নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানার পথে, জানিনা গন্তাব্য কোথাই

চাওয়ার শেষ নেই

ইস্কুল ছাত্র

ইস্কুল জীবন খুবই মিস করি

ইস্কুল ছাত্র › বিস্তারিত পোস্টঃ

এই ফোন কলকারীকে ধরা কি খুব কঠিন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

রাজীব বাসায় খাবার খেয়ে আন্দোলনে অংশ নিতে শাহবাগ মোড়ে আসেন। এর প্রায় এক ঘন্টা পর তার মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোনে কথা বলেই রাজীব বাসার দিকে রওনা দেন। এ থেকে ব্লগাররা ধারণা করছে রাজীবকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।



এই ফোন কলকারীকে ধরা কি খুব কঠিন? নাকি স্বদিচ্ছার অভাব?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফোন কলকারীকে ধরা কঠিন কিছু না।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

বাহাদুর বাপ্পী বলেছেন: হ্যা এটা একটা গুরুত্বপূর্ন ক্লু । কাজে লাগাতে হবে

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

হতাশ বিবেক বলেছেন: কিন্তু আমাদের সোনার দেশের পুলিশ বাহিনী কি তা করবে?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: এতে ত হত্যাকারী ধরা আরো সহজ হয়ে যাবার কথা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

ইস্কুল ছাত্র বলেছেন: তা হলে পুলিশ দেরি করছে কেন?

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

ডাব্বা বলেছেন: হয়ত ধরার চেস্টা করছে। পুলিশের কাজতো, বোঝেনই। আবার এমনও হতে পারে যে সিম কার্ডটা বদলে ফেলেছে। প্রায় ই তো খবরে পড়ি ফোন কল ট্রেইস করে ধরে ফেলছে ক্রিমিনালকে।

আমি মনে প্রানে আশা করছি এ হত্যাকান্ড জেগে উঠা মানুষগুলোকে Derail করবে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

ইস্কুল ছাত্র বলেছেন: দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অতীতে বহু জটিল রহস্য উদঘাটন করেছে খুব তাড়াতাড়ি?? তাহলে এখন দেরি কেন

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

মহাপাগল বলেছেন: সরকারের উচিত এর সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

সমকালের গান বলেছেন: জামাতীদের পরিকল্পনা মতো সব কিছু খুব সুন্দর ভাবে মোড় নিয়েছে। থাবা বাবা খুনের পর অনেকে বলছে যে তার মত ইসলাম বিদ্বেষী মারা গেছে, ভাল হয়েছে বা এ জাতীয়।

তীব্র ঘৃনা প্রকাশ করছি যারা এসব বলছেন তাদের প্রতি। ৭১ সালে রাজাকার আলবদররা আমাদের এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে চেয়েছিল। বলেছিল পাকিস্তান থেকে আলাদা হলে দেশ হিন্দু রাষ্ট্রে পরিনত হবে।

থাবা বাবার ধর্মীয় চিন্তা ভাবনা কেবলমাত্র তারই ব্যাপার। এর জন্য সে আল্লার কাছে জবাব দিবে, আমি দেবনা আপনিও দিবেন না। থাবা বাবা ধর্মীয় দৃষ্টিভংগি যাই হোক তাকে হত্যা করার বা নুন্যতম আঘাত করার অধিকার কারো নেই। ইসলামই বলে, “লা কুম দ্বীনি কুম ওল ইয়া দ্বীন”। আমাদের মধ্যে কেউ এর মানে জানে না, আমি তা বিশ্বাস করি না।

ভাইয়েরা, সহকর্মীরা, সহযোদ্ধারা, আমাদের চিন্তা ভাবনায় আরো উন্নত হতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র বুঝতে পারতে হবে। নয়ত চিরকাল আমাদের কপালে জামাতীদের আস্ফালনই আছে।

জয় বাংলা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

ইস্কুল ছাত্র বলেছেন: অপরাধী যে হোক সরকারের উচিত এর সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

ত্যাড়া ব্যাকা বলেছেন: এই খুনের কিনারা করা এমন কঠিন কিছু না। কিন্তু পুলিশ যে তা করবে না এটা ১০০% নিশ্চিত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ইস্কুল ছাত্র বলেছেন: সাগর,রুনি,বিশ্বজিত, রফিকুল, আসাদ, আমিনুল ইসলাম, রাজীব সহ প্রত্যেক গুপ্তহত্যার দায় সরকারের ব্যর্থতার?

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: স হ ম ত

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: এইটা একটা খুব ভালো ক্লু, এই ফোনকারীকে ধরা খুবই সোজা হওয়া উচিত যদি দোকান থেকে না করে সে নিজের মোবাইল দিয়া কল করে।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

বহুরুপি জীবন বলেছেন: বাংলাদেশের জন্য কিছুই বলা যায় না। আমার এলাকায় কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে কিন্তু সেই হত্যার বিচারে কোন অগ্রগতি নাই। সকালে নাস্তার জন্য মা ডেকেছে একটা ফোন কল পেয়ে ছেলে বলেছে মা ১ মিনিটের ভিতর আসছি বলে বাইরে গেছে এবং খুন হয়ে গেছে। নিশ্চই পরিচিতর ফোন ছিল তা না হলে বাইরে যেত না ছেলেটা। কিন্তু আজ পযন্ত কেউ ধরা পড়েনি এই কেসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.