি মাছ-মাংস ছাডা খেতে পারেন না তখন কি একটু ভেবে দেখেছেন যারা পুরা দিন পরিশ্রম করেও রাতের ডাল-ভাত জোগার করতে পারে না?
যখন আধুনিকতার দোহাই দিয়ে ভিআইপি রান্না ঘরেও ডুকেন না তখন কি একটু ভেবেছেন গ্রাম বাংলার মা-বোনেরা কিভাবে পাতা আর কাঠ দিয়ে ফু ফু করে রান্না করে?
আমরা এসি ওয়ালা অফিসে কাজ করি তাই ঘরমে বের হতে ভয় লাগে কিন্তু কখনো চিন্তা করি না প্রচন্ড ঘরমে রিক্সা চালক টা কিভাবে জীবন সংগ্রাম করে যাচ্ছে?
আমরা যেটা অভ্যাস নাই বলে চালিয়ে দেয় সেটা অভ্যাস না সেটা হচ্ছে আমাদের দুর্বলতা।কারন সেটা করতে আমরা বাধ্য হয়নি তাই সেটার অভ্যাস নাই।যখন পরিস্থিতি আমদের সেদিকে ঠেলে দিবে তখন সেটা অভ্যাসে পরিনত হবে।
ভাল খারাপ মিলে মানুষ,
আর মানুষের সাথে মিলে-মিশে থাকা টা হচ্ছে মনুষ্যত্ব।
( এটা আমার প্রথম লিখা ভুল হলে ক্ষমা করবেন)
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫
বেকুপ ছেলে বলেছেন: আবার 9 হয়ে যায় 6।আসলে.
২| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯
লেখোয়াড়. বলেছেন:
মানুষ অভ্যাসের দাস।
তবে আমার বেলায় উল্টো। আমার কোন অভ্যাস নেই। কোন অভ্যাসই আমাকে তার দাস বানাতে পারেনি।
হা হা এটা নিয়ে আমি গর্ব করতেই পারি।
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
বেকুপ ছেলে বলেছেন: হ্যা এটা গর্ব করারি বিষয়।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯
সুমন কর বলেছেন: এটি আপনার প্রথম লেখা। শুভ ব্লগিং.............
কাজের চাপে মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে যায়।
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
বেকুপ ছেলে বলেছেন: ধন্যবাদ।হ্যা আপনি ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ওহে বেকুপ ছেলে এ জগতের সব কিছুই আপেক্ষিক। দিকের সাপেক্ষে 6 হয়ে যায় 9।