নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি সত্য নয়,শুধু কল্পনায়,মিথ্যের ঘুড়ি আমরাই উড়াই

যেখানেই গরল সেখানেই ধ্বংসলীলা

বিষাদ বর্ণন

আর চুপ থাকা গেল না

বিষাদ বর্ণন › বিস্তারিত পোস্টঃ

মতিঝিল ট্রাজেডি!! এইবার মাইর খাইলো পুলিশ

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮



এই সেই মতিঝিল যেখানে গত বছর এক পুলিশ অফিসার শিবিরের এক সদস্যকে ফ্লোরে ফেলে পায়ের বুট দিয়ে গলা চেপে ধরেছিল। আর সেই মতিঝিলেই এবার শিবির সদস্যরা একাধিক পুলিশকে কোনায় ফেলে বাঁশ, ময়লার ঝুড়ি, লাঠি, ঢিল নিয়ে আক্রমণ করে নাস্তানুবাদ করে ছাড়ে। প্রমান হলো আরেকবার, "প্রত্যেক পাপের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।" B-)





বি: দ্র: আওয়ামী চুশিলরা পোষ্টের ১০০ হাত দূরে থাকুন

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: জামাত শিবির যারা করে তারা কাফির, মুরতাদ , ভণ্ড

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

বিষাদ বর্ণন বলেছেন: কস্কিরে মমিন,
যুগান্তকারী পদক্ষেপের যুগান্তকারী মন্তব্য,
তা দাদা জামায়াত শিবিরের সব খারাপ ঠিকাছে কিন্তু আপনার সোনার ছাওয়ালদের মতো পরহেজগার(টেন্ডারবাজী) , চরিত্রবান (ধর্ষক), দায়িত্বশীল (দখলবাজ) লোকের কাজেকর্মে তো গর্বে হাগু চইলা আসে,
খাড়ান হাইগা আসি

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

নাযীর আহমদ বলেছেন: ইহা আবারো প্রমানিত হইলো যে- ফুলিশ ভাইরা শিবির এর কাছে অসহায় :) :D B-) ;) :((

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

বিষাদ বর্ণন বলেছেন: ফুলিশ ভাইরা ফুড়াই নাস্তানাবুদ ;)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

হামিম ঢাকা বলেছেন:

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

বিষাদ বর্ণন বলেছেন: B-) B-) B-)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

মুহাম্মদ ফয়সল বলেছেন: আমরা কত নির্লজ্জ! ছি: ছি: ছি:

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

বিষাদ বর্ণন বলেছেন: হুম সেইটাই

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ছাত্রলীগ-শিবির মুদ্রার এপিঠ-ওপিঠ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

বিষাদ বর্ণন বলেছেন: B:-/

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

শয়ন কুমার বলেছেন: আপনাদের কি লজ্জা শরম নাই ।
অন্ধভাবে চলেন নেতাদের পেছনে। নিজেদের আরবদর-রাজাকার বাহিনীর কেন্দ্রীয় লিডারদের জন্য মাঠে নামতে আপনাদের কি লজ্জা শরম লাগে না !!!!! শিবির যে আজকা পাবলিকের গাড়ি ভাঙলো এই ব্যাপারে কিছু বলবেন না ।
পাবলিকের গাড়ি ক্যান ভাঙ্গা হয় ......ওরা তো দলবাজী করে না.........পাবলিক রাস্তায় নামে জীবিকার উদ্দেশ্য......অরাজনৈতিক পাবলিকের গাড়ি ক্যান ভাঙ্গা হয় ..???????????

পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়, এটা আর নতুন করে বলার দরকার নাই। আপনি যে দলই করেন না কেন এটা না মানার কোন কারন আছে বলেও মনেকরি না।
বাংলাদেশের পুলিশের প্রধান মূলত স্বরাষ্টমন্ত্রী, তিনিই তাদের ব্যবহার করেন। এক সময় স্বরাষ্টমন্ত্রী ছিলেন নাসিম। ক্ষমতার পালা বদলের পরই আমরা দেখলাম, যে নাসিম কিছুদিন আগে পুলিশের হর্তাকর্তা ছিলেন। তাকেই পিটিয়ে মাথা পাটিয়ে দিয়েছিল এই পুলিশ। আবার বাবরের কথা বলি, তিনি পুলিশকে প্রায় সব কাজে ব্যবহার করেন। বিরোধীদলকে পেটাতে তিনি কম করেননি। এবার তাকে রিমান্ডেতে যা করারা তা কিন্তু এ পুলিশই করতেছে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

শয়ন কুমার বলেছেন: আপনাদের কি লজ্জা শরম নাই ।
অন্ধভাবে চলেন নেতাদের পেছনে। নিজেদের আরবদর-রাজাকার বাহিনীর কেন্দ্রীয় লিডারদের জন্য মাঠে নামতে আপনাদের কি লজ্জা শরম লাগে না !!!!! শিবির যে আজকা পাবলিকের গাড়ি ভাঙলো এই ব্যাপারে কিছু বলবেন না ।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল আজকের ধৃত লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।।হানাদার বাহিনী আর তার এদেশীয় দোষরেরা শুধু রণক্ষেত্রেই তাদের সশস্ত্র তৎপরতা সীমিত রাখেনি। তারা নির্বিচারে যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন নিরীহ, নিরপরাধ নিরস্ত্র বেসামরিক নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে। ধৃত জামাত নেতারা ৭১ এ গণহত্যাকারী রাজাকার বাহিনীর লিডার রূপে কাজ করেছে ,যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

শার্লক বলেছেন: আহারে পুলিশ বেচারারা বারবার বলি হয়। তবে মনে শুধু বিশেষ জেলার পুলিশগুলিই মনে বেশি মাইর খায়।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

এ. কে. এম. শফিউল আলম বলেছেন: "প্রত্যেক পাপের সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে।"

এইর লাইগা ই তো দেখি বড় আলীম মওলানারা জেল হাজতে। হেতেরা কোন পাপের সমান ও বিপরীত প্রতিক্রিয়া এর কবলে পড়েছেন

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

শয়ন কুমার বলেছেন: এ. কে. এম. শফিউল আলম বলেছেন: "প্রত্যেক পাপের সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে।"

এইর লাইগা ই তো দেখি বড় আলীম মওলানারা জেল হাজতে। হেতেরা কোন পাপের সমান ও বিপরীত প্রতিক্রিয়া এর কবলে পড়েছেন B-)B-)B-)

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

মনির ফকির বলেছেন: যুগান্তকারী পদক্ষরে পাছায় ছেপ দিয়া মতিঝিল ছাইরা দিতে মুন চায়.।।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

সহীদুল হক মানিক বলেছেন: ছাত্রলীগ-শিবির মুদ্রার এপিঠ-ওপিঠ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.