![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও নশ্বর বলে চর্ম-চোখ মৃত শরীরে
গলিত ক্লেদেরা জমে
সংক্রামক স্মৃতিজড়তায়
তবুও আগ্রাসনে অপারগ
মৃতভোজী কীট।
এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
পুনরায় দ্রোহ ও সুন্দরে ..
শরীরে সহস্রকাল বঙ্গ রাঢ় পুণ্ড্র সমতট
পঞ্চভূতে অবিলীন
চিরায়ত উত্তরাধিকার
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫
তনুজা বলেছেন: ঠিক ফার্স্ট প্রাইজ
২| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
কালপুরুষ বলেছেন: বেশ কঠিন কঠিন শব্দের সমাবেশ। ভাল লাগলো।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭
তনুজা বলেছেন: হাহাহা
ধন্যবাদ পড়ার জন্য
৩| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
রোবোট বলেছেন: রে পামর এই তোমার কবিতা বিরতি। ধিক পাপিষ্ঠ দূরাচার।
লাল বাটনে টিপি
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭
তনুজা বলেছেন:
আমি তো চাইনাই বড়ভাই
কই দিয়ে কি হয়্যা গেল
৪| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
শত রুপা বলেছেন: এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮
তনুজা বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখতে পায়ে সত্যিই কৃতজ্ঞতা
৫| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২২
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন: এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯
তনুজা বলেছেন:
পুনর্জীবিত হব।
পুনরায় দ্রোহ ও সুন্দরে
৬| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪
রোবোট বলেছেন: পড়া হয়ে গেলে আমার কমেন্ট মুছে দিও
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০
তনুজা বলেছেন: মুছুম না খেকখেকখেক
দেখুক মানুষ -'একজন কবির গলা টিপে ধরছে কোন অপশক্তি'
সামুতে বিচার দিমু
৭| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬
দুরের পাখি বলেছেন: হ হ , বুঝছি এই কবিতা ।
কল্যাণে থাকুন, সুন্দরম । খিক খিক ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১
তনুজা বলেছেন:
ওহে কল্যাণমুখী জীব , ঘটনা কি সুন্দরম
৮| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬
শূন্য আরণ্যক বলেছেন: +
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২
তনুজা বলেছেন: +
৯| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৮
আগামি বলেছেন: আর একবার দ্রোহের মন্ত্র উচ্চারিত হোক এইবেলা ।
নিজস্ব আঙিনায় হানা দেয়া তস্করের দল বুঝে নিক এ জমীন অনাবাদী থাকবেনা চিরকাল ।
অবশেষে পাষাণের গর্ব চিরে বেরিয়ে আসুক তীব্র খরস্রোত । ধৌত করুক আজন্ম লালিত পাপ ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩
তনুজা বলেছেন:
নিজস্ব আঙিনায় হানা দেয়া তস্করের দল বুঝে নিক এ জমীন অনাবাদী থাকবেনা চিরকাল ।
এ জমীন অনাবাদী থাকবেনা চিরকাল ।
দৃঢ় বিশ্বাস
(এর উৎস জানান যায় , সুন্দর শব্দাবলী)
১০| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫
আশরাফ মাহমুদ বলেছেন: এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম
------------
এখন-ও
লাবণ্য
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৪
তনুজা বলেছেন: কালকের মৃদু ঝাড়ির পর আজ বড় ফাড়া কাটল কিনা বুঝলাম না
১১| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬
মুক্ত বয়ান বলেছেন: মৃত্তিকা নামের সাথে ইতিহাস আছে!!
অ:ট: আপনে আমারে কোন মন্তব্য করেন না!! খালি ++!! দু:খ
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৫
তনুজা বলেছেন: বয়স হইলেই বুঝিবে বালক
নীরবতায় কি বলা হয়েছে
১২| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: পুনরায় দ্রোহ ও সুন্দরে...
শুধু সুন্দর হলে তাল আসে। বিবেচনা করতে পারেন।
-----------------
আমারে কেউ বলে নাই কিছু, তবু-ও জানি
দালানে বাস করে মৃত দাঁড়কাক এবং কিশোরীগোলাপ
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০১
তনুজা বলেছেন:
দালানে বাস করে মৃত দাঁড়কাক এবং কিশোরীগোলাপ
+++
(তাল টা দেখছি
ব্যাপারটা ধরতে পারলাম না , আমি যখন পড়লাম ওটা সহ মিলছে, খুব স্বাভাবিক, কারণ কে কোথায় ছাড়ছে, দম নিচ্ছে এটার উপর নির্ভর করবেই )
আপনার পোস্টে কমেন্ট এর সাথে আমার কোন দ্বিমত নেই
আপনি তো বোঝেন ই মাথা ঘামানোর থেকে অস্থিরতা ঝেড়ে ফেলতেই সাময়িক এই শব্দগুলোর আশ্রয় নেওয়া, তাই জ্বালানো মাত্র ফেলে দিই ....আপাতত এই দোষ ছাড়ানোর কোন উপায় নেই
১৩| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
আলমগীর কুমকুম বলেছেন: এইটা কবিতা বুজতার্সি। ++
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
তনুজা বলেছেন: বাঁচাইলেন ভাইজান ,আপনি কইলেন বলে আমারও উপকার
আমি তো নিজেই কনফিউসড , এইটা হইলো কি
১৪| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
ব্লগেশ্বর বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
তনুজা বলেছেন:
হু ঠিক তাই
১৫| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৯
মুক্ত বয়ান বলেছেন: হায়রে, শিক্ষিকায় বুঝে না রে!!
কইলাম, এই নামের সাথে আমার ইতিহাস আছে!!!
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫
তনুজা বলেছেন:
কিডা কল ভাইটু , আমি কি আর ঐ বয়স পেরোয় আসি নাই ?
তয় তুমি নিজ মুখে রহস্য করি গেলে আমি কি কব, কইতে হয় কয়্যা ফেল
১৬| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০০
আগামি বলেছেন: আমার উপরের কমেন্টের উৎস আপনার কবিতা ।
আপনার কবিতা পড়িয়া অধমের কী বোর্ডের থিক্যা বারাইছে এইসব ।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৭
তনুজা বলেছেন:
অধমকে কি বলে ধন্যবাদ দেব
এটা যে জানলাম, আমার পোস্টটা আর ভাল হল না মন্দ হল এনিয়ে মাথা ঘামাবো না।
খুব আশাব্যঞ্জক
১৭| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৯
মনজুরুল হক বলেছেন:
রাঢ় মাতঙ্গি রক্ততিলকে তেজদীপ্তপ্রভা
অসূরীয় হেমাঙ্গ কৈলাশে শান্তসমাহিত
ছলাৎ শব্দ জলে না ছলে? কে পারে কহিতে
মৈনাখ গিরিজধামে?
আমি এবে যাই পাণি পত্রে তিরোহিত ঘুম
শৈবাল খোঁড়া অনুর্বর চষাক্ষেত শ্যামল রূপান্বিত।
ক্ষরিত মননে চিরহরিৎ ভালবাসা
শুকনো পত্রকুষুমে তোলা জল প্রকরণে
পিপাসা বিল্বপত্রে ধানুশ কলেবরে
আহির ভৈরবী সান্ধ্য পুরবীরে......
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৩
তনুজা বলেছেন:
ক্ষরিত মননে চিরহরিৎ ভালবাসা
শুকনো পত্রকুষুমে তোলা জল প্রকরণে
পিপাসা বিল্বপত্রে ধানুশ কলেবরে
আহির ভৈরবী সান্ধ্য পুরবীরে......
মনজু ভাই উচ্ছ্বসিত (বানান ভুল গুলো বাদ দিয়ে )
কিন্তু সোর্স কি?
১৮| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
তাই......কিন্তু প্রথম নামবে কে পথে?
............................................
আপনার বলে কালকে এক্সাম......এই হচ্ছে এক্সাম না?
যান অনেক ব্লগ ঘুরছেন এবার পড়তে বসেন যান
উফ পোলাপান নিয়া আর পারি না রে বাবা
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৫
তনুজা বলেছেন: খিকখিকখিক
ইহাইতো ইতিহাসের প্রাচীনতম জটিলতা
১৯| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: খিক খিক কৈরা ত লাভ নাই বালিকে.......পড়িতে বসো
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৭
তনুজা বলেছেন:
চেষ্টা চলিতেছে
২০| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২
লংকার রাজা বলেছেন: ক্রমশ কঠিন
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৪
তনুজা বলেছেন:
২১| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২
মনজুরুল হক বলেছেন:
"জীবন যখন শুকায়ে যায়....করুণা ধারায় এসো....."এমনটি বোধে আসে ক্ষণে ক্ষণে।
সোর্স নেই কী-বোর্ডের খটরমটর। ফালতু আঙ্গুল চালাচালিতে প্রসবিত।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫
তনুজা বলেছেন: হুমম লোকজন তো আপনার খানা নিয়েই বেশি ভাবিত এখন নেন ব্যাখ্যা করেন
দেখেন কবিতা লেখার কত জ্বালা
২২| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: রাঢ় মাতঙ্গি রক্ততিলকে তেজদীপ্তপ্রভা
অসূরীয় হেমাঙ্গ কৈলাশে শান্তসমাহিত
ছলাৎ শব্দ জলে না ছলে? কে পারে কহিতে
মৈনাখ গিরিজধামে?
