নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আজ হজ্জ্ব নয়, আরাফাহ দিবস

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

এর আগেও লিখেছিলাম এই বিষয়ে। হয়তো অনেকেই জানেন। আবার অনেকেই নতুন পাঠক হওয়াতে তাদের জ্ঞাতার্থে জানানো।
আজকের মিডিয়া, পত্রিকাগুলোতে একটাই শিরোনাম - আজ পবিত্র হ্জ্জ্ব। এমনকি জামায়াতের পত্রিকা দৈনিক সংগাম আর নয়া দিগন্তর-ও শিরোনাম - আজ পবিত্র হ্জ্জ্ব। টিভি চ্যানেলগুলোতেও একই কথা। অথচ হ্জ্জ্ব একদিনের নয়। হজ্জ্ব শুরু হয় মিনায় প্রবেশের মধ্য দিয়ে, তারপর, আরাফাহ অবস্থান, মুজদালিফায় রাত্রি যাপন, শয়তানকে পাথর মারা, কোরবানি, তাওয়াফ - এর মধ্য দিয়ে শেষ হয়। নিয়তের ভেদে অনেকের কোরবানি দিতে হয় না । তবে বাকীগুলো পালন করতেই হবে। হজ্জ্ব একদিনের হবে না, হয় না। আমাদের মিডিয়াগুলো এত এত জটিল বিষয়ে রিপোর্ট করে, এত এত জানে অথচ প্রতি বছর এই ভুলটা করে। এক দিন আগেই তারা রিপোর্ট করেছিল, হজ্জ্বের মূল আনুষ্ঠানিকতা শুরু(মিনা) আর আরাফাহ দিবস এলেই তারা একযোগে বলে, "আজ পবিত্র হ্জ্জ!"
সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.