নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

খুনের কারণ শুধু খুনীদের কাছেই গুরুত্ব পায়

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

* অমুক মেয়ে ধর্ষণের পর খুন - খুনীর কাছে কারণ হলো এমনিতে সেক্স করতে দিলিনা, এখন ছেড়ে দিলেও আবার সবাইকে বলে দিবি। তার চাইতে খুনই করে ফেলি!
* স্ত্রীর প্রেমিকের হাতে বাচ্চা খুন - হয়তো খারাপ কিছু দেখে ফেলেছিল। করে দিল খুন!
* ছাত্রনেতা খুন - মহিউদ্দিন না নাছির প্