আমি এবে যাই পাণি পত্রে তিরোহিত ঘুম
শৈবাল খোঁড়া অনুর্বর চষাক্ষেত শ্যামল রূপান্বিত।
ক্ষরিত মননে চিরহরিৎ ভালবাসা
শুকনো পত্রকুষুমে তোলা জল প্রকরণে
পিপাসা বিল্বপত্রে ধানুশ কলেবরে
আহির ভৈরবী সান্ধ্য পুরবীরে......
ইহার অনুবাদ কি? বাংলায় কি ?
আমি কিছুই বুঝি নাই মনজুরুল ভাই / তনুজা দি
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫
তনুজা বলেছেন: নিচে দেখ
এরপর না বুঝলে মনজু ভাই এর ব্লগে সরাসরি হামলা কর
২৩| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯
আগামি বলেছেন: "আমার পোস্টটা আর ভাল হল না মন্দ হল এনিয়ে মাথা ঘামাবো না"
হায় হায় মাথা ঘামানোর দরকার কী ? খারাপ হইলে কি ওইসব বারাইতো । ভাল হইছে বইল্যাইতো কীসব লেইখ্যা ফালাইলাম । জীবনে যা লিখিনাই ।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৬
তনুজা বলেছেন: হুম বাকি জীবন লেখা চালিয়ে যাবার অনিবার্য সম্ভাবনা দেখা গিয়েছে অলরেডি
২৪| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫২
নুশেরা বলেছেন: ও তনু, যাও বা ইট্টুসখানি বুঝছিলাম, মনজুভাই আউলায়ে দিলেন
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪০
তনুজা বলেছেন: প্রথমত দীর্ঘ অনুপস্থিতির দোষে তোমাকে ডিসকলেজিয়েট করা হল
দ্বিতীয়ত বয়স কমছে তোমার ফিচলামি বাড়ছে পোলাপানের সাথে মিশে মিশে
এই কি সেই নুশেরা যাকে আমি মাস কয়েক আগে আবেগাপ্লুত হয়ে প্রায় মেইল ই করে ফেলছিলাম ...ওহহ ! তোমাকে তো সেই গল্পটা বলা যাবে না
২৫| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৭
প্রণব আচার্য্য বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
++
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪০
তনুজা বলেছেন:
আপনি ভাল বললেও সন্দেহ কাটে না
২৬| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৫
মনজুরুল হক বলেছেন:
নুশেরা তুমিও তাই কইলা? তাহলে ভিত্রের কথাটা কই.....
যদি কবিতা লিখব ভেবে বসি কবিতারা কেপ্পন। একটা কৌটোর ভেতর ঠেসেঠুসে কথাগুলো পোরা যায়, কিন্তু দু'আঙ্গুলের ফাঁকে আর বেরুতে চায় না। অথচ কারো কবিতার পোস্টে মন্তব্য করতে আসলে খামোখাই হুড়মুড় করে বেরিয়ে আসে......
এটা দেখে একদিন তনুজা বলল; মনজু ভাই মনে করে এই সব ...(কি একটা প্রশংসাসুলভ কথা যেন..) তুলে নিয়ে যাবেন। পরে পোস্ট দেবেন। তাও পারলাম না। মনেই থাকে না। পদ্য আসেই না!
তনুজার রাঢ়,পুন্ড্র,সমতট শব্দাবলি দেখে হঠাৎই মনে এলো....এক রাঢ় রমণী দেহাতি রানীমেল শাড়িতে উদ্ধত যৌবন, ক্ষুধা দারিদ্র আর অনাচারে বিক্ষুব্ধ অথচ সদাচঞ্চলা যৌবনবতির পাণি প্রদান বা প্রেম পিয়াসী রূপ কল্পনা করলাম.........
শব্দগুলো তারই প্রকাশ মাত্র! এটা কোন কবিতা নয়, এমনকি কিছুই নয়।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪১
তনুজা বলেছেন: সত্যি কবিতারা আপনার সাথে নিদারুণ শত্রুতা করে
শুধু অন্যদের পোস্টে কমেন্ট করার সময় হুড়মুড় করে এসে পড়ে আর .......হিহিহি
২৭| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯
নুশেরা বলেছেন: নাহ্ মনজুভাই, কবিতার পোস্টে সবার আসা ঠিক না, আমার তো না-ই
নিজেকে একটা বিশ্ববেকুব+বিশ্ববেহায়া টাইপের কিছু মনে হয়...
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪
তনুজা বলেছেন:
বালিকা দেরি তে হলে এই যে আত্মোপলব্ধি তোমার কি কহি ... তোমাকে আবার কলেজিয়েট করিলাম
কাব্য না বোঝার উছিলায় আবার দেখা সাক্ষাত বন্ধ করে দিওনা
২৮| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
শরীরে সহস্রকাল বঙ্গ রাঢ় পুন্ড্র সমতট
পঞ্চভূতে অবিলীন
চিরায়ত উত্তরাধিকার
______________________________
সুন্দর
______________________________
কবিতার জন্যে
______________________________
আমি এখনো সমতট শহরে থাকি
আমাদের একটি সমুদ্র ও একটি নদী আছে
এবং অনেক দালানকোঠা শকটের ছড়াছড়ি
আমার ভালো লাগে না কিছু
অদূরো একচিলতে বকুলের বন
আমি ওখানে চলে যাই
সাথে থাকেন বাতাস এবং হাওয়া পরস্পর
______________________________
+
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪
তনুজা বলেছেন:
আমার ভালো লাগে না কিছু
অদূরো একচিলতে বকুলের বন
আমি ওখানে চলে যাই
সাথে থাকেন বাতাস এবং হাওয়া পরস্পর
(আজ বানানের দেখা মিলল না এখানে )
২৯| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৯
রোবোট বলেছেন: পড়তে গেলি
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৬
তনুজা বলেছেন: গেইছু তো খমেন্ট দেখি আবার নাচিত ফিরত আসিছি
৩০| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০১
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
পরে মন্তব্য করার এই সমস্যা রিপিট হয়ে যায়। প্রথম হওয়ার লোভ সম্বরন করতে না পারার ফল ।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৯
তনুজা বলেছেন: হেহেহে গল্পকার
ইহা কবিতার গৃহ , গতিতে কেহ প্রথম হইতে পারিবে না
এখানে শম্বুকের ভাব ধরে পড়ে থাকতে হবে, তবেই না কবিতা যদি অর্থসহ দেখা দেয় .....(ভাবে উদাস হয়ে পর্লাম এই জায়গায়)
৩১| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৪
ফারহান দাউদ বলেছেন: ১১
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫০
তনুজা বলেছেন: ভাই আপনি সতীর্থ যতদূর জানি । প্রথম এলেন আমার ব্লগে , স্বাগতম
অনেক শুভেচ্ছা
(১১ দেখে সভয়ে তাকিয়ে দেখি না ঠিকই আছে ধনাত্মক মানে )
৩২| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১১
রোবোট বলেছেন: নুশেরা বলেছেন: নাহ্ মনজুভাই, কবিতার পোস্টে সবার আসা ঠিক না, আমার তো না-ই
নিজেকে একটা বিশ্ববেকুব+বিশ্ববেহায়া টাইপের কিছু মনে হয়..
