নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. তখন ছিল শুধু বিটিভি। সাথে ছিল লোড শেডিং। বেশীর ভাগ মানুষের একটা কমন সমস্যা হতো তখন। নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠান শুরু হতেই বা কয়েক মিনিটের মধ্যেই কারেন্ট চলে যেত। এবার অপেক্ষা কারেন্ট আসার। আর বার বার ঘড়ি দেখা। কারেন্ট এখন এলেও কিছু দেখা যেত – এরকম কামনা করা। কিন্তু কারেন্ট আসতো না। তখন কারেন্ট আসলেই রাস্তা, বাসায় হাত তালির আওয়াজ পাওয়া যেত। কারেন্ট আসার সাথে সাথেই দৌড় টিভির রুমে। গিয়ে দেখা যেত, নাটক/অনুষ্ঠান শেষে নাম উঠছে। চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, প্রযোজনা।
২. ৩/৪ বছর আগে একটা মুভি দেখছিলাম টিভিতে কোন একটা চ্যানেলে। নাম – The Cable guy, জিম ক্যারির। ছবিতে শেষের দিকের একটা দৃশ্যে দেখা যায়, আমেরিকার টিভি দর্শকরা একটা আলোচিত রায় নিয়ে খবর দেখছিল। একটু পর রায় দেয়া হবে। আর তখন জিম ক্যারি আত্মহত্যা করছিল। তিনি উপর থেকে লাফ দিয়েছিল একটা বড় ডিশের উপর যেটা শহরের ঘরগুলোতে চ্যানেলের লাইন নিয়ন্ত্রণ করতো। রায় ঘোষণা হবে এমন সময় জিম ডিশের উপর পড়াতে লাইন সমস্যার কারণে সিগনাল চলে যায়। টিভি তে ঝিঁ ঝিঁ! শহরের কেউ আর রায় শুনতে পারে না। আর ঠিক তখনই আমার ঘরেও কারেন্ট চলে যায়। আমিও শেষ পর্যন্ত কাহিনী কী হয় জানতে পারিনি। কাকতালীয়ই বটে! কিছুদিন পর অবশ্য আবার দেখালে আমি ছবির শেষ দৃশ্য দেখি।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
প্রামানিক বলেছেন: সুন্দর বাস্তব উল্লেখ করেছেন। ধন্যবাদ