![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে গাছে কাঁঠাল গোঁফে তেল। কেউ বলে এটা নাকি নির্বুদ্ধিতার পরিচয়। সেটা যাই হোক,তবু মানুষ আশায় সুখী। পরাধীনতার কাছে হারতে হারতে এ দেশ, জাতী একদিন এমনি একটি আশায় বুক বেঁধেছিলো। সত্যি সত্যি সে আশা পূরণ ও হয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। তবে এ পাওয়া আমাদের কোন অনাকাঙ্খিত কিবা কোন অশুভ শক্তির কারনে নয়, রয়েছে এর এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস। আর যে মহান ব্যক্তির অবদানে সে আশা আমাদের পূরণ হয়েছে তার নাম না বললে আমার এ লেখা প্রাণ খুঁজে পাবেনা। সেই অবিসংবাদিত মানুষটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আমার আজকের আলোচনা তাকে নিয়ে নয়। এবার মূল বিষয়ে আসা যাক।
গণতন্ত্র, স্বধীনতা, স্বাধীকার আজকে আমরা এটাকে যাই বলি না কেন,সেই সোনার ফসল আমাদের ঘরে তুলে দিয়ে সেদিন সে মহান ব্যক্তিটি আমাদের বাঁচার পথ দেখিয়েছিলেন। কিন্তু আজ মনে হয় আমরা বাঁচতে গিয়ে আবার মরতে বসেছি। কারন গণতন্ত্র নামের সেই সোনার ফসল ঘরে তুলে বেশিদিন রাখতে পারিনি। ঘরের ইঁদুরেই কেটকেুটে খেয়ে সব সাবাড় করে দিলো মাত্র তিন বছরে। এখানেই আমরা প্রথম ধাক্কাটা খেলাম। যার জন্য গণতন্ত্রের মানেটা কি ? তা বুঝার সুজোগ হলোনা আমাদের।
কিন্তু গণতন্ত্র যারা বোঝে, যারােএর ধারক ও বাহক এক কথায় বলা যায় যারা এর জনক, তারা আমাদেরকে গণতন্ত্র দেয়ার জন্য উদার আহবান নিয়ে এগিয়ে এলো। আমরাও খুশি হয়ে গ্রহন করলাম। দুর্ভাগ্য আমাদের তাও দিলো শত ভাগের এক ভাগমাত্র। বাকীটুকু বাক্সবন্দী করে তাদের হাতেই রেখে দিলো। কিন্তু ওই এক ভাগের চর্চাও আমাদের ভাগ্যে ঝুটেনি। তাই আমরা ‘৭৫ থেখক শুরু করে ‘৯০ পর্ন্ত গণতন্ত্রের পেছনেই ছুটেছিলাম। কোথাও গণতন্ত্রের দেখা পেলামনা। শেষ পর্যন্ত সৈরশাসকের পতন হলো। ওই এক ভাগ গণতন্ত্র আমাদের উদ্ধার হলো। যার শ্লোগান ছিলো “ স্বৈর শাসন নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। এ শ্লোগানের মূখপাত্র ছিলো নুর হেসেন। তাকে এ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে এটাই আমাদের প্রত্যাশা।
কিন্তু দুর্ভাগ্য, গণতন্ত্রের সে শ্লোগান আজ উল্টো রথে হাঁটতে শুরু করলো। ক্ষমতার জন্য সে ভাষা পরিবর্তন করে এখন বলছি ” ক্ষমতা মুক্তি পাক গণতন্ত্র নিপাত যাক”। কবি জীবনান্দের মা কুসুম কুমারীর ভাষায় ‘ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”। আমরা চাই আমাদের দেশে এরকম আরেকজন নুর হেসেনের জন্ম হোক, তবেই নবযাত্রার ক্ষতি পুষিয়ে আমরা পূন:যাত্রা শুরু করতে পারবো।
©somewhere in net ltd.