নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউলা মনের মানুষকেই বেশি আপন মনে হয়...

বাউলা মন

কি লিখবোরে ভাই আমার মাঝেই আমি নাই............

বাউলা মন › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তানের সেকাল আর একাল ... এবং আমার ভাবনা

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আলী , হোসাইনী , আব্বাসী এদের ৩ জনের সাথেই আমার ভালো দহরম-মহরম । সেটা শুধু মুসলমান পরিচয়ের জন্য না । তাদের উদারতা , মহত্ব ও মমত্ববোধই আমাকে তাদের প্রতি বেশি আকৃষ্ট করে ।দেশ পরিচয়ে তারা আফগানী ... পলিটিক্যাল এ্যজাইল নিয়ে দেশ ছেড়ে প্রবাসি ।



আজকে সকালে আমি আফগানিস্তানের উপর একটা ডকুমেন্টারি দেখার সময় আব্বাসী এসে হাজির । আমার সাথে ডকুমেন্টারিতে সে ও মনোনিবেশ করলো । কিছুক্ষন পরেই তার চোখ-মুখ কেমন যেনো হয়ে গেলো ... চোখের কোনে জলের ফোটা, খালি হাতেই মুছে নিলো ।



ডকুমেন্টারি থেকে নজর সরিয়ে আনমনেই বলতে শুরু করলো । জানো ?? আমাদের দেশটা এমন ক্ষত-বিক্ষত ছিলো না । আমরাও একসময় পরিশ্রম করে তিল তিল করে দেশটা গড়ে তুলেছিলাম ।



কল-কারখানায় কাজ করতো আমাদের বাপ-দাদারা , ছিলো বিজ্ঞানের সাধনা । কলেজ ইউনিভর্সিটিতে সহাবস্তান ছিলো সকল মতের ও ধর্মের।



এক ওপিয়াম ট্রায়াংগাল আমাদেরকে আচমকা এমন এক জায়গায় এনে ফেললো যে পশ্চিমা দেশগুলোর কাছে এখন আমরা ব্যবহার্য রুমাল ... বিদেশিদের সাথে সাথে আছে আমাদের মিজাহেদিন আর তালেবান বাহিনী ।



সে কিছু ফটো দেখালো ৬০ ও ৭০ দশকের আফগানিস্তানের ... আসুন দেখি ...







এটা আরিয়ানা এয়ারলাইন্স ১৯৬০ দশক আফগানি মেয়েরা এয়ারহোস্টেসের কাজ করতো







একটি ক্লাসরুম ( সম্ভবত কোনো ইউনিভার্সিটি ) ১৯৭০ দশক







রাজধানী কাবুল ১৯৬০ দশক







রেডিও কাবুলের কোনো এক অনুস্ঠান ১৯৬০







টেক্সটাইল মিল ১৯৫০







স্কুল যাচ্ছে মেয়েরা ১৯৭০ দশক







ল্যাবরেটরি রিচার্স ১৯৬০ এর দশক







ইউনিভার্সিটি ক্যাম্পাস ১৯৬০







ইউনিভার্সিটি ক্যাম্পাস ১৯৭০





মেটাল ওয়ার্কশপ ১৯৫০



এবার দেখুনতো আজকের আফগানিস্তানের ছবিগুলো দেখে ( একটু ও কি মনকে পিড়া দেয় না)...







আজকের কাবুল...







আজকের কাবুল...











আজকের আফগানিস্হানের নারী







উপরের ছবিতে দেখা যাচ্ছে একটা লাইব্রেরি ধংস্বের পরে তার বইগুলো এভাবেই জড়ো করা হয়েছে পোড়ানোর জন্য ... ১৯৯২ সালের ছবি ।





এই ফটোব্লগ দেখে যদি কেউ যদি ব্যাথিত হোন তবে তার দায়ভার আমার নয় । আমি ও আপনারই মতোন ব্যাথিত ......... মনটা অত্যাধিক খারাপ হওয়াতে সবার সাথে শেয়ার করলাম ...



ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি একটা জাতিকে কোন সর্বনাশের প্রান্তে দাড় করিয়ে তার বাস্তব উদাহরন আমাদের চোখের সামনে ।



একটা সু-সভ্য জাতির এই পরিনতি কি আমাকে আপনাকে একটু ও ভাবাবে না .........????????????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.