![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা নিয়ে কত কথাই লেখা হয়েছে ,বলা হয়েছ। সিনেমা,নাটক, মুভি আর গল্প আকারে এমন ভাবে আজকের তরুন প্রজন্মের কাছে প্রেজেন্ট করা হচ্ছে তাতে সকল ধরনের মিডিয়াই এর ধন্যবাদ পাওয়ার দাবী রাখে। দু’জন ছেলে মেয়ের মনের অব্যক্ত অনুভুতিকে যখন এক সুতোয় আমরা নিয়ে আসি তখনই একটা ভাবাবেগের সৃষ্টি হয়। যার থেকে ভালোবাসার শুরু। সামান্য এ সুতোটাকে চাইলেও আর সহজে ছেঁড়া সম্ভব হয়না। তবু এ ভালোবাসার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের অভিভাবকরাই।কারন,তাদের মাঝে যখন সামাজিক স্টেটাসের মধ্যে বড় ধরনের কোন পার্থক্য খুঁজে পায় তখনই এর বিরুদ্ধাচরন করতে বাধ্য হয় অভিভাবক। এটাই একজন অভিভাবকের নৈতিক দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি দু’টি সম্ভাবনা ময় জীবনের অবসান ঘটে এ ক্ষেত্রে বাবা মা তথা অভিভাবক এর দায় এড়াবে কি ভাবে ?
বর্তমান মিডিয়া গুলোর উদ্দশ্যে বলছি, ভালোবাসাকে এমনিই তারা খোলা মেলা করে গা ভাসিয়ে বাজারে ছেড়েছ, তার উপর রাবার বেন্ডের মত আরো লম্বা করে এমন অনৈতিক পর্যায়ে বর্তমানে নিয়ে এসেছে,সেটাকে সামাল দেয়ার আজ আর কোন পথ রইলোনা। যার জন্য মিডিয়া গুলোও আজকের এ আত্নহননের দায়কে এড়াতে পারেনা।
আমরা এতক্ষণ যে ভালোবাসার ফিরিস্তি টেনেছি ইসলাম ধর্ম এটাকে এ ভাবে এ সামাজিক অবস্থায় কিছুতেই সমর্থন দিতে পারেনা। এত রয়েছে বেহায়াপনা আর আপত্তিকর আলামত। তাই আমাদেরকে এখনি এর যথাযথ ব্যবস্থা না নিলে এ সমাজের ছেলে মেয়েদের আত্নহননের এ ট্রেডিশন উতোরোত্তর বাড়তেই থাকবে।
©somewhere in net ltd.