নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

যেভাবে একজন ভালো স্ত্রী একজন ভালো স্বামীর সাথে ঝগড়া শুরু করে

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

স্বামী বেকার। চাকুরি খুঁজছে। আপাতত স্ত্রী তার মার কাছে আছে। প্রতিদিন ফোনে কথা হয়। স্ত্রী দুনিয়াদারি সম্পর্কে এতটা অভিজ্ঞ নয়। সংসার ছাড়া বাইরের দুনিয়া সম্পর্কে তেমন অবগত নয়।
একদিনের কথোপকথন ঃ
......
.....
স্ত্রী : তুমি খালি চাকুরির আশায় বসে আছো কেন? তুমি ব্যবসা করতে পারো না?
স্বামী : আমার ব্যবসা ভাগ্য নাই।
স্ত্রী : সবাই করছে না?
স্বামী : আমি করেছি। কয়েকটা ব্যবসাতেই লস হইছে।
স্ত্রী : সব সময় কি লস হবে নাকি? লাভও হতে পারে।
স্বামী : ব্যবসা করতে বাংলাদেশে অভিজ্ঞতা লাগে। আর তাছাড়া কী ব্যবসা করবো?
স্ত্রী : কেন কাপড়ের ব্যবসা করবে। সবাই জামা কিনবে।
স্বামী : আরে, যে কোন ব্যবসা যে কোন জায়গায় করা যায় না।
স্ত্রী : কেন চেষ্টা করতে দোষ কি?
স্বামী : ব্যবসা করতে অনেক টাকা লাগে। দোকান নেয়া, সাজানো, মাল তোলা অনেক টাকা। কোথায় টাকা পাবো?
স্ত্রী : কেন তোমার ভাই দিবে? ওর তো অনেক টাকা।
স্বামী : ১০-১৫ লাখ টাকা লাগবে। এত টাকা ও কেন দিবে? ওর নিজের সংসার আছে না?
স্ত্রী : ওর বউ তো চাকুরি করে। ওদের তো অনেক টাকা।
স্বামী : এত টাকা থাকলে ওরা ফ্ল্যাট কিনবে। টাকা ফেলে রাখবে না।
স্ত্রী : কেন তোমার ভাই তোমাকে টাকা ধার দিবে না? পরে আস্তে আস্তে শোধ করে দিবে
স্বামী : আরে বোকা, তুমি বুঝতে পারছো না। কেউ কাউকে এত টাকা ধার দিবে না। তুমি ব্যপারটা নিয়ে কারো সাথে আলাপ কর। দেখ ও কী বলে তোমাকে।
স্ত্রী : হ্যাঁ। আমি আমার ভাবীর সাথে আলাপ করেছি। ভাবীও বলেছে , তোমার ভাই তো চাইলেই তোমাকে ব্যবসার জন্য টাকা ধার দিতে পারে।
স্বামী : তুমি এক পাগল, তোমার ভাবী এক পাগল।
স্ত্রী : ও, ভালো কথা বললে আমি পাগল।
স্বামী : আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না।
স্ত্রী : কেন? আমি আবার কী দোষ করলাম?
স্বামী : আমি এখন রাখবো
স্ত্রী : উচিত কথা বললে গা জ্বলে না? এত বিরক্ত লাগলে ফোন কর কেন? আর ফোন করা লাগবে না। আমার খবর , তোমার মেয়ের খবর নেয়া লাগবে না।.........
.........
..........

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২

চলন বিল বলেছেন: আপনার এমনটাই হইছে নাকি?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি! :D

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখ মিশ্রিত আনন্দ পেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.