চল, তুমি আর আমি মিলে একটা কবিতা প্রতিরোধ কমিটি করি।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৪
তনুজা বলেছেন: নুশেরাপুকে সাইজ করা হয়েছে , উহাকে প্ররোচনা দিয়ে হবে না
তিনি আমার সাথে
৩৩| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৭
খারেজি বলেছেন:
কবিতা লিখতে হইলে কি বই পাঠ আবশ্যক, তালিকাডা পাঠায়েন।
তারপর মার্কিং করুম।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৩
তনুজা বলেছেন: হেহেহে
ইহা কোবতে ।
ইহা ভাবের বিষয় , আরাধনা লাগে ।এই অঞ্চলে সকলের অধিকার নেই
(খেক খেক খেক , ভাব কি বোঝার জন্য ব্লগের উত্তরাধুনিক কবিতার দিকে লক্ষ্য রাখা জরুরি )
৩৪| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪২
শাহনাজ সুলতানা বলেছেন: ভালো লাগলো সুন্দর কবিতা। ধন্যবাদ।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৩
তনুজা বলেছেন: অনেকদিন পর যেন দেখলাম আপনাকে , ভাল আছেন তো
৩৫| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:১৬
খলিল মাহমুদ বলেছেন: প্রথম স্তবকের বক্তব্যের সাথে বাকি অংশের যোগসূত্র ধরতে পারলাম না। 'হত্যাকে হত্যা ছাড়া' খুব কানে লাগে; কথাটা কেমন যেন লাগছে, বোঝাতে পারছি না। 'পুনর্জীবিত' শব্দটা কি সঠিক? মনে হলো ছন্দপতন রোধ করার জন্য পুনরুজ্জীবিতকে ছেঁটে ছোট করেছেন; আমার ভুলও হতে পারে (পুনর্জীবিতের সন্ধি বিচ্ছেদ করুন, সেই বিচ্ছেদের পুনর্মিলন করুন, দেখুন কী দাঁড়ায়)। এর ঠিক পরেই 'পুনরায়' শব্দটা চলে এলো। 'পুন' খুব পুন পুন হয়ে গেলো না? শব্দের বা বাক্যের পুনর্দ্যোতনা তো নেই এই কবিতায়।
লাস্ট থ্রি লাইনস সবচেয়ে শক্তিশালী ও ভাবব্যঞ্জক মনে হলো আমার কাছে। আর 'এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...' মনে হলো সুন্দরতম পঙক্তি।
আমার ভুল হয়ে থাকলে মাফ করবেন। এতো উত্কৃষ্ট মানের কবিতা একটাই যথেষ্ট কবিত্ব প্রাপ্তির জন্য।
সব সময় ভালো থাকুন।
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৪
তনুজা বলেছেন: হাহাহা , আপনার ভুল নেই ।তবে দুএকটা ইনফরমেশন গ্যাপ হচ্ছে । পুনর যদ্দুর মনে পরে নি, পাতি, বি, দুর এর মত বাংলায় ২১ টা উপসর্গের মধ্যে একটা , তা যদি না হয় তবে (পুনঃ+জন্ম ) বিসর্গসন্ধি তেও এটা পাবেন । পুনর্জন্ম (খুব পরিচিত একটা শব্দ), আপনি যেটা বলছেন সেটা পুনঃ + উজ্জীবন -পুনরুজ্জীবন, আমার টা পুনঃ +জীবন
অভিনব নয় , খুবই প্রচলিত
অনুপ্রাস আছে, পুনঃ এর পুনঃপুনঃ ব্যবহারে তবে সেটা ইচ্ছা বা অনিচ্ছাকৃত নয়। নদীর নাম শীতলক্ষ্যা, কপোতাক্ষ যাই দিতাম বেমানান হত না, কিন্তু পুনর্ভবা নদীর সাথে পুনঃ + ভব (পুনর্বার ভবতু) দ্যোতনা থাকায় ওটাই মাথায় এসে গেল।
অনুপ্রাস কালের সাহিত্যে খুব চলেনা , আমি ও টানিনা, তবে এসে গেলে তেমন ভাবিও না , যতক্ষণ আমার কানে না বাজে। এই কবিতায় তৎসম শব্দের অনুপ্রবেশ ঘটায় সেটা আসলে বাদ দেবার কোন সচেতন চেষ্টা ছিলনা
হত্যা কে হত্যা আমার অতি প্রিয় এক দার্শনিক উপন্যাসের প্রেরণায় নেওয়া। কানানগণ বলে সম্ভবত বাইবেলের একটি যময চরিত্রের ভিত্তিতে একটি উপন্যাসের অসমাপ্ত পান্ডুলিপিতে পেয়েছিলাম। এটা ঠিক এই পরিসরে বোঝাতে পারব না , তবে আপাত দৃষ্টে এটুকু বলি
রক্তপাতের বীজ নির্মূল করার একটা আবেদন আছে, সেটা মনে হচ্ছে বৈপ্লবিক আসলে এর গোড়াটা দার্শনিক
পঞ্চভূত, তর্পণ, পুনর্জন্ম শব্দগুলোর সাথে কিছু রিচুয়াল আছে যেটা এই কবিতার মধ্যে সাযুজ্য রাখতে পারে। এখানে কিছু ইনফরমেশন আছে যেটা আপাতদৃষ্টে চোখে পড়ছে না বলে দুঃখিত
কবিতা অবশ্য অত ভেবে লেখা না, আপনার বক্তব্যে একমত। মূল ব্যাপার আমি যেটা হুট করে বলতে চাই সেটাই অন্যভাবে প্রকাশ করার উপায় না থাকায় পোস্টের সাহায্য নেওয়া। কাজেই বুঝতেই পারছেন কবিতার স্বপক্ষে খুব যুক্তি দেওয়ার কোন কারণ নেই । এগুলো কবিতা ভেবে লেখা না। কারণ কবিতা বললে আমি আরেকটু ভাবব, সচেতন থাকব তার আঙ্গিক, শব্দ, কম্পোজিশন নিয়ে
আপনাকে অজস্র কৃতজ্ঞতা যে সময় নিয়ে লেখাটা ব্যবচ্ছেদ করেছেন, মেলানোর চেষ্টা করেছেন
৩৬| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩১
নাজনীন খলিল বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৬
তনুজা বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা আপু
ভাল থাকবেন
৩৭| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৮
হাসান মাহবুব বলেছেন: +++
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৯
তনুজা বলেছেন: +++
৩৮| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৪
খারেজি বলেছেন: কি যে বলেন, তনুজা, অনেক ভাল কবিতা লেখেন আপনি।
সবচ' বড় কথা, উত্তর(...) দের ভীড়ে এমন পস্টাপস্টি কবিতা ছাপারও সাহস করেন!
লাবণ্যপ্রভা গল্পকারের ওখানে আপনার কমেন্ট পড়ে আপনার কবিতা পড়ার আর সাহস করিনি আগে, দৈবাৎ পড়ে ফেললাম। আপনি কি রোকে ডালটনের কবিতা পরেছেন, খুন হবার দুই রকম পদ্ধতি? নিশ্চিত আপনার ভাল্লাগবে। একই সুরের।
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩২
তনুজা বলেছেন: লাবণ্যপ্রভা আপুর ওখানে কি মন্তব্যে ভয় পেলেন? হাহাহা আমি তো সাধারণত ভাল লাগাতেই সীমাবদ্ধ থাকি
রোকে ডালটনের কবিতা ...না পড়া বলেই সন্দেহ করি , কোন লিংক থাকলে দেবেন অবশ্যই
আর কবিতা হা হা হা এখানে একটু ব্লাঙ্ক স্পেস আছে, কেন লিখছি তা শুনতে অবাক লাগলেও খুব সত্যি যে, কিছু কথা ------যেটা বলার জন্য গলার কাছে খুশখুশ করে, না বললে অস্থির লাগত--- স্বগতোক্তির মত সেটাই উগরে দিচ্ছি
৩৯| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৩
খারেজি বলেছেন: না, লিংক নাই। তবে খুন হবার দুই রকম পদ্ধতি ফরহাদ মজহার অনুবাদ করেছিলেন অনেক বছর আগে।
শিরোনাম কবিতাটি ল্যাতিন আমেরিকার পরিস্থিতি বোঝাবার জন্য: আপনি পুলিশের গুলিতে খুন হতে পারেন, কিংবা লড়াই করেও খুন হতে পারেন। উনি দ্বিতীয় পদ্ধতির লোক।
roque dalton এই নামে সার্চ দিলে তার কবিতা পাবেন।
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৪
তনুজা বলেছেন: ওক্কে থ্যাংকু
৪০| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৪
ফারহান দাউদ বলেছেন: সতীর্থ? তাই নাকি? ডিপার্টমেন্ট টা জানতে চাওয়া কি বাড়াবাড়ি হবে? ধনাত্মকটাই দিই,ঋণাত্মক যেটাকে ভাবি সেটাকে রেটিং দিয়ে আসলে লাভ নেই,মানুষকে বদলালেও তার ভাবনা তো একটা রেটিংয়ে বদলানো যায় না।
প্রথম আসিনি,আগেও অনেকবার ঘুরে গেছি,পড়েও গেছি।কমেন্ট প্রথম হতে পারে,দৌড়ের উপর থাকায় সবসময় করা হয় না,আর কবিতা সবসময় মাথাতে ধরাও দেয় না
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৭
তনুজা বলেছেন: আমি মেক্যানিকাল , মনে হয় আপনাদের বেশ সিনিয়র ৯৯ ব্যাচ
কমেন্টের ব্যাপারটা বুঝি আসলে সম্ভবও নয় এত ব্লগার আছেন
আমার আবার বেশির ভাগ লেখাই ভাল লাগে
কিযে মুস্কিল গত বাঁধা কথা বলেও তো লাভ নেই , অগত্যা নিজেও ঐ কাজই করি
৪১| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৬
শিবলী রহমান বলেছেন: আপু ভালা আছেন??
