নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভূতিভুষন

'একশত বৎসর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে।'

বিভূতিভুষন › বিস্তারিত পোস্টঃ

আহা!কি আনন্দ আকাশে বাতাসে!!!!! :D

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

দীর্ঘ ৫ মাস পর আমি জেনারেল হইলাম অবশেষে।খুশিতে আমার আকাশে উইড়া যাইতে বাতাসে ভাইসা বেড়াইতে মন চাইতেসে :D:D

আহা!কি আনন্দ আকাশে বাতাসে!!!এখন থেকে আমিও সামুর পরিবারের একজন।এমন আনন্দের দিনে কিছু একটা তো লিখা দরকার।আহা! চান্দুর মা তুমি কই গেলা।আজকে তুমি বেঁচে থাকলে কতই না খুশি হইতা। :(( তোমার চান্দুর বাপ আজকে জেনারেল হইসে।আর কয়দিন পর সেফ হইয়া যাবে।

বহুদিন আগে চান্দুর মারে নিয়া একটা কবিতা লিখসিলাম।ঐটা তখন ২ লাইনের ছিলো।এখন দেখি আর ২ লাইন বাড়ামু। ;)



যেদিন প্রথম দেখেছিলাম তোমার ঐ মুখে হাসি

অল্পক্ষণের জন্য মনে হয়েছিল আমি শুধু তোমাকেই ভালোবাসি

মায়াবী ঐ কালো চোখে যখন রেখেছিলাম চোখ

মনে হইসিলো তুমি মরলেও চোখদুটো অমর হোক

তুমি আজ নেই, আমার শূন্য হৃদয় আজ সাহারা মরুভূমি

কতদিন শূন্য থাকবে জানিনা,

তবে চান্দুর মা একজনই থাকবে, সে শুধুই তুমি



উৎসর্গ: চান্দুর মা কে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

*কুনোব্যাঙ* বলেছেন: চান্দুর বাপের জন্য শুভকামনা। হ্যাপ্পি ব্লগিং :D

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

বিভূতিভুষন বলেছেন: অনেক ধন্যবাদ আমার পোষ্টের প্রথম মন্তব্যকারীকে।
অনেক অনেক ভালো থাকুন আপনি :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

টিসেলিম বলেছেন: আমিও আজ ৩মাস ৬দিন পর জেনারেল হলাম

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

বিভূতিভুষন বলেছেন: অভিনন্দন আপনাকে :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১

স্বপনচারিণী বলেছেন: স্বাগতম! টক...... মিষ্টি......তিতা......ঝাল এর ভুবনে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

বিভূতিভুষন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
তবে চান্দুর মা কে মিসাইতেসি খুব :((

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: চান্দুর মা কই গেসে আবার? :| :||

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

বিভূতিভুষন বলেছেন: অন্যের হাত ধরে চলে গেছে দূরে
পারিনা তাকে ভুলে যেতে :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.