নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিয়েতে যে কাজগুলো আমি করতে চাইনি....

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

আমি চেয়েছিলাম আমার বিয়েতে কিছু ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে। সচরাচর সবাই যেটা করে সেটা না করতে। প্রধান যে তিনটি কাজ না করতে চেয়েছিলাম আমি তা হলো –

১. দেনমোহর - ইসলামে দেনমোহর বিয়ের আগেই পরিশোধ করতে বলা হয়েছে। আমাদের দেশে যেটা হয় বেশী করে লিখে আর সামান্য কিছু উসুল দেখিয়ে বাকী টাকার জন্য বাসর রাতে মাফ চেয়ে নেয়! আমি চেয়েছিলাম এই ধারা ভাঙতে। কম(৫০ হাজার/১ লাখ) লিখে সেই টাকা পরিশোধ করতে চেয়েছিলাম। কিন্তু কনে পক্ষের মুরুব্বীরা মানেনি। তাই গতানুগতিক ধারায় বেশী লিখে কম উসুল দেখিয়ে বিয়ে করতে হয়েছে। তবে বাসর ‍রাতে মাফ চাইনি!

২. বিয়ের সাজ - শেরওয়ানি, চোস্ত পাজামা, পাগড়ি পরতে আমার ভালো লাগে না। আমি চেয়েছিলাম কমপ্লিট স্যুট পরে বিয়েতে যেতে। কিন্তু এবারও মুরুব্বীদের জন্য পারলাম না। শেরওয়ানি, পাগড়ি পরেই বিয়েতে যেতে হলো।

৩. মালা বদল - আমি বিয়েতে সবার মত মালা বদল করতে চাইনি। আমার কাছে এটা একটা ভিন্ন ধর্মের আচার যার সাথে ইসলামের কোন নির্দেশনা নেই। হিন্দু ধর্মে তো মালা বদল হলেই বিয়ে হয়ে যায়! যথারীতি বিয়ে পড়ানোর পর বউকে আমার পাশে এনে বসানো হলো। শ্যালিকারা এবং ভিডিও ক্যামেরাম্যান আমাকে বললো, মালা পরিয়ে দেন। আমি বললাম, আমি পরাবো না। ক্যামেরাম্যান আর শ্যালিকারা আবার অনুরোধ করলো। সবাই তাকিয়ে আছে। আমি মালা বউর সামনে রেখে বললাম, এটার কোন নিয়ম নাই। পরে এক শ্যালিকা আমার বউর গলায় মালা পরিয়ে দিল। এইটাতে সফল হলাম! যাক, অন্তত একটা অনৈসলামিক কাজ থেকে বিরত থাকলাম।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহারে === !

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সাদী ফেরদৌস বলেছেন: যারা বি এন পি করেন তারা কি একে একে বিয়ে করছেন নাকি :) :) :) এছাড়া কিই বা করার আছে ।

যাই হোক , জনাব তালগাছ , শুভকামনা ভ্রাতা ।অনিঃশেষ শুভকামনা ।

আপনার লোক দেখানো ন্যাকামি না দেখানোটা বেশ ভালো লেগেছে ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

িবর্ন জামান বলেছেন: দাদা মালা বদল এটা একটা ভিন্ন ধর্মের আচার তা কমপ্লিট স্যুট পরা কি ???
আচার যাই হোক তাতে বাঙ্গালিয়ানা আছে কিনা সেটা মুখ্য ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

শাহাদাত হোসেন বলেছেন: আমিও বিয়া করার সময় প্রচলিত ধারা বাহিরে গিয়ে করবো দোয়া করিয়েন

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

blackant বলেছেন: ভাই বিয়ে করেছেন , অভিনন্দন । সামুতে এক্টা দাওয়াত পোস্ট দিলেন না । নাকি সেটি ও নিয়ম বহির্ভূত বলে করেননি ? :P :P

