| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেকিন্দ্রীয়লোচন
বিবেক নামক ইন্দ্রিয়ের চোখ (বিবেকিন্দ্রিয়লোচন) দিয়ে চারিদিক দেখার চেষ্টা করছি
আমার যখন ইচ্ছে হল তোমায় ছুঁয়ে দিতে
ঘোর আধারী বর্ষা তখন আসলো কেড়ে নিতে।
যখন আমার ইচ্ছে হল লাল আলোতে দেখবো
হৃদয় ভাঙ্গার বর্ণমালা কেমন করে শিখবো?
আমার যখন ইচ্ছে হল হীম রাতের ছায়া
তখন দেখি হঠাৎ করে আকড়ে থাকার মায়া।
উজাড় করা ভালোবাসার নীল আলোতে রুপ
কেমন করে ইচ্ছে করে থাকতে তোমার চুপ?
নদীর দেশে ঘুরে বেড়াও, পালে লাগে হাওয়া
থমকে থাকে কেমন করে অনেক অনেক চাওয়া?
এইখানেতে বারি ঝরে, বন্যা নামে বুঝি!
হাতড়ে বেড়ায় ছোট্ট দুহাত তোমায় খুঁজি-খুঁজি।
ও দুহাতে হৃদয় আমার, অস্তাচলের নাও
এখন মোরা দুঃখ মানুষ, দুঃখ নদী বাও।
ভিটি ভাঙ্গা নদীর টানে যাচ্ছে দূরে গাঁ
এখন মোরা দুঃখ মানুষ, দুঃখ নদী বা।
১লা মার্চ ২০১৭
©somewhere in net ltd.