নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউলা মনের মানুষকেই বেশি আপন মনে হয়...

বাউলা মন

কি লিখবোরে ভাই আমার মাঝেই আমি নাই............

বাউলা মন › বিস্তারিত পোস্টঃ

আমি যখন মফিজ:((:((:((:((:((

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

কিছুদিন বেকার থাকার পর অনেক চেষ্টা তদ্বিরের পরে একটা চাকরি পেলাম । এরিয়া ম্যানেজার, পোষ্টিং বগুরায় ... কোম্পানির ডিষ্ট্রবিউশান ডিপোর পাশেই থাকার ব্যাবস্হা করা হয়েছে ।



প্রথম দুই দিন ডিলারদের সাথে হাই-হ্যালো করতেই চলে গেলো । তৃতীয়দিন ঘুরেফিরে বেড়ালাম বগুরা ও তার আশে-পাশে ।



সন্ধ্যায় ঘরে ফিরেই শুনলাম , পরেরদিন থেকে লাগাতার ৭২ ঘন্টার হরতাল । সাথে সাথেই মনস্হির করলাম ঢাকায় চলে যাবো ৩ দিনে কোনো কাজই হবে না । রাত ৯টার বাস ষ্টান্ডে পৌছালাম, পৌছে দেখি ঢাকার সব গাড়ি চলে গেছে । শুধুমাত্র একটা কাউন্টারের সামনে অনেক ভীড় । জানতে পারলাম একটা গাড়ি ছেড়ে যাবে , কিন্ত ভাড়া গুনতে হবে ২৫০ টাকা ( তখন সাধারন ভাড়া ছিলো ১৬০ টাকা চেয়ার কোচ) । যেতে হবে তাই বিনা প্রতিবাদে নিজেকে ভাগ্যবান মনে করে ২৫০ টাকাতেই টিকিট নিলাম কিন্তু কোনো সিট নাম্বার ছাড়া ।



গাড়িতে উঠতেই সবচাইতে পিছনে টানা ৬ সিটের একটাতে আমাকে বসিয়ে দেয়া হলো । তখনো নিজেকে ভাগ্যবানই ভাবছিলাম কারন অন্তত সিটে বসে ঢাকা যেতে পারবো ভেবে ।



মিনিট দশেক পরে রাগী রাগী চেহারার একজন এসে বল্লো মফিজ যারা আছেন তারা কোনো রকম ঝামেলা না করে ছাদে উঠে যান ।



এইরে , ১৬০ টাকার টিকেট ২৫০ টাকা কিনেতো আমিইতো বড়ো মফিজ ... মনে মনে প্রস্তুত হচ্ছি ছাদে উঠে যাওয়ার জন্য । তার আগে সাহস করে রাগী চেহারার দাদাকে জিগ্গেস করলাম ' ভাই আমিও কি ছাদে উঠে যাবো ??' চেহারায় রাগী হলেও আদতে উনি নিতান্তই ভদ্রলোক, গম্ভীর হয়ে বললেন ' খাড়ান কইতাছি ' এই বলে কোত্থেকে যেনো ৮/১০ টা প্লাষ্টিকের মোড়া বের করলেন । তার একটা দুইসিটের মাঝখানে পেতে দিয়ে বললেন ' এখানে বসেন ' ।



নিজেকে আরেকবার ভাগ্যবান মনে করে ঘরের জন্য কেনা ২ কেজি বগুরার দই মাথার উপর ব্যাগেজ রাখার যায়গায় রেখে দিয়ে নিশ্চিন্তে মোড়ায় বসে থাকলাম ।



কিছুক্ষন পরেই গাড়ি ছাড়লো ভাগ্যবান আমাকে আর মোড়া ছাড়তে হলোনা ।



সারাদিনের ঘুরাঘুরিতে ক্লান্ত আমি শেষ রাতে মোড়ায় বসেই একটু ঝিমিয়ে নিলাম ।



বাস যখন গাবতলি থামলো , তখন যাত্রীরা বেশির ভাগই ঘুমে । কিছু নেমে গেছে পথিমধ্যে । নামার জন্য প্রস্তুত হয়ে দইয়ের পাতিল নামাতে গিয়েতো মাথায় বারি । আমার কেনা বগুড়ার দই কেউ একজন নিয়ে নেমে গেছে ।X(X(X(X(



এদিক ওদিক তাকিয়ে দেখি আরেক পাতিল দই রাখা আছে একটু সামনেই । সাহস করে ঐটা নিয়েই আমিও নেমে গেলাম.... তারপর নিজেকে মফিজ নামকরন করে রিকসা নিয়ে বাসার পথে রওনা দিলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.