নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ছিলাম টেম্পুর ভেতর। কাজীর দেউড়ি আসতেই একটা বিস্ফোরণের আওয়াজ হলো। সবাই ভাবলো সামনের টেম্পুর চাকা ফেটে গিয়েছে। কিন্তু হঠাৎ ধোঁয়া বের হলো। পরপর আরো ২ টি বিকট আওয়াজ। এবার সবাই বুঝলো এগুলো ককটেলের আওয়াজ। হাউ মাউ করে সবাই টেম্পু থেকে বের হয়ে গেল। আল্লাহ বাঁচিয়েছে সবাইকে। সম্ভবত উপর থেকে ফেলা হয়েছিল। কারণ, রাস্তায় কাউকে ছুঁড়ে মারতে কেউ দেখেনি। যদি ককটেল টেম্পুর ভেতর পড়তো তাহলে আমার সহ অনেকের চোখ, মুখ, হাত, পা আহত কিংবা প্রাণহানিও হতে পারতো। বার বার মনে পড়ছিল ২ দিন আগের আগ্রাবাদের সেই পথচারীর কথা যার পা ককটেলের আঘাতে আহত হয়েছে। আল্লাহর কাছে লাখো, কোটি শুকরিয়া যে এত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। আর লানত তাদের উপর যারা নিজেদের দাবী আদায়ের জন্য ইসলামের নামে সাধারণ মানুষের উপর আক্রমণ করে। জানমালের ক্ষতি করে। নিশ্চিতভাবে আল্লাহ এদের শাস্তি দিবেন।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০
এ জাফর বলেছেন: আল্লাহ সকল জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন
৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: হরতালে টেম্পুতে না চলাই ভাল?
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বের তো হতে চাই না। কিন্তু কাজ থাকলে কী করা।
৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
স্বপ্নসমুদ্র বলেছেন: আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। কিন্তু ওরা যে ককটেল সোয়াব থেকে বঞ্চিত হলো। তার কি হবে? কি পদের নেতা যারা কর্মীদের সাপোর্ট দেয় পথে ঘাটে মানুষের পায়ে চোখে বোমা ফাটাইতে। মরুক এগুলা।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ যেন ককটেল সওয়াব তাদের প্রিয়জনের উপর প্রয়োগ করে। তাহলে তারা বুঝবে সাধারণ মানুষকে কী কষ্ট তারা দিচ্ছে।
৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
হিংস্র ঈগল বলেছেন: িঙ্ক শেয়ার দিতে পারছি না। আমার ব্লগে একবার ঘুরে আসুন। জামাত-শিবির যে আসলেই ৭১ এ পাকিদের জন্য লড়েছিল তা প্রমান সহ দিয়েছি।
৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
rafiq buet বলেছেন: এ জাফর বলেছেন: আল্লাহ সকল জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন।
৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫
আরিফ রুবেল বলেছেন: যত দূর জানি রমজান মাস হচ্ছে নিষিদ্ধ মাস। এই মাসেও তারা তাদের যুদ্ধাপরাধী নেতাদের মুক্তির জন্য যে দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতায় লিপ্ত হল সে ব্যাপারে ইসলামের আলেম ওলামাদের বক্তব্য জানতে মন চায়। দাঙ্গা ফ্যাসাদে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ কে দেবে এই প্রশ্নটারও জবাব জানতে আগ্রহী।
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা জবাব দিবে এই মাসে ইসলামের অনেক যুদ্ধ হয়েছে। তারা এভাবে টেনে আনবে মনে হয় যেন, আল্লাহর রাসুল (সাঃ)-এর যুদ্ধ আর জামায়াতের নেতাদের মুক্তির আন্দোলন একই জিনিস! আন্দোলনে আমার কোন আপত্তি নাই, কিন্তু নিরীহ মানুষ কেন এর স্বীকার হবে? এটা কোন ইসলাম?
৮| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: what a joke! রথযাত্রার কারণে হরতাল ২ ঘন্টার জন্য শিথিল।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সাদা রং- বলেছেন: যাক ভাই সাবধানে চলাচল করবেন।