নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. টিভি টক শো-তে বেশির ভাগ বুদ্ধিজীবিই এ ব্যপারে একমত যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই মুহূর্তে ঘোষণা দেন তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন না, তাহলে চলমান সংকট কেটে যাবে। বি এন পি-ও নির্বাচনে যাবে। তাহলে সকল বুদ্ধিজীবি যদি এক সাথে একটি বিবৃতি দেন আর তা প্রধানমন্ত্রী সমীপে প্রেরণ করা হয় তাহলে উনি হয়তো ক্ষমতা ছেড়ে দিতে পারেন।
২. যে সকল সম্পাদকরা একই মত পোষণ করেন যে, শেখ হাসিনার প্রস্থানই সমাধান। তারা একযোগে একই দিনে একই শিরোনামে লিড নিউজ ছাপাতে পারেন যে, ‘শেখ হাসিনা প্লিজ সরে দাঁড়ান’।
৩. আওয়ামী লীগ সমর্থক বাদে সবাই চায় শেখ হাসিনার পদত্যাগ। তাহলে সবাই যদি একই দিন একই দাবী নিয়ে টি-শার্ট, বেন্ডেনা, ব্যাজ, ক্যাপ, পতাকা নিয়ে দিনব্যাপী কর্মসূচী হাতে নেয় তখন হয়তো উনার শুভবুদ্ধির উদয় হবে। ফান্ড দিবে বিরোধী দল।
উনি যদি বিবেকবান হন, তাহলে আশা করা যায় এই জ্বালাও পোড়াও, ভাংচুর, হরতাল, অবরোধ, অসহযোগ ছাড়াই উনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। চক্ষুলজ্জা সবারই আছে।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি গতকালকেই কামাল হোসেনকে নিয়ে অনেক কথা বললেন। অথচ তিনি নাকি নিরপেক্ষ থাকবেন!
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
আমি কবি নই বলেছেন: সহমত। আর জালাও পোড়াও চাইনা।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু হতে হবে এক যোগে। বি এন পি’র বাইরে যেন জনগণ সেটাতে অংশ নেয় আর বলে say no to hasina
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতের প্রবল বাধায় কোন আলোচনায় বা নিগোসিয়েশনে যেতে পারছে না অথর্ব বিএনপি!
বর্তমান বাস্তবতায় নিগোসিয়েশনের মাধ্যমে একটি সুষ্ঠ গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব ছিল, এখনো সম্ভব।
অন্তরবর্তিকালিন সরকারে থাকতো উভয় দলের সমান সংখক মন্ত্রী।
নিগোসিয়েশনের মাধ্যমে হাসিনা সরে যেতেন অবস্যই।
অন্তরবর্তিকালিন সরকারের প্রধান হতেন রাষ্ট্রপতি বা স্পিকার বা অন্য একজন।
(এই অফার মজিনার বাসভবনে ডিপুটি সেক্রেটারি অব স্টেট নিশা দেশাই এর উপস্থিতিতে দেয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিল আম্লিগ ও বিম্পি-জামাতের ১০ জন নেতা)
জামাতের হাইকমান্ডের চাপে বিএনপি এই অতিগুরুত্বপুর্ন অফারও প্রত্যাক্ষান করে।
Click This Link
Click This Link
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি পুরোপুরি নিশ্চিত না হয়ে অন্তর্বর্তী সরকারে যেতে চায়নি। কারণ, গিয়ে আবার ফেরত আসলে জনগণ ভুল বার্তা পেত। কিন্তু আসলে গিয়ে হাসিনাকে টেস্ট করা উচিত ছিল।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
এই আমি সেই আমি বলেছেন: কুকুর লেজ কে নয় লেজই কুকুরকে নাড়াচ্ছে । বিএনপি জামাতকে নয় জামাতই বিএনপিকে চালচ্ছে , তাই কোণ সমাধান আসছে না ।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের রাজনীতিতে এটা করা ছাড়া উপায় কি? স্বার্থের জন্য থুথ-কে গ্রহণ করতেও কারো ঘৃণা লাগে না। আর জামায়াত ভোট তো বি এনপি’র জন্য বিরাট ফ্যাক্টর সেটাও মাথায় রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
puronodin বলেছেন: হাসিনা সহজে ক্ষমতা ছাড়বে না....যে যতই বলুক বা করুক....ওনার চক্ষুলজ্জা নাই....
বিদেশীদের চাপ লাগবে...আমাদের কারো কথা উনি শুনবেন না..."ডিজিটাল-বাকশাল" কায়েম হবে দেশে...আর জনগন এবং দেশের বারোটা বাজবে.....এতে ওনার কিছু আসবে-যাবে না....