আপনার ব্লগে মাঝে মাঝে ঢু মারি
কমেন্ট করা হয় না।
ভালো থাকবেন
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৯
তনুজা বলেছেন: এই তো ভাই আছি
ঢুঁ যে মারেন সেকি অফলাইনে? আমি তো মনে হল প্রথম আপনার পদধূলি পড়তে দেখলাম । অন্তত নিকে আসলে তো আরেকটা জায়গায় নাম দেখা যেত
যা হোক অনেক ধন্যবাদ , সশব্দে আগমনের জন্য
৪২| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫০
শিবলী রহমান বলেছেন: ঢুঁ যে মারেন সেকি অফলাইনে
হে হে হে
ধইরা ফালাইসেন
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫১
তনুজা বলেছেন:
৪৩| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৫
ফারহান দাউদ বলেছেন: মোটামুটি সিনিয়র আপনি,আমাকে তুমি বলতে পারেন,আমি ০২ সিভিল।
নিজেকে মনোযোগী পাঠক হিসেবেই দাবী করি,সেক্ষেত্রে একদম দায়সারা মন্তব্য করে চলে যেতে কেমন যেন লাগে,এমনকি "১১" বলে যে সংখ্যাতাত্ত্বিক মন্তব্য করে কেটে পড়লাম সেটাও লেখকের প্রয়াসের দিকে বড় ধরণের অন্যায়,কিন্তু কি আর করা,নানা অকাজের মাঝে মনমতো একটা কিছু পড়লে অন্তত জানান দিতে ইচ্ছা করে যে মনিটরের ওপাশে একজনকে কিছুক্ষণ ভাবাচ্ছে আরেকজনের তোলা অক্ষরগুলো,কাজেই কানা মন্তব্যই সই
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৮
তনুজা বলেছেন: হাহাহা ভাল বলেছ
তুমিই বলব অনুমতি দিলে যখন
৪৪| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৭
মিলটনরহমান বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৯
তনুজা বলেছেন: আজ তো দেরি করে ফেললেন মিলটন ভাই
কত পরে আপনার কমেন্ট আসছে দেখেন নিজেই
৪৫| ১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৮
সুদীপ চৌধুরী বলেছেন:
এখনও মৃত্তিকা এক সীমাহীন সুন্দরের নাম ...
=============================================
কি করেন?
১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫০
তনুজা বলেছেন: এতদিন পরে ভক্তকে দেখা দিলেন কবি
এই আপনার কেমন বিবেচনা
৪৬| ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫২
সুদীপ চৌধুরী বলেছেন:
এভাবে পচানি দিলে কোন মুখে দেখা দিই।
১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৭
তনুজা বলেছেন: পচানি? নিজের দিকে একবার তাকান
সীমাহীন বিরাগ না বৈরাগ্য বুঝে উঠতে পারছি না
কোন ভুল করে ফেললাম নাকি সদাসন্ত্রস্ত হয়ে পড়ছি
৪৭| ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৪
কাক ভুষুন্ডি বলেছেন:
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০
তনুজা বলেছেন: বিমূর্ত
৪৮| ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
খলিল মাহমুদ বলেছেন: বিশদ বিশ্লেষণ দেখে মুগ্ধ, তাই আরেকবার আসার লোভ সংবরণ করা গেল না। ইউ আর রাইট, পুন: + উজ্জীবন = পুনরুজ্জীবন। তবে পুন: টা উপসর্গ নয়, একটা সাধারণ শব্দ মাত্র (আপনার সন্দেহ হয়েছিল বলে বললাম)। তবে ম্যাডাম, পুনর্জন্ম বা পুনরুজ্জীবন শব্দটা শুদ্ধ হলেও পুনর্জীবিত শব্দটা মনে হয় শুদ্ধ নয়; আর আপনি যে অর্থে ব্যবহার করেছেন সেখানে তো পুনর্জীবিত শব্দটা হয়ই না। 'পুনর্জীবিত হবো' দ্বারা যা বোঝাতে চেয়েছেন আমার স্বল্প জ্ঞানে তার অর্থ বুঝলাম- পুনরায় জীবন লাভ করতে চাইছেন বা পুনরায় জীবিত হয়ে উঠতে চাইছেন। এটার অর্থ পুনরুজ্জীবন (পুন: + জীবন)।- তর্পনের জলে পুনরুজ্জীবিত হবো, তাই তো?
পুনর্জীবিত শব্দটা এর আগে কোথাও দেখেছেন কিনা স্মরণ করে দেখুন; আমার চোখে পড়ে নি, কয়েকটা অভিধান দেখলাম, এ সংক্রান্ত কিছু নীতি ঘাঁটলাম (আমাকে খাটালেন আর কী), কিন্তু সুরাহা হয় নি।
সে যাই হোক, অভিধানে না থাকুক, সিদ্ধ না হোক, নতুন করে প্রয়োগ করলেন সেটা সার্থক হলেই শ্রম পানি হলো না বলে ধরে নেয়া যাবে।
হত্যা-সংক্রান্ত ব্যাপারে মানলাম।
কবিতা অবশ্য অত ভেবে লেখা না- তাহলে দেখতে পারেন এ দুটো- এটা আর সেটা ।
ভুল বলে থাকলে শোধরে দেবেন/নেবেন আশা করি।
আরও আশা করি সব সময় ও সর্বত্রই ভালো থাকবেন।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩২
তনুজা বলেছেন: খলিল ভাই, আমার হাতের কাছে রেফারেন্স নেই , নিচে একলব্যের পুনর্জন্ম অবশ্য একটা বলে দিয়েছে
তবে এটা এত চেনা শব্দ তাই আমার তেমন সন্দেহ হয়নি
৪৯| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @খলিল মাহমুদ
কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রনীত "সংসদ বাঙ্গালা অভিধান" নামের বাংলা বানানের সবচেয়ে বিখ্যাত বইটির (ঊনবিংশ মুদ্রণ আগস্ট ১৯৯৫) ৪৩০ পৃষ্ঠায় পুনঃ শব্দের আন্ডারে পুনর্জীবন শব্দটি আছে (২১ নাম্বার লাইনে)।চেক করে দেখতে পারেন।
কোন নীতিতে এটা ভুল ঠিক বুঝি নাই ভাইয়া।একটু সাহায্য করবেন?আমি বাংলা ব্যকরণে চিরকাল ই দুর্বল।
@দিদি,থাক উহা আমার বুঝিয়া কাজ নাই।
নাহ্ মনজুভাই, কবিতার পোস্টে সবার আসা ঠিক না, আমার তো না-ই
নিজেকে একটা বিশ্ববেকুব+বিশ্ববেহায়া টাইপের কিছু মনে হয়..
চল, তুমি আর আমি মিলে একটা কবিতা প্রতিরোধ কমিটি করি।
একমত।আমি আছি দলে।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৩
তনুজা বলেছেন: কবিতা প্রতিরোধ কমিটি
৫০| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: @একলব্যের পুনর্জন্ম, সংসদ বাঙ্গালা............... কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কী?
যাহা লইয়া তর্কাতর্কি, তাহা তনুজা ঠিকই বলিয়াছেন, তবে পরকালে লোভ থাকিলে, বিশেষ সর্তকতা অবলম্বনের প্রয়োজন ব্যপক।
@তনুজা, সব কথা আপনাকে বলা নহে কেবল, ইহা নিজের কথা মুখ ফস্কাইয়া .....................................।
আপনার ইমো টিউটোরিয়াল ভালা হয়নাই দরকারি জিনিস হাতের কাছে নাই।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৩
তনুজা বলেছেন: আমি মাত্র ৩ টা ইমো পারি
৫১| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ কাকচড়াইদা,
এখানে লেখা কোলকাতা বিঃ এর প্রনীত বাংলা বানান নীতি.....অভিধান (শৈলেন্দ্র বিশ্বাস কর্তৃক সংকলিত)
৫২| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: উক্কে। আমি ভাবলাম, নতুন কিছু বাইর হইল কিনা, আবার দেখি লেখা ১৯৯৫, তাই ধন্দ
৫৩| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার কাছে যে বইটা তা ১৯৯৫ এডিশন ...তাই আমি সন তারিখ সপ্রমাণ হাজির করলাম
৫৪| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
প্রমানের কাজ নাই, শব্দটা বশ প্রচলিত। তাই না ?
_________________________________
বোনডি, মুখে কোলকাতা বল্লেও বানানটা কলকাতা, মানে কলকাত্তাইয়া হিসাব তাই কয়।
৫৫| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০
খলিল মাহমুদ বলেছেন: হ্যালো একলব্যের পুনর্জন্ম, রেফারেন্স দেবার জন্য ধন্যবাদ। পুনর্জীবন শব্দ নিয়ে কোনো সন্দেহ আমার নেই। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০০-এর ৭৬০ পৃষ্ঠায় ডান কলামের ১৫তম লাইনের প্রথম শব্দ পুনর্জীবন, যা পুন, পুন: এর অন্তর্ভুক্ত একটা শব্দ। এর অর্থ দেয়া আছে 'পুনরায় জীবন লাভ।' এ থেকে বোঝা যায় পুনর্জীবিত শব্দের অর্থ হবে পুনরায় জীবন লাভ করেছে এমন। কিন্তু সন্দেহ হলো 'পুনরুজ্জীবিত' শব্দটা নিয়ে, যার অর্থ 'পুনরায় জীবন লাভ করেছে এমন।' (এ শব্দটাও ওখানে দেয়া আছে, ৭৬০ নং পৃ। দুটি শব্দের একই অর্থ হতে পারে তা স্বীকার্য, কিন্তু এ শব্দটা আমার কাছে নতুন হওয়ায় খটকা লাগে (প্রতিদিন কতো নতুন শব্দেই তো লাগে), অভিধান সহ বেশ কিছু ব্যাকরণ বইও দেখি। কোথাও পাই নি। জানার তো শেষ নাই ভাইয়া, তাই না? আমাদের প্রতিষ্ঠিত লেখকদের কোনো লেখায় এ শব্দটা পেলে দয়া করে জানালে সবিশেষ কৃতজ্ঞ থাকবো। আপাতত গ্রহণ করে নিচ্ছি, তবে নিছক আত্মতৃপ্তির জন্য শব্দটা খোঁজা। আশা করি মনে কষ্ট নেবেন না। আমার মেইল [email protected]
ধন্যবাদ।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৫
তনুজা বলেছেন: খলিল ভাই আর্ষ (মতান্তরে আর্শ)প্রয়োগ সিদ্ধ আছে জানেন তো
৫৬| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ খলিল মাহমুদ,
আরে মনে কষ্ট নেবো ঠিক কোন গ্রাউন্ডে দাদা? পুনর্জীবন হলে পুনর্জীবিত না হওয়ার পসিবিলিটি কমই মনে হচ্ছে।
আমাদের প্রতিষ্ঠিত লেখক দের আর যাই হোক বানানের জন্য কি রেফারেন্স নেয়া ঠিক হবে ? প্রচলিত বানান গুলোতেই তারা
জানার শেষ নেই............
