নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার বন্ধু বিদেশ থাকে। তার অনেক টাকা। পরিবারকে খুব ভালোবাসে। পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে টাকা কামাচ্ছে প্রবাসে। মধ্যপ্রাচ্যে।
২. আমার বন্ধুটি নামাজি। কট্টর ইসলাম পন্থী না হলেও নামাজ ছাড়ে না। নিয়মিত ওয়াজ শুনে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে নিয়মিত কোরআন, হাদীসের বাণী, ওয়াজ পোস্ট করে। ফজরের সময় আমাকে মেসেজ দিয়ে স্মরণ করিয়ে দেয়।
৩. আমার বন্ধু স্ত্রী নিয়ে অনেক সতর্ক। তার আশংকা অন্য অনেক প্রবাসীর ঘটনার মত তার স্ত্রীও যদি স্বামীর অনুপস্থিতিতে অন্য কারো সাথে...তাই সে তার স্ত্রীকে স্মার্ট ফোন কিনে দেয় না। কারণ, ইমু-তে কথা বলে যদি....। আমিও সদ্য দ্বিতীয়বারের মত প্রবাসী(বন্ধুর দেশ না)। আমাকেও মানা করেছে স্ত্রীকে স্মার্টফোন না দিতে। কারণ, এতে নাকি বউ চলে যাওয়ার আশংকা থাকে!!
৪. দুই দিন ধরে আমার বন্ধুর কোন খবর নেই। কোন মেসেজ নেই ফেসবুক, হোয়াটসএপ-এ। চিন্তায় পড়লাম। দুইদিন পর বন্ধু আবার একটিভ হলো হোয়াটসঅ্যাপ-এ। কিরে কাহিনী কি? বন্ধু বললো, তার বান্ধবীর সাথে ছিল। এক বিদেশিনীর সাথে তার বন্ধুত্ব ছিল। আমি জানতাম টাইম পাস মোবাইল ফ্রেন্ড। কিন্তু এত গভীর তা জানতাম না। আমার বন্ধুর উপর আস্থা ছিল। তাই নিজের বিশ্বাসকে পাকা করতে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, সব কিছু হয়েছে? সে স্বীকার করলো, "হ্যাঁ, ফেঁসে গিয়েছিলাম দোস্ত। কিন্তু বের হয়েই মসজিদে গিয়ে মাফ চেয়ে নিয়েছি!"
৫. আমার পায়ের তলার মাটি সরে গেল। পুরুষ জাতি হিসেবে আমার বিশ্বাস ভেঙে গেল। তার মত এত ভালো ছেলেও হেরে গেল 'আকাঙ্খার' কাছে? আমি চুপ হয়ে গেলাম। সে আমাকে কয়েকটি ইসলামিক পিকচার মেসেজ(কোরআন-হাদীসের বাণী) পাঠালো যেগুলো ছিল আল্লাহর ক্ষমা আর বান্দাহর মাফ চাওয়া নিয়ে!!! আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম নিজের জন্য। সুযোগ পেলেও গ্রহণ না করার মত দৃঢ়তা আমার আছে, এটা আমার বিশ্বাস!
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন...
২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং। আপনার কি মনে হয়, কাজটা তার বউ করলে কি হৈতে পারত তার পসিবল রেসপন্স? তালাক?
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা আর বলতে! খালি কথা বললেই তো হয়ে যেত! 'সব কিছু' তো পরের ব্যপার!
৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: যত দোষ নন্দঘোষ।
যত দোষ সব মেয়ে মানুষের।
"সুযোগ পেলেও গ্রহণ না করার মত দৃঢ়তা আমার আছে, এটা আমার বিশ্বাস!"
আপনার বিশ্বাস অটুট থাকুক।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাইতো। নিজের বউর বেলায় এত সতর্কতা অথচ নিজের বেলায়....
৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১২
নতুন বলেছেন: নিজের নিয়ন্ত্রন নিজের কাথে না থাকলে এমনটা হতেই পারে।
সবার নিজেস্ব একটা ওয়ে অফ লাইফ থাকা উচিত... একটা ফিলোসফি না থাকলে স্বকীয়তা থাকেনা। অন্য দশ জন মানুষের মতনই হয়ে যায় সবাই।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যাচেলর-এর হুমায়ুন ফরিদীর মত হয়ে গেল...
৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: যার নিজের মনে শুধু খারাপ চিন্তা ভাবনা কাজ করে, তারাই বউকে বেঁধে রাখতে চাই।
আপনার বন্ধু সুযোগ পেলেই আকাম কুকাম করবে। সুযোগের অভাবে সে ভালোর ভান ধরে।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: করছেই তো...ভালোর মুখোশ...
৬| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৭
বিজন রয় বলেছেন: দারুন।
৭| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনার জন্য শুভকামনা
৮| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
গেম চেঞ্জার বলেছেন: আপনার বন্ধুর সাথে আমার এক ফ্রেন্ডের মিল পাচ্ছি। যদিও এই ধরণের ঘটনা ঘটায় নাই এখনো, তবে ওর ব্যাপারে সতর্ক হইতে হইবে। এইটা ঢের বুঝবার পারতাসি।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা নিজেরা খুবই সতর্ক থাকে সমাজে। হঠাৎ করে চান্সে......
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
আরজু পনি বলেছেন:
সুযোগ পাওয়ার পরও যে সাধু থাকে সেই আসল সাধু।
আপনার নিয়ন্ত্রিত জীবন আনন্দের হোক, সততার হোক ।