নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

নেতার মুখে একী ভাষা!

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১৬

মাশরাফিকে সবাই খুব ‍ভালো ‍অধিনায়ক বলে। এমনকি তার প্রশংসা এখন সারা ক্রিকেট দুনিয়ায়। কিন্তু সেই মাশরাফির মুখটা ইদানিং একটু বেশী কর্শ দেখা যাচ্ছে। সেদিন শেষ ম্যাচে একটি ওভারে লিটন দাশ ক্যাচ এর আবেদন করতে দেরি করাতে মাশরাফি বলছিল, “আপিল কর্ মা..দ।” এর আগে বিশ্বকাপে দেখেছিলাম মাশরাফিকে তাসকিন এর সাথে রাগারাগি করে বিশ্রীভাবে হাত মুঠ করে অঙ্গভঙ্গি করতে। সাকিবের মত প্লেয়ার উইকেট পেলেই গালাগালি করে। প্রায় সময়ই উইকেট পেলে মাশরাফি, সাকিব, রুবেল, সানি বা অন্য বোলারদের দেখা যায় ‘বাইন..দ’, ‘’মা..দ’ এসব গালি দিয়ে উদযাপন করে। এ ধরনের স্টাইল ইন্ডিয়া থেকে এসেছে। আমাদের খেলোয়াড়দের এসব আচরণ দর্ক হিসেবে আমাদের খুব আহত করে। এই ব্যপারটা নিয়ে বিসিবি থেকে উদ্যোগ নেয়া দরকার। বিপক্ষ দলের প্লেয়ারদের এভাবে কটু ভাষায় গালাগালি করলে আমাদের কেও অন্যরা গালাগালি করবে। গালাগালি করাটা আমাদের সংস্কৃতির সাথেও যায় না। আর সিনিয়র রাও যেন জুনিয়রদের আপন করার নামে এভাবে গালি দিয়ে কথা না বলে সেটাও দেখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.