![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রখ্যাত লোক সংগীত শিল্পী প্রাণের শিল্পী, প্রিয় শিল্পী আব্দুল আলীমের আজ ৪১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৪ সালের আজকের এই দিনে অর্থাৎ ৫ই সেপ্টেম্বর তিনি মৃত্যু বরন করেন। তাঁর মৃত্যু বার্ষিকীতে স্মৃতিচারন করে বৈশাখী টেলিভিশন সরাসরি একটি অনুষ্টান প্রচার করে। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে তার স্মরণে গান গেয়েছিলেন প্রয়াত আব্দুল আলীমের গুনধর ছেলে জহির আলীম,আজগর আলীম ও মেয়ে নুরজাহান আলীম।
শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই পশিচম বাংলার মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহন করেন। আমরা তাঁর বিদাহী আত্নার মাগফেরাত কামনা করছি। আব্দুল আলীম শুধু একজন শিল্পীই ছিলেননা তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান ও বটে। কারন ব্যক্তি যখন বিখ্যাত হয়ে যান, তখন আর ব্যক্তি থাকেননা, রূপ নেন প্রতিষ্ঠানে। জায়গা করে নেন মানুষের মনে। তৎকালীন সময়ে আব্দুল আলীমের প্রায় তিন শতাধিক গান গ্রামোফোনে রেকর্ড করা হয়েছে। তার প্রতিটি গান আজ ও মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায়। ধর্মীয় অনুভূতিতে গাওয়া প্রতিটি গান শুনলে চোখে জল ধরে রাখা মুশকিল হয়ে যায়। কার না ভালো লাগে গান ? তবে সে গান হতে হবে হৃদয়গ্রাহী,হৃদয় স্পর্শী। শিল্পী আব্দুল আলীম ছিলেন তাদেরই একজন। কারন বেষ্ট সিঙ্গার হিসাবে তিনি পেয়েছিলেন ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা দিবসের এওয়ার্ড। বাংলা চলচ্ছিত্র ‘সুজন সখী” তে গান গেয়ে তিনি আরো বিখ্যাত হয়েযান। এমন একজন বিখ্যাত শিল্পীকে যাতে আজীবন এ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণে রাখতে পারে তার জন্য তাঁর নামে কোন স্মৃতিসংসদ কিবা কোন প্রতিষ্ঠান স্থাপন করে চিরস্মরণীয় করে রাখা হোক মানুষের হৃদয়ে, এটাই আমাদের দাবী।
©somewhere in net ltd.