@কাকচড়াইদা,হুমমম কলিকাতা লেখা এটায়......
৫৭| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার নিক ঐভাবে হাসিলো কেন ?
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪২
তনুজা বলেছেন:
৫৮| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪১
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
@একলব্য, সে আবার আরেক প্যাচাল।
কলিকাতা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা হাইকোর্ট, ইত্যাদি।
৫৯| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪১
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: @একলব্য, সে আবার আরেক প্যাচাল।
কলিকাতা বিশ্ববিদ্যালয়,দ্য ক্যালকাটা( কলি, কল, কোল কোনওটাই নয়) হাইকোর্ট, ইত্যাদি।
৬০| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৫
সুদীপ চৌধুরী বলেছেন:
আর আমারে ডাকেন আঁতেল। এখানে কি হচ্ছে এইসব হ্যাঁ?
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫০
তনুজা বলেছেন: আমি কি করলাম !
ভিকটিম
৬১| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @কাকচড়াইদা,
উহা তো ব্রিটিস রাজের মহার্ঘ্য দান যা উনাদের জিহ্বার সমস্যায় উৎপন্ন
ঢাকাও তো বহুদিন ডেক্কা ছিলো।
আমার বাবার এক পরিচিত কানাডিয়ান বাসায় এসে আমাকে "অ্যাপার্না" সম্বোধন চালিয়ে গেলো......রাগে গা কিড়মিড় করছিলো
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪১
তনুজা বলেছেন: আমার নাম ঠানুজা বরাবরই .....মেনে নিয়েছি
৬২| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ও হাসেন যত খুশি
৬৩| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৭
নুশেরা বলেছেন:
রোবোট বলেছেন: নুশেরা বলেছেন: "নাহ্ মনজুভাই, কবিতার পোস্টে সবার আসা ঠিক না, আমার তো না-ই
নিজেকে একটা বিশ্ববেকুব+বিশ্ববেহায়া টাইপের কিছু মনে হয়.."
চল, তুমি আর আমি মিলে একটা কবিতা প্রতিরোধ কমিটি করি।
---সর্বনাশ!!! রোবোট তো দেখি আমাকে "কুপ্রস্তাব" (
) দেয়
@একলব্য-- তোমরা সবাই ওস্তাদ কবি। কাউকে বিশ্বাস করি না
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
তনুজা বলেছেন: এই তো মেয়েটা তত বোকা না
৬৪| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
সুদীপ চৌধুরী বলেছেন:
কবিতা প্রতিরোধ কমিটিরে তীব্র দিক্কার।
-----
মি: জিরোরে তো কোমলমতিই ভেবেছিলাম। এখনতো দেখছি হাই স্কুলের বাঙলা দিদিমনি।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০১
তনুজা বলেছেন: আপনি যখন এত একনিষ্ঠ-----------শিখতেই চান তখন তো দিদিমণির দরকার পড়বেই
(আহা আজ বুঝি কবি বেকার, র্যাগ , মিউজিক , টিউশনি কিছুই নেই , পরে আছেন ব্লগের ধুলো ময়লায় )
৬৫| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০১
নুশেরা বলেছেন: এখন "তত বোকা না" দিদিমণিকে প্রায়-মেইল-করে-ফেলার গল্পটা বলো দেখি
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৭
তনুজা বলেছেন: দিদিমণি -----মিসফায়ার
বললে তো বলেই ফেললাম
শোন নিজের কানে প্রশংসা না শুনে যাবে না তো।
গত বছর নভেম্বর নাগাদ আবেগাপ্লুত হয়ে তোমাকে একটা মেইল করলাম, লিখে পাঠান হলো না, ভয়ে যদি আগাছা মনে কর।
প্রেক্ষাপট : ব্লগে ঢুঁ দিতাম, তোমার আকাশচুম্বি পপুলারিটি দেখে তোমার ওয়েবসাইটে ঢুকলাম।
তারপর মন কি খারাপ কি খারাপ , কেমন লাগল । তাই বাংলা ছবির ভক্তদের মত ভাবলাম একটা অভিনন্দন পত্র পাঠাই। ফ্যানরা যেরকম লেখে আরকি....
তারপর মনে হল বোধহয় পাত্তা তো দুরের কথা ভাববে কোথাকার কে হরিদাস পাল
কোনদিন ভাবিনি ব্লগে লিখব অথচ ঢুকি প্রায় ২০০৭ থেকেই
যখন তোমাকে দেখলাম আমার ব্লগে ........আর বললাম না
আসুন দেবী ধন্য করুন ভক্তের হৃদয়
৬৬| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৬
হিমালয়৭৭৭ বলেছেন: এটাও ভালো লাগেনি, বুঝছি না....ভাল লাগার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে নাকি//////////
আটলান্টিক সিরিজের প্রতীক্ষায় আছি।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৮
তনুজা বলেছেন: হুম
আমারও তাই সন্দেহ হিমালয়
৬৭| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৯
ফারহান দাউদ বলেছেন: এইখানে মনে হয় বাংলা ব্যাকরণের ক্লাস হইতাসে যাকগা দেইখা গেলাম,কাজে লাগতে পারে কোনদিন।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০
তনুজা বলেছেন: হক কথা
৬৮| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নুশেরা আপু আমাকে ওস্তাদ কবি বলেছেন......খিক খিক খিক
শুনে উপস্থিত কবিরা লজ্জা পাইয়েন না।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২১
তনুজা বলেছেন: নুশেরা আপা তো সবাইকেই ....বেচারা ...ব্লগের কবিরা ..খেক খেক খেক
৬৯| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭
সুদীপ চৌধুরী বলেছেন:
(আহা আজ বুঝি কবি বেকার, র্যাগ , মিউজিক , টিউশনি কিছুই নেই , পরে আছেন ব্লগের ধুলো ময়লায় )
----
হা হা হা
সোজা সাপ্টা বললেই হয়---বাইর হ। চলে যাই..
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৯
তনুজা বলেছেন: কতকালের ভাগ্য যে আজ এসেছেন, আর কঘন্টা পর এক্সাম নয়তো কিছু সমাদর করতে পারতাম, তো মাঝে মাঝে আসবেন নিজ গুণে ....
৭০| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩০
সুদীপ চৌধুরী বলেছেন:
হু...এক্সামের নামে কি হচ্ছে তা তো হরহামেশা দেখতেই পাচ্ছি...আর্টিস্টের সাথে দেখা করাটা দিন দিন অত্যাবশ্যকীয় হয়ে উঠছে
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩
তনুজা বলেছেন: থাক
এক্সামের দোষটা তো ঠিকই , কি করব স্বভাব এরকমই
৭১| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩০
শাওন৩৫০৪ বলেছেন: পরে আর একবার পইড়া প্লাস দিমুনে...:#।
এইবেলা বুঝতে পারতাছিনা ।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩
তনুজা বলেছেন: অক্কে
৭২| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৮
নুশেরা বলেছেন: ৬৫ নম্বর মন্তব্যটি জবাবসহ জবাই করো শিগগির। তোমাকে লোকে পাগল ভাববে। আর বাড়তি পাওনা হিসেবে ইউনিভার্সাল কন্সট্যান্টের মতো কিছু মাইনাসদাতা জুটবে
১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০১
তনুজা বলেছেন: ভাবুক
একটা গান মনে পড়ল মান্না দের
যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি
যখন তুমি আমায় পাগল বল ধন্য যে হয় সে পাগলামি
৭৩| ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নুশেরা আপুকে হঠাৎ এত অয়েল এ ভাসানো হচ্ছে কেন?নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে
নুশেরাপু সাবধান আমার এই নিক টা আমার মত সরল নয়
(আর কাল কিনা আমি কষ্ট করে equation মারফৎ মাখন দি্যে বকা খাইলাম )
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪২
তনুজা বলেছেন: তুমি দেখ চেষ্টা করে .....কে জেতে
৭৪| ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
আহসান জামান বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
............................................................................
