নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ! কেন তোমাকে এত প্রয়োজন ?

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

ইসলামের ইতিহাস থেকে জানা যায় সেই বর্বর জাহেলিয়া যুগের কথা। বর্বরতা নৃশংসতা, হানা হানি, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেয়ার মত লোমহর্ষক এমন কোন কাজ ছিলনা যা সেই যুগে ঘটেনি। সবচেয়ে মাতবতা বিবর্জিত যে কাজটি ছিলো তা হলো দাস প্রথা। বাজারে নিয়ে পন্যের মত বিক্রি করা হথো তাদের। তার পর থেকে ওই ব্যাক্তির নিজস্বতা কিবা স্বাধীনতা বলতে আর কিছুই থাকতোনা। থাকতে হতো তাকে পরাধীনতার শৃঙলে। যা স্বয়ং আল্লাপাক পছন্দ করতেননা। মক্কা বিজয়ের পর মহান অল্লাহ তায়ালা আমাদের আখেরী নবী করিম(সঃ) এর মাধ্যমে সেই দাস প্রথা বিলুপ্ত করে সেই সকল ক্রীত দাসদের আজাদী কিবা স্বাধীন করে দিলেন।
এ ছিলো ব্যাক্তি স্বাধীনতার কথা। এখান থেকেই মানুষ স্বাধীনতার মর্ম বুঝতে পেরে গোত্র থেকে গোত্র ,জাতী থেকে জাতীকে পরাধীনতার নিমর্ম শৃংখল থেকে মুক্ত করার প্রয়াসী হয়ে ওঠে। সেই চেতনায় থেমে থাকেনি বীর বাঙালী তথা আজকের বাংলাদেশী জাতী। অনেক রক্ত,সম্ভ্রম,এবং শহীদদের আত্ন ত্যাগের বিনীময়ে পেয়েছি আমরা একটি সার্ভভোম দেশ এবং একটি পতাকা। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা বড়ই পবিত্র দায়িত্ব। স্বং আল্লাহ পাক স্বাধীনতাকে পছন্দ করলেও প্রত্যেক ক্ষেত্রে একটি সীমারেখা টেনে দিয়েছেন। তাই স্বাধীনতার অর্থ এই নয়, সমাজের আইনশৃংখলা উপেক্ষা করে স্বেচ্ছা চারীতায় লিপ্ত হবো আমরা ?
হে স্বাধীনতা ! তোমার কাছেই আজ প্রশ্ন রেখে গেলাম, এজন্যই কি আমরা তোমকে চেয়েছিলাম ? যেখানে খুন খারাবী,হত্যা, লন্ঠন, ধর্ষন,ধর্ষনের পর আবার গলাকেটে হত্যা করে সেই জাহেলি যুগের পূনরাবৃত্তি ঘটাবে ? এর জন্যই কি প্রয়োজন ছিলো তোমাকে ? কি জবাব দেবে তুমি ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

বিজন রয় বলেছেন: প্রযোজন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.