![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে ২৭ শে মে এর ১৯.০০ টার সময় ঢাকা-খুলনা টিকেট আছে। আমি কি এটা কমলাপুর এ গিয়ে ফেরত দিতে পারব? আর কারো যদি দরকার থাকে টিকেটটির তাহলে জানাবেন।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৪
ভাঙ্গা হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাই। নিয়মটা কি রেলওয়ে ফলো করে? খুলনা বাসে যেতে ফেরী পার হতে হয়, ট্রেন কি শুধু স্হলপথ দিয়ে যায় নাকি মাঝখানে নদী সংক্রান্ত কোন ঝামেলা আছে?
২| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫২
আহা! বলেছেন: হ্যা ট্রেন লেট ছিল বলে আমি নিজেই এবছর একবার কমলাপুরে ফেরত দিয়েছি। প্রায় পুরোটাই ফেরত দিয়েছিল । খুলনার রুটের ব্যাপারে বলতে পারব না কারন আমি ট্রেনে মুলত উত্তরবঙ্গে যাই।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫৫
ভাঙ্গা হৃদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ২৫ শে মে, ২০১৫ রাত ৯:২০
ভোরের সূর্য বলেছেন: নিয়মটা রেলওয়ে ফলো করে। ঢাকা থেকে খুলনা ট্রেনে বেশ আরামদায়ক জার্নি যদি না ট্রেন লেট থাকে। ট্রেন যমুনা ব্রীজ পার হয়ে যায়। বর্তমানে বাসে গেলেও প্রায় ১০ ঘণ্টা লাগে খুলনা যেতে আর ফেরির সমস্যাতো আছেই। সে হিসেবে ট্রেন বেশ ভাল। আর খুলনা গেলে রাতের ট্রেন চিত্রা বেশ ভাল কারন নতুন ট্রেন। আর ট্রেন লেট হলেও সমস্যা নাই। ট্রেনের নাম্বার লিখে ১৬৩১৮ এ মেসেজ পাঠালে আপনাকে পরবর্তী মেসেজ এর জানিয়ে দিবে ট্রেন কোথায়,কত দূরে এবং কত ঘণ্টা লেট আছে কিনা।
Tr 764 হচ্ছে চিত্রা(রাতের ট্রেন) আর Tr 726 হচ্ছে সুন্দরবন(সকালের ট্রেন) ঐ কোড লিখে 16318 নাম্বারে পাঠালে সব তথ্য পেয়ে যাবেন।(৪টাকা কাটবে) তাই যাত্রার ২ঘন্টা আগে মেসেজ পাঠালে আপনি আন্দাজ করে নিতে পারবেন কখন স্টেশনে যেতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি ট্রেন বেশ ভাল জার্নি এই রুটে।
২৫ শে মে, ২০১৫ রাত ৯:৫৩
ভাঙ্গা হৃদয় বলেছেন: খুব সুন্দর রিপ্লাই হয়েছে। সব কনফিউশন একদম ক্লিয়ার। আমি চিত্রাতেই টিকিট কাটেছি। এখনও কি আগের মত লেট হয়? কারন আগে তো প্রার ৭-৮ ঘন্টা লেট হত। আমার সোনাডাঙ্গা যেতে হবে। ষ্টেশনে যদি ভোর ৪-৫টার দিকে পৌছে যায় তাহলে কি বাহিরে যাওয়া ঠিক হবে নাকি সকাল হওয়া পর্যন্ত ষ্টেশনে থাকা ভাল হবে? কম খরচে কিরকম হোটেল পাওয়া যাবে? ইনফরমেশন গুলো যদি জানা থাকে তাহলে খুব সুবিধা হত।
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪১
ভোরের সূর্য বলেছেন: ইচ্ছা করেই একটু দেরিতে রিপ্লাই দিলাম আপনাকে। কিছুক্ষন আগে আমার এক আত্মীয়কে চিত্রাতে তুলে দিয়ে আসলাম খুলনার উদ্দেশ্যে। আজকে ট্রেন ২৫মিনিট লেট ছিল মাত্র। আশাকরি বড় কোন সমস্যা না হলে ঠিক সময়মত ট্রেন ছাড়বে।
যদিও প্রতিবছর কমপক্ষে ২বার করে খুলনাতে যেতে হয় কিন্তু হোটেল বিষয়ে আপনাকে কোন সাহায্য করতে পারবোনা।
আর আপনি যখন পৌছাবেন তখন সকাল হয়ে যাবে। আপনি ষ্টেশন থেকে টো(ব্যাটারি চালিত গাড়ী)নিয়ে সোনাডাঙ্গা চলে যাবেন ৬০টাকা ভাড়া নিবে। অথবা ওখান থেকে শেয়ারে শিববাড়ী মোড়ে অটো যায় সেভাবেও যেতে পারবেন তারপর শিববাড়ী থেকে সোনাডাঙ্গা অটো। ১০্+৫=১৫টাকা লাগবে। কিন্তু অত সকালে শেয়ারের অটো পাবেন কিনা জানিনা। ভোর ৪/৫টা হলে ষ্টেশনে একটু অপেক্ষা করে ৬টার দিকে বের হলে ভাল। আর সোনাডাঙ্গা যাদের কাছে যাবেন তারা পরিচিত হলে তাদের কাছ থেকেই হোটেলের হদিস জেনে নেয়া ভাল হবে।
ভাল থাকুন।নিরাপদে ফিরে আসুন।
২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৯
ভাঙ্গা হৃদয় বলেছেন: সাজেশন দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪০
আহা! বলেছেন: আপনার টিকেটের পিছনেই বিস্তারিত লেখা থাকার কথা। সাধারন্ত ৩ ঘন্টা আগেও ফেরত নেয়। আর ১০০% ফেরত হয়ত দেবে না তবে যত আগে ফেরত দেবেন তত কম কেটে রাখবে। সুতরাং প্রথমে দেখুন ট্রেনের টিকেটের পিছে কিছু লেখা আছে কিনা আর পারলে কাল ১২তার মধ্যে কমলাপুর চলে যান।