ভিন্ন সুর; ভালো লাগলো আমার। ভালো থাকুন।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৩
তনুজা বলেছেন: ভাগ্যিস!
ভিন্ন সুর বলেই তো ভয়ে থাকি
৭৫| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৫
রেজওয়ান শুভ বলেছেন: আমার ব্লগে হিট ব্লগাররা আসলে মাথা খারাপ হওয়ার যোগাড় হয় ।
একটা পোস্টে নুশেরা আপুর কমেন্ট পইরা মনে হইসিলো ভুলে পরসে মনে হয়
Click This Link
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৪
তনুজা বলেছেন: বুঝিলাম না
(অট: আপনার আসলে ঠিক কত হিট দরকার?? সামুর বেস্ট হিট হতে কি আদৌ বাকি আছে কিছু )
৭৬| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৭
জনৈক আরাফাত বলেছেন: বিসিএস ফাইট দিতাছি। বিরাম চিহ্ন বড় বাজে বুকে!
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৫
তনুজা বলেছেন: খেক খেক খেক
তুমি বোধহয় এটা জানো না যে আধুনিক কবিতায় বিরামচিহ্ন ব্যবহার করা হয় না
৭৭| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪০
নুশেরা বলেছেন: শুভ-- তোমারে পিটায় তক্তা করা দরকার (কোলে ভাতিজি আছে তাই বেঁচে গেলা)। লগডইন থাকলে আর হাতে সময় থাকলে চোখে পড়া সব পোস্টেই যাওয়ার অভ্যাস আছে (পলিটিক্সের ক্যাচাল বাদে)। ছোটভাই হয়ে আমার এতবড় বদনামটা দিলা
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৬
তনুজা বলেছেন: ওর কথার উত্তর দাও তুমি? ওরে যা বলার বলছি দেখ উপরে
৭৮| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯
মহাকালর্ষি বলেছেন: কেন জানিনা, সুনীলের 'কবির মৃত্যু' মনে পড়লো।
ভালো লাগলো, বেশ ভালো লাগলো।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৭
তনুজা বলেছেন: বাহ! মনে পড়ল বুঝি , সেতো আমার দারুণ সৌভাগ্যের কথা
আপনার সাথে বোধহয় আগে দেখা হয়নি
ভাল থাকবেন
৭৯| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১২
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
পুনরায় দ্রোহ ও সুন্দরে .
ভাল থাকুন।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৮
তনুজা বলেছেন: হ্যা ভাই
সেটাই তো চেষ্টা থাকে সবসময়----- ভাল থাকার
৮০| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
______________________________
পুণ্ড্র
______________________________
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৯
তনুজা বলেছেন: তবে তাই
৮১| ১২ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নাহ বস মানতেছি এত পারবো না
আহা তেল বেয়ে বেয়ে পড়তেছে নুশেরা আপুর বাজার খরচ বেচে যাবে :p
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৯
তনুজা বলেছেন: বেত্তমিজ!
নুশেরাপা তেল ছাড়াই রাঁধতে পারে, তোমার মত অকাজের ইকোনোমিস্ট নয়
৮২| ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৯
জনৈক আরাফাত বলেছেন: এই আধুনিক কবিতারা যখন সময়ের স্রোতে বুড়ো হবে? সেটাকেই আমি ডরাই।
১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
তনুজা বলেছেন: আমি ও ভয়ে হাত পা ......
তোমার লেখা দেখতে যাব , সময় পাচ্ছি না
৮৩| ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৩
সব্যসাচী প্রসূন বলেছেন: ঠানুজা আপনার কোবতে ভাল হয়েছে... .... আমার ব্লগের রাস্তা কি হারিয়ে ফেলেছেন??? মাঝে মধ্যে ধর্না দিলে যদি কবিস্পর্শে একটা দুটো কোবতে উৎপন্ন হয় আপনার কি খুবি ক্ষতি হবে.... আইসেন..
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০০
তনুজা বলেছেন: আচ্ছা আপনি যে একদম ফরেনারদের মত ঝানতামই না
আর হ্যা তাই তো আপনার ব্লগের রাস্তাটা যেন কোন দিকে ? এয়ারটিকিট লাগবে না কি ভ্রাতঃ?
৮৪| ১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৭
আমি ও আমরা বলেছেন: ভালো লাগছে।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০১
তনুজা বলেছেন: হু ...কি অবস্থা? খবর ভালতো সব ?
৮৫| ১২ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: অ আইচ্ছা
তেল দিয়া রান্না যে যাবে না এইটা আগেই বোঝা উচিৎ ছিলো
আপনি যখন দিছেন সেইটা ত নিশ্চয়ই পোড়া কেরোসিন ই হবে
তেলে ভাসানোর ফাঁকে পনির মাখন মাঝে মাঝে দিয়েন।ভাগ্নির ব্রেকফাস্টে কাজে লাগবে ।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৩
তনুজা বলেছেন: কাক চিল না দাঁড়ায় চোপায় যে ধার
হিহিহি মানুষজন দেখতাছে , কলহপ্রিয় নাম যদি ছড়ায় ---------অনেক কিছু হতে পারে
৮৬| ১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
অদৃশ্য বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
পুনরায় দ্রোহ ও সুন্দরে ..................আমিও
অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
সবসময় ভালো থাকুন।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৪
তনুজা বলেছেন: ওহ অদৃশ্য ! অনেকদিন যাইনা আপনার দরজায় , নতুন লেখা চলে এসেছে নিশ্চয়ই
ভাল থেকেন
৮৭| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি হবে?
ব্লগের যা দেখি হাল
একটার ও নাই তাল
আর এইটা কলহের ব্যাপার না।আমি মরালিটির কথা বলছি।আপনি যে হারে তেল দিচ্ছেন এমনিতেই মন্দায় তেলের দাম কমতির দিকে,এভাবে সাপ্লাই দিলে তেল এর আর দাম ই থাকবে না
ডঃ ভটু তেলের খনি ।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯
তনুজা বলেছেন: আইছে আর্থনীতিক ঝংকারে....
খেক খেক খেক
৮৮| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬
কাক ভুষুন্ডি বলেছেন: ৮৫ নং কমেন্টের উত্তরে দেক্লাম আমারে খুজতেসেন
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১
তনুজা বলেছেন: হিহিহি
জি ঠিকই ধরছেন
৮৯| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২২
কাক ভুষুন্ডি বলেছেন: কি অবস্থা?
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৫
তনুজা বলেছেন: দৌড়ের উপ্রে -------অলটাইম ---------ডেসটিনি
৯০| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯
কাক ভুষুন্ডি বলেছেন: বাপ আপনের নিক্টা চেন্জ কৈরা তনুজা থিকা দৌড়ের উপ্রে কৈরালান
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯
তনুজা বলেছেন: খেকখেকখেক
পুরোটা হবে 'দৌড়ের উপ্রে তনুজা'
৯১| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন:
পহেলা বৈশাখের উৎসবের সাথে ঐ কিদ্ভুত কিমাকার মুখোশগুলোর কি সম্পর্ক কেউ বলবেন কি?
এই পোস্ট যে দিসে হেই হালার পোস্টে আমি ব্লক। মাইনাস দিয়া সাধ মিটতাসেনা। কিচু একটা কয়া আহেন আমার পক্ষ থিকা। পিলিঝ লাগে
১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭
তনুজা বলেছেন: আমি তার পোস্টে মাইনাস কমেন্ট দিয়ে বৌনি করছি, এই কারণে বেশ প্রাউড
বারেবারে ঢুঁ দিতে আছি আর কমেন্ট দেখতাছি
খালি হাসি কমেন্ট করব কি হাসতেই আছি
৯২| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৪
রোবোট বলেছেন: সুদীপ চৌধুরী বলেছেন:
কবিতা প্রতিরোধ কমিটিরে তীব্র দিক্কার
হায় হায় কি কয়?
আমিতো কপ্রকে সুচৌরে নিমু ভাবসিলাম।
এ্যাপারনাকে দলে নিলাম।
১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৮
তনুজা বলেছেন: এ্যাপারনা কি বিভীষণ তাতো জানেন না বস , তার কোবতে খান খালি একবার পড়ে আসেন
৯৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৭
অভিলাষীজন বলেছেন: আপনার গদ্য অসাধারণ । অস্হানে মন্তব্যের জন্য দুঃখিত।
১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৯
তনুজা বলেছেন: দাঁড়ান দাঁড়ান কোন গদ্য ভাই ? সে প্রজাতি তো খুব একটা আলোর মুখ দেখে নাই
৯৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ রোবোট মামা ধইন্যা
তাড়াতাড়ি করেন
১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:১৫
তনুজা বলেছেন:
৯৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
কাক ভুষুন্ডি বলেছেন: এ্যপার্ণা ভাইসাব আপ্নেরে দেইখা লওয়া হৈবেক
সাথে সাথে রোভুট চাচারেও
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৬
তনুজা বলেছেন: থ্যাংকু কাউয়া
৯৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪
আন্দালীব বলেছেন: সভয়ে জানাচ্ছি যে কবিতাটি ভালো লেগেছে, এবং দ্রুত কেটে পড়ছি
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৭
তনুজা বলেছেন: বেশ অবাক ব্যাপার ! কিন্তু কেটে পড়তে চাইলেন কেন?
