নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০

একবার এক ক্লায়েন্টের কিছু কাগজপত্র ফ্রান্সে পাঠাতে হবে । ফেডেকসে খোজ নিয়া জানলাম দুই পাতার কাগজ ফ্রান্সে পাঠাইতে খরচ হইবে প্রায় ৪২০০ টাকা । তো আমি দেশোপ্রেমে উজ্জিবিত হইয়া উক্ত ক্লায়েন্টস কে বলিলাম ভাই, কাগজপত্র গুলো বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই কম টাকাতে পাঠানো যাবে, সাথে দেশের ও লাভ হবে ।
ক্লায়েন্টস উওরে বললেন - আপনি কি পাগল হলেন ? বিদেশের ডাক দেশের পোষ্ট অফিস দিয়ে পাঠাবেন ? ওরা আমার এই গুরত্বপুর্ন কাগজ হারিয়ে ফেলবে ।
ঘটনার কিছুদিন পর দেখলাম সেই একি ভদ্রলোক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটি টিভি চ্যানেলে দেশপ্রেমের ওয়াজ ফরমাইতেছেন ।

আর একবার এক ক্লায়েন্টস তার নুরজাহান রোডের বাসার ছাদে নিয়ে গিয়ে তার নিজের হাতের লাগানো নানারকম ওষুধী, ফল, ফুলের গাছ দেখালেন । জানালেন তিনি নিজের হাতে কি করে এগুলোর পরিচর্যা করেন । তারপর বললেন তিনি নিজেকে সবসময় পরিচয় দেন কৃষক ওমুক হিসেবে । তার এই কাজ কে তিনি দেখেন দেশাপ্রেম হিসেবে । তার লাগানো গাছ থেকে অকসিজেন বের হচ্ছে । এটা খাটি দেশোপ্রম । আমি সব শুনে ঘাড় নাড়তে থাকলাম । তার নামের সাথে কৃষক মিলিয়ে ফেসবুকে পেজ আছে । আমাকে ঢুকে দেখতে বললেন । লাইক দিতে বললেন । দুই বা তিনদিন পর তার বাসায় আবার যাচ্ছি । নীচে বাইক রাখবার সময় একজন সালাম দিল । পরনে ঢিলেঢালা শার্ট প্যান্ট ঘাড়ে গামছা হাতে নিড়ানী, শাবল, দা আর ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগে মাটি । আমি ওয়ালইকুম সালাম দিয়ে বল্লাম চিনতে পারলাম না ।

ঢিলেঢালা প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক বললেন আপনি ওমুক স্যারের বাসায় যাচ্ছেন ? বল্লাম হ্যা ? আমি স্যারের বাসার বাগানের কাজ করি । সব গাছ আমার লাগানো । আমি যত্ন নেই মাসিক টাকার বিনিময়ে । পরে পকেট থেকে কার্ড বের করে দিয়ে বললেন স্যার যদি আপনার বা কারও লাগে আমাকে জানাতে পারেন । ঢাকা শহরের সব এলাকাতে আমার কাস্টমার আছে । আমি যার কাছে গিয়েছি তার ছাদ বাগানের গাছের অকসিজেন, দেশোপ্রেম, কৃষক ওমুক ফেসবুক পেজ এতখনে সব পরিস্কার হল । সাথে মনে পড়ল নুরজাহান রোডের পেছনের বাশবাড়ির জসিমের কথা । ভদ্রছেলে ছিল । গাজা বেচত । পেশার কথা কেউ জিগ্যেস করলে বলত পেশা আর কি? গান্জা বেচি এ্ইটাই পেশা । অনেকদিন জসিমের সাথে দেখা হয়না খবর জানা হয়না । ব্যবসা কি করতে পারতেছে না জেলে কে জানে ?

তো, ২০১০ সালে এমন দেশোপ্রেমে উজ্জিবিত হইয়া আমার লালমাটিয়ার ডি ব্লকের বাসার সামনের রাস্তার নীচের গ্যাসের লাইনের বুদবুদ দেখিয়া ফোন করেছিলাম লালামটিয়ার গ্যাসের অফিসকে । ফোন অপারেটর উওরে জানাল আপনার মত এমন বহুজনের ফোনকল সারাদিনে রিসিভ করিয়াছি । সেই রিসিভ ফোনকলের অগ্রাধিকার সিরিয়াল অনুয়ায়ী আপনার বাসার সামনে যাওয়া হইবেক । এত উতালা হওয়ার কিছু নাই । পরবর্তী প্রায় দেড় দু বছর আর, উতালা হইনি । বারান্দায় দাড়িয়ে নিয়মিত দেখেছি । পুরানা কথা হঠাৎ মনে পড়ল ।

এটার সাথে কোন এসির (বিশেষগ্য) স্যাটেলাইট কানেকশন দিয়ে আবার নারায়নগন্জের মসজিদের সাথে মেলাবেন না ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

দারাশিকো বলেছেন: ভন্ডামির গল্প আরও কত যে শুনবো! সরকারী ইউটিলিটি সেবা নিয়ে কথা বলেও বা কি হবে জানি না। এই সমস্ত জায়গা আগপাশতলা চোর-ছ্যাচোড়ে ভর্তি। মৌলিক সেবা পাওয়া আমাদের অধিকার, সেটাও কিনতে হয় ঘুষ দিয়ে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর লিখেছেন ।

আবুল মনসুর আহমদ কিংবা সৈয়দ মুজতবা আলীর কথা মনে পড়ে গেল।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮

জাহিদ হাসান বলেছেন:

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আসল মানুষ নেই।
খাটি মানুষ নেই।
মহৎ মানুষ নেই।
ভালো মানুষ নেই।
নিরপেক্ষ মানুষ নেই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮

ইলি বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৭

আমি সাজিদ বলেছেন: যা শুনেন, যা ভাবেন, যা দেখেন তাই লিখেছেন। সত্যটাই তুলে ধরেছেন, ধন্যবাদ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৩

পদ্মপুকুর বলেছেন: শাহ মোহাম্মদ আবজেল, কবজেল আর হনলুলু পোস্টকে মিস করলাম এই পোস্টে।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৬

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: সবাই কে অনেক ধন্যবাদ লেখা পড়বার জন্য । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে । সবার জন্য শুবকামনা ।

১০| ২২ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০১

কবিতা ক্থ্য বলেছেন: আমি- কৃষক- কবিতা বলছি।

ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.