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

শায়মা বলেছেন: আহারে ভাইয়া। বিয়েটাও শান্তিতে করতে পারলে না । যাইহোক এখন বাকী জীবন সুখে শান্তিতে কাটাও ভাইয়ামনি! :) তবে সাবধান ভাবীর সব কথায় আবার যেন না না করে বাগড়া দিওনা তাহা হইলে গৃহশান্তি বিনষ্টের সম্ভাবনা সমুহ! :(



:P

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥ সাদী - আমি তো ’আওয়ামী লীগ না আসা পর্যন্ত গরুর গোশত খাবো না’- টাইপের সমর্থক না যে বি এন পি ক্ষমতায় না আসা পর্যন্ত বিয়ে ঠেকিয়ে রাখবো। বিয়ে করেছি ২০১৩-তে।

৥জামান - আসলে মালা বদলটা আমাদের দেশে কপি করে হিন্দি সিনেমা দেখে। তাই এটা আমার কাছে বিরক্ত লাগতো। আর এটাকে একটা রীতি বানিয়ে ফেলেছে সবাই! মুসলিম বিয়েতে কোন ড্রেস কোড নেই। ধন্যবাদ।

৥শাহাদাত- শুভকামনা

@blackant - বিয়ে করেছি আড়াই বছর আগে।



৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥শায়মা - সুখ, দুঃখ, ঝগড়া করে এখনো ভালো আছি।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, বিয়ে করেছেন; আপনারা সুখী হোন

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

দধীচি বলেছেন: আপনাদের জন্য শুভকামনা থাকল

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

রাজীব বলেছেন: দেন মোহরটা আসলে ভার্চুয়াল বানিয়ে ফেলিছি আমরা। ইসলামী নিয়ম মানা উচিৎ।

বাকী ২টি মাইনর।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

কাজী! বলেছেন: বিয়ের জন্য অভিনন্দন।
কিন্তু আপনি বলছিলেন দেন মোহরের জন্য মাপ চাননি।
তাহলে কিভাবে কি হল?

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

সমূদ্র সফেন বলেছেন: জয় হোক, আপনার শ্যালিকা সহ নাম না জানা অসংখ্য মুরুব্বীদের । থাকলে ক্ষতি কি ভাই ?এমন আনন্দঘন ছেলেমানুষি নির্দোষ বিবাহ সম্পৃক্ত রীতি নীতি । এসব বিয়েতে ব্যাঞ্জনের মত কাজ করে, কত ভাগ্যের ফলে না জানি .।.।.।।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥ কাজী - বলেছিলাম যে, বাকী টাকা শোধ করবো। এটার অনুমতি আছে।

৥সমুদ্র সফেন - সব কিছু নির্দোষ নয়। অন্য ধর্মের সাথে মিল আছে এরকম কিছু করতে মানা আছে ইসলামে। তাই মালা বদল করিনি।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

আজাদ মোল্লা বলেছেন: দুঃখের কথা ,
আপনার ইচ্ছায় সফল হতে পারলেন না ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

তামান্না তাবাসসুম বলেছেন: আহারে, আমারো মনে হয় বিয়েতে এত্ত এত্ত টাকার আয়োজন না করে শুধু নিকটজন দের নিয়ে করার। আর সেই টাকা সেভিংস টা দম্পতির জন্যই ভাল। এই কথা বদলায় কাল কিপ্টা উপাধিলাভ করেছি। :(
আসলে সামাজিকতা মানতে গিয়ে আমাদের নিজের অনেক ইচ্ছাকেই বলি দিতে হয় প্রতিনিয়ত।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

রক্তিম দিগন্ত বলেছেন: শায়মা বলেছেন: আহারে ভাইয়া। বিয়েটাও শান্তিতে করতে পারলে না । যাইহোক এখন বাকী জীবন সুখে শান্তিতে কাটাও ভাইয়ামনি! :) তবে সাবধান ভাবীর সব কথায় আবার যেন না না করে বাগড়া দিওনা তাহা হইলে গৃহশান্তি বিনষ্টের সম্ভাবনা সমুহ! :(