৯৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
রাহামনি বৃষ্টি বলেছেন: মনজুরুল হক বলেছেন:
রাঢ় মাতঙ্গি রক্ততিলকে তেজদীপ্তপ্রভা
অসূরীয় হেমাঙ্গ কৈলাশে শান্তসমাহিত
ছলাৎ শব্দ জলে না ছলে? কে পারে কহিতে
মৈনাখ গিরিজধামে?
আমি এবে যাই পাণি পত্রে তিরোহিত ঘুম
শৈবাল খোঁড়া অনুর্বর চষাক্ষেত শ্যামল রূপান্বিত।
ক্ষরিত মননে চিরহরিৎ ভালবাসা
শুকনো পত্রকুষুমে তোলা জল প্রকরণে
পিপাসা বিল্বপত্রে ধানুশ কলেবরে
আহির ভৈরবী সান্ধ্য পুরবীরে......
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
তনুজা বলেছেন: হা হা হা এত কিছু থাকতে আপনার মনজু ভাই এর লাইনগুলোই মনে পড়ল
ভাল থাকুন , শুভকামনা
৯৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২২
কাক ভুষুন্ডি বলেছেন: ঐ দৌড়ের উপ্রে ছেম্রি কি খবর?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৯
তনুজা বলেছেন: কি ভাষা হাহাহা
খবর একই
এখন আবার দৌড়াব
৯৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৪
কাক ভুষুন্ডি বলেছেন:
দৌড়াইতে দৌড়াইতে
তনু গেলো মদীনা
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
তনুজা বলেছেন: হুম
আরো অনেকখানি
১০০| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫১
হাসান মাহবুব বলেছেন: আমার্লাস্ট লেখাটা কি ড্রাফ্টামু? বুঝতেসিনা ঠিক..মনে হৈতাসে ভাল হয়নাই তেমুন। আপ্নার বক্তব্য জান্তে চাই।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
তনুজা বলেছেন: ড্রাফটের কোন কারণ দেখি না
তবে লেখাটা আপনার অনুপাতে আরো ভাল হবার কথা ছিল
আরেকটা কথা কাল আপনার ব্লগে আমার একটা প্রিয় লেখা দেখলাম না
আপনি কি প্রায়ই আপনার নিজের লেখা জিনিস ড্রাফট করেন ?
১০১| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫২
মুক্তি মণ্ডল বলেছেন: বেশ ভাল লাগলো।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
তনুজা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ দাদা
১০২| ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: কোন লেখাটার কথা বলছেন? যেগুলো ভালো মনে হয়না ওগুলো ড্রাফ্ট করি। কোনটা?
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪৮
তনুজা বলেছেন: কোনটা নাম তো মনে নেই
কিন্তু পেলাম না যে কাল
১০৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু আমি শ্যাষে কাউয়ার ডরেই মরি আর কী ......পুলাপান
আপনে ছুডু মানুষ পাইয়া আমারে এমুন লাল চোখ কৈরা ভয় দেখান ক্যান ?
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪৯
তনুজা বলেছেন:
শুভ নববর্ষ
১০৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৫
নাজনীন খলিল বলেছেন:
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫০
তনুজা বলেছেন: শুভ নববর্ষ আপু
১০৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২২
চাচামিঞা বলেছেন: সুন্দর কবিতা.....।বেশ ভালো লাগলো।
=============================
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা । ভালো থাকুন প্রতিটি ক্ষন প্রতিটি মুহুর্ত......এই কামনায়
চাচামিঞা
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৩
তনুজা বলেছেন: শুভ নববর্ষ শুভ নববর্ষ চাচামিঞা
মাঝে মাঝে ভাতিজির ব্লগে ঘুরে যাবেন
১০৬| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৪
কুঙ্গ থাঙ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রেখে গেলাম।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৪
তনুজা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা
১০৭| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫১
রেজওয়ান শুভ বলেছেন: শুভ নববর্ষ আপু ...
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৪
তনুজা বলেছেন: শুভ নববর্ষ ভ্রাতঃ
১০৮| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৪
শত রুপা বলেছেন: শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫
তনুজা বলেছেন: শুভ নববর্ষ শতরূপা
১০৯| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৮
হনলুলু বলেছেন: ভাল্লাগছে
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০১
তনুজা বলেছেন: আমারও
শুব নববর্ষ
১১০| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৬
ফারহান দাউদ বলেছেন: শুভ নববর্ষ। নতুন লেখা দেন,এইটা তো হ্যাং হয়া যাইতাসে লোড করতে গেলে
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৭
তনুজা বলেছেন: হা হা হা
আজ অনেক নতুন পোস্ট আমার আর দিয়ে কাজ নেই
ভাল থেকো ভাই
শুভ নববর্ষ
১১১| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৭
রোবোট বলেছেন: ফারহান
তনুজা আর নুশেরার সব পোস্টই হ্যাংকারক। কপ্রকে যোগ দিবা নাকি?
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৯
তনুজা বলেছেন: হিহিহি
ষড়যন্ত্রকারী কবিতা বিরোধী অপশক্তির হোতাকেও শুভ নববর্ষ
১১২| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৯
রোবোট বলেছেন: কবিতাঘাতকারিনীকেও শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৫
তনুজা বলেছেন: কি সম্বোধন! আহা বিগলিত হয়ে যাই
১১৩| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৪
কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৭
তনুজা বলেছেন: শুভ নববর্ষ বলতে ভুলে গেছেন কাঁকন
আমি কিন্তু ঠিক সময়মত
১১৪| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৮
১৯৭১স্বাধীনতা বলেছেন: দিদি,
প্রশংসা করতে করতে ক্লান্ত,তাই
আসি-----এবং পড়ে চলে যাই,
আসেন না আর আমার ঘরে,
তাই বলে যাই------আসবেন পরে।
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪০
তনুজা বলেছেন: এই যে ম্যাডাম (নাকি স্যার?)
রোজ আর প্রশংসা করে কাজ কি , পড়লেই আমার অনেক সৌভাগ্য
কিন্তু আমি ব্লগে যাইনা সেটা বললে অবিচার করা হবে
ভুলে যাই , সময় হয়ে ওঠে না। নতুন লেখা দিলে একটু বললেই তো যেতে পারি , টাইমিং এক হলে নতুন পোস্ট নজর এড়াত না
আর শুভ নববর্ষ
১১৫| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আহ! তনুজা'পু, বুঝতেই পারছেন নিশ্চয়ই কেমন লেগেছে আমার কবিতাটা? নববর্ষের শুভেচ্ছা। পুনর্জীবিত হোক দ্রোহের আগুন নতুন বছরে। পুড়ে যাক সব গ্লানি, হতাশা, হাহাকার। ভালো থাকুন বিদ্রোহের পংক্তিমালায়।
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪২
তনুজা বলেছেন:
সাদাত পোস্ট করতে করতে মনে হয়েছে তুমি ভাল বলবে
যাক ভাল থাকো, শুভ নববর্ষ। সকল কাঁটা রঙিন করে গোলাপ হয়ে উঠুক, সার্থক হও ভাই কাজে ও মনীষায়
১১৬| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শুভ নববর্ষ
নতুন লেখা কৈ?
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৬
তনুজা বলেছেন: নতুন------- সেতো ফিরে গেছে জুই ফুল হয়ে তোমার খোঁপার কাছে অনাঘ্রাত
পূজার বেদীতে
১১৭| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২০
বিহগ বিম্ব বলেছেন: আমারে জ্ঞান দাও, জ্ঞান দাও তো'রা রঙহীন
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৭
তনুজা বলেছেন: একদম এই কথাটাই আমারও
আপনি জানলেন কিভাবে , যাকগে যদি দেবার মত কেউ থাকে একটু জানিয়ে যাবেন তো এই হতভাগাকে
আহা জ্ঞান ------কতকাল হল সে আমায় বিমুখ করে চলে গেছে
১১৮| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আপনি জানলেন কিভাবে , যাকগে যদি দেবার মত কেউ থাকে একটু জানিয়ে যাবেন তো এই হতভাগাকে
আহা জ্ঞান ------কতকাল হল সে আমায় বিমুখ করে চলে গেছে
....................................................................
easy solution : কনট্যাক্ট শব্দ
লাইন গুলো কার?
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৪
তনুজা বলেছেন: কিতা কও ?
মাথায় বিমার
১১৯| ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ আপ্নের বইন লাগি ত,মাথায় বিমার থাকবোই
কৈছি " সেতো ফিরে গেছে জুই ফুল হয়ে তোমার খোঁপার কাছে অনাঘ্রাত
পূজার বেদীতে"
এই চরণ কটির স্রষ্টা কে?
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৪
তনুজা বলেছেন: স্রস্টা আনাল হক - সৃষ্টি তাৎক্ষণিক
কেন বোঝা যায় না ? কোটেশন মার্ক দিছি কোন ?
