নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯



ক্রন্দনরত এক বাবা । সিরিয়ান রিফিউজি । নিজের শহরে বোমবিং হয়েছে । তাই পরিবার নিয়ে আইএসএর চোখ ফাকি দিয়ে বিপদসংকুল ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে এসেছে গ্রীসে । সাগরপথে বোটের ইন্জিন ফুটো হয়ে গেছে । শিপে পানি ঢুকেছে । খাবার শেষ হয়ে গেছে । প্রিয় মেয়ের জ্বর । নাড়ীর ছেড়া টান প্রিয় জন্মভুমি ফেলে চলে এসেছেন । পরিবারসহ জীবিত আসতে পেরে চোখের পানিকে বাধ মানাতে পারেননি । সেই ইমেজ ক্যাপচার করেছেন নিউইয়র্ক টাইমসের ফটোগ্রাফার ড্যানিয়েল ইতের ।

এমন করে এদেশের প্রায় এক কোটি মানুষ একসময় রিফিউজি হয়েছিল ইন্ডিয়াতে । টাইম ম্যাগাজিনের কাভার পেজ হয়েছিল সেই রিফিউজি ক্যাম্পের হাড্ডিসার মানুষ গুলো । সেই স্রোত যেন আজও থামেনা । যশোর রোড ধেয়ে চলে । হতে পারে সেটি গোলার্ধের কোন এক ব্যাসার্ধে । টেকনাফ থেকে ভুল পথে আন্দামান, বা ম্যালয়শিয়া বা ইন্দোনেশিয়া । জীবন সাজাবার রংগিন ঘোড়া কে হাতের মুঠোয় নিয়ে ছুটে চলে ফেনিল জলরাশি । কেউ দিশা পায় কেউ বা হারিয়ে যায় কোন এক গহবরে । কে খবর রাখে । ভাড়ি নিশ্বাস ফেলে প্রিয় মানুষ রা ।

মানুষের অনুসন্ধানী মন একদিকে ছুয়েছে উতকর্ষর চুড়ান্ত সীমা । আর এক দিক ধাবিত হয়েছে সেই সেকেলে অন্ধকারে ।


সুত্র : ডেইলি টেলিগ্রাফ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.