যাই হোক ভাই, শুভেচ্ছা!!!! বিয়ের দাওয়াত টাওয়াত দিলে বা আগে ভাগে জানাইলে ঠিকই আপনার ইচ্ছা পূরণ হইতো।
[হয় নাই তো কী হইছে - এখন ঐডা লইয়া দুক্ষু করার চেয়ে মজা করেন। ;) ]

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥ তামান্না - বুদ্ধিমান কিছু পরিবার এটাই করছে আজকাল। প্রথমে ১৫/২০ জন গিয়ে বিয়ে পড়িয়ে নেয়। পরে অনুষ্ঠান করবে বলে আর কখনোই করে না। দুই পক্ষই রাজি থাকে। বিয়ের ‍দাওয়াত না পেয়ে আত্মীয় স্বজন ২/৩ দিন সমালোচনা করে তারপর সব স্বাভাবিক! টাকা সেভ!

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

বাংলার ফেসবুক বলেছেন: আপনার ইচ্ছা এই সমাজের মানুষ গুলি বুঝলো না। ভাই বিয়েতে না হয় বাধার কারণে কিছু করতে পারেন নাই। বিয়ের পড়ে অনেক কিছু আছে যে গুলি আপনি ভাল জানেন সে গুলি যেন পালন করতে পারেন সেই দোয়া কামণা করি।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইজাব কবুল ছাড়া বিয়েতে বাকি সব লোকাচার বা সামাজিকতা।
সমাজবদ্ধ জীব হিসাবে সামাজিকতা পালনে ধর্মীয় সমর্থন আছে । জতক্ষন না তা ধর্মের বিরুদ্ধে যায় ।
মুসলমান ভাই ভাই । তাই বলে বাপকে ভাই বলা সমাজ স্বীকৃত নয় ।
এই ক্ষেত্রে আমরা সামাজিকতাকেই প্রাধান্য দেই ।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ২. বিয়ের সাজ - শেরওয়ানি, চোস্ত পাজামা, পাগড়ি পরতে আমার ভালো লাগে না। আমি চেয়েছিলাম কমপ্লিট স্যুট পরে বিয়েতে যেতে। কিন্তু এবারও মুরুব্বীদের জন্য পারলাম না। শেরওয়ানি, পাগড়ি পরেই বিয়েতে যেতে হলো।"
"কিন্তু এবারও মুরুব্বীদের জন্য পারলাম না" বলতে কী বোঝাতে চেয়েছেন, জানতে মন চায়! এর অাগেও কী...!

২২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥ গিয়াস লিটন - কিছু কিছু ব্যপারে কাউকে না কাউকে স্টেপ নিতে হয়, আমি দেনমোহরের বেলায় পারিনি, কিন্তু মালাবদলের ব্যপারে পেরেছি।

৥রূপক - দেনমোহরের বেলায় পারিনি, পোশাকের সময়ও(দ্বিতীয় ধাপ) পারিনি বুঝিয়েছি ;)

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: ভাল উপলব্ধির জন্য শুকরিয়া।
তবে মুরুব্বীদের বুঝাতে হবে। আপনি পারেননি কিন্তু আপনার নেক্সট জেনারেশন যেন মানতে পারে।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥সুপান্থ - অবশ্যই আমি এ ব্যপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ।

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: নামের সাথে মিল রেখে কাজটা তো সমাধা করতে পারলেন না৷ মনে হচ্ছে বিচার তো মানলেনই সাথে তালগাছটাও রক্ষা করতে পারলেন না৷

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥প্রবাসী - তৃতীয় বারে গিয়ে তো পেরেছি ;)

২৭| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৪৬

Orthohin shajib বলেছেন: কিচ্ছু করার নেই,সমাজ কিচ্ছু বুঝে না।।।।

১২ ই মে, ২০১৬ ভোর ৪:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অল্প অল্প করে বোঝাতে হবে। পরিবর্তন আনতেই হবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.