১২০| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০১
আমি ও আমরা বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৯
তনুজা বলেছেন: কোন ফাঁকে মন্তব্য রেখে গেলেন
শুভ তো বটেই
ভাল থাকুন। নতুন পোস্ট আছে বোধহয় আপনার ঘরে- যেতে হবে -নেমন্তন্ন নিলাম
১২১| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: .....................................
ফিরে যাওয়া মানে ফিরে আসাই
যেমন আমরা প্রতিধ্বনিত শব্দের স্বরলিপি
অহংবোধের তুখোড় সাইক্লোনে......
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৫
তনুজা বলেছেন:
যেমন আমরা প্রতিধ্বনিত শব্দের স্বরলিপি
অহংবোধের তুখোড় সাইক্লোনে......
হ বুইচি
১২২| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৭
রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩১
তনুজা বলেছেন: শুভ নববর্ষ, ভাল থাকুন সবসময়
১২৩| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি বুজচেন?
টেংকু.....এই লাইন কয়টা বাড়াইলে কোবতে হৈবো...
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৭
তনুজা বলেছেন: হ
১২৪| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৫
নম্রতা বলেছেন: তনু ..নববর্ষের শুভেচ্ছা আপনাকে !
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৮
তনুজা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নম্রতা
১২৫| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: কোনটা নাম মনে নেই,তাইলে একটু হিন্টস দেন না কি নিয়া লেখা। আপনের প্রিয় লেখা ড্রাফ্টে থাক্বে এ হৈতে দেয়া ঝায়না।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১১
তনুজা বলেছেন: বস সেডা রোমান্টিক! মারাত্মক মিষ্টি ছন্দের কাজ আছে
আপনি এট্টু খোজেন না প্লিজ
ছাদে ওঠা দুপুরবেলা কি কি যেন আছে, পুরো হেলাল হাফিজ ফেল
পেলে লিংকিত করেন , পড়ার জন্য গলা শুকায় কাঠ
হু শুভ শুভ কি সব জানি দেখতাছি বলগে , এখন আর কলাম না
১২৬| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৯
প্রণব আচার্য্য বলেছেন:
শুভেচ্ছা...
নব আনন্দে জাগো আজি
নব রবি কিরণে ...
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৩
তনুজা বলেছেন:
নব আনন্দে জাগো আজি
নব রবি কিরণে ...
কিরণে না বিকিরণে -----মনে পড়ছে না
এই লাইনের সাথে এক বিরাট স্মৃতি ......
শুভ নববর্ষ
১২৭| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৬
হাসান মাহবুব বলেছেন: মনে হয় এটা Click This Link
অথবা এটাও হতে পারে। Click This Link
ঠিক জিোনিস দেয়া হৈসে কিনা জানায়েন।
১২৮| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৯
তনুজা বলেছেন: না না তুই করে লেখা বোধহয়, পরী না
১২৯| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: আমি তুই কৈরা কোন রোমান্টিক লিরিক লেখিনাই শিওর। তয় আপনে আমারেক্টা লিরিকের খুব সুনাম কর্সিলেন। এইডা নাকি?
"আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।
আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
ছন্দ উধাও নিরুদ্দেশে।
আর হবেনা,কষ্টবিলাস
স্বপ্নসুখের বৃথা অভিলাষ
আবেগগুলো মৃতের দেশে"
Click This Link
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৪
তনুজা বলেছেন: এইটা ! থ্যাংকু থ্যাংকু
আরেকটাও আছে এটার মত ভাল্লাগছে
এটা বেশি ভাল
১৩০| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৯
রোবোট বলেছেন: সারাদিনরাত ব্লগে কি? সংসারে মন নাই?
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৬
তনুজা বলেছেন: সংসার কই ? আছি তো একখানা বয়লার ল্যাব আর ব্লগ নিয়ে
পরিবার দেশে থাকে
১৩১| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৮
রোবোট বলেছেন: তুমি কি এলকা থাকো নাকি বৈদেশে? তোমার উনি না তোমার সাথে থাকে?
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৩
তনুজা বলেছেন: আমি এলকাই থাকি বৈদেশে , আমার উনি দেশে
সদ্যপরিণীতা স্ত্রীর শোকে---কি কব বস , তার দুঃখে বোধহয় পাষাণও গলে যায়
১৩২| ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১১
রোবোট বলেছেন: হায়রে কপাল। যাও আইজ থাকি তোমার কবিতা লেখার অপরাধ মাপ কইরা দিলাম। তবে দাম্পত্য বিরহ ছাড়া কবিতা লেখবা না।
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৩
তনুজা বলেছেন: ওহ থ্যাংকু থ্যাংকু
এখন টাটা , গুড নাইট
১৩৩| ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সদ্যপরিণীতা স্ত্রীর শোকে---কি কব বস , তার দুঃখে
আমিও গলে যাই
১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫২
তনুজা বলেছেন: খাইছে!
১৩৪| ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১০
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------
১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৪
তনুজা বলেছেন: ভাল থাকুন। অনন্ত শুভকামনা
১৩৫| ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৭
চাঙ্কু বলেছেন: শুভ নববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
তনুজা বলেছেন: আরে চাঙ্কু মেলা দিন পরে , কি আফসোস!
শুভ নববর্ষ শুভ নববর্ষ
১৩৬| ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০১
চাঙ্কু বলেছেন: হ, দেখতে আইলাম নববর্ষের দিনে কিরাম আছেন
১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২
তনুজা বলেছেন: খুব ভাল করেছেন, ভালোই আছি, চাঙ্কুকে দেখার পর থেকে বেশি ভাল
১৩৭| ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৩
সহেলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম । শুভনববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৫
তনুজা বলেছেন: ভাল লাগা আপনাকেও, নিরন্তর শুভকামনা। ভাল থাকুন, লেখায় থাকুন
১৩৮| ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
রাজন রুহানি বলেছেন: হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
পুনরায় দ্রোহ ও সুন্দরে .
অসাধারণ। পুনরায় দ্রোহ ও সুন্দরের প্রতিফলন।
ভালো থেকো কবি।
১৩৯| ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
রাজন রুহানি বলেছেন: (+)
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
তনুজা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
দ্রোহ ও সুন্দরের শুভকামনায় ...
১৪০| ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটা দুবার পড়েছি.....খু-উ-ব ভাল লেগেছে..
মনে হলো ......মনের কোনে অনেক দিন পর যেন বৃষ্টি এল..
ভাল থাকবেন চিরকাল
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০
তনুজা বলেছেন: অনেক ধন্যবাদ আপু
স্বাগতম আমার ব্লগে
ভাল থাকুন নিরন্তর , কথা হবে
১৪১| ০২ রা মে, ২০০৯ সকাল ৭:২৪
ঋভু অনিকেত বলেছেন: কবিতাকে সত্যিকারের ভালবাসলেই বুঝি এরকম লেখা যায়!
তার উপর আছে মৃত্তিকার প্রেম।
অপূর্ব সুন্দর কবিতা
০২ রা মে, ২০০৯ সকাল ৭:২৭
তনুজা বলেছেন: হা হা হা
কবিতা কিন্তু পাঠকের ভাল লাগাতেই বড় হয়ে ওঠে, তাতে কবি বা কবিতার বড় কোন কৃতিত্ব নেই
১৪২| ১৬ ই মে, ২০০৯ রাত ১১:৩২
আকাশ অম্বর বলেছেন:
হত্যাকে হত্যা ছাড়া এ মাটি শুদ্ধ হবে না জানি তাই
আমিও পুনর্ভবা তীর ধরে তর্পণের জলে
পুনর্জীবিত হব।
পুনরায় দ্রোহ ও সুন্দরে.......
তবে তাই হোক.......
১৭ ই মে, ২০০৯ রাত ১২:২৭
তনুজা বলেছেন: কি বলব ? স্বাগতম , তাই না , প্রথম বোধহয় আমার ব্লগে ...
শুভকামনা
১৪৩| ১৭ ই মে, ২০০৯ রাত ১:২৯
আকাশ অম্বর বলেছেন: ধন্যবাদ নুশেরা।
"প্রথম বোধহয় আমার ব্লগে ..."। উমম...না মনে হয়। পর্ণমোচী কাল.......
শুভকামনা
১৭ ই মে, ২০০৯ রাত ১:৪৬
তনুজা বলেছেন: হা হা হা , নুশেরাপা খুব খুশি হবে । নাম যখন মনে আছে কবিতার নিশ্চয়ই আপনি পড়েছেন পর্ণমোচী কাল ....বুঝতে পেরেছি -----আমারই ভুল
১৪৪| ১৭ ই মে, ২০০৯ রাত ১:৩৪
আকাশ অম্বর বলেছেন: ধন্যবাদ তনুজা।
রাত হয়ে গেছে...ক্ষমা...
১৭ ই মে, ২০০৯ রাত ১:৪৭
তনুজা বলেছেন: শোধ হয়ে গেল , আমারও যখন একটা ভুল ছিল
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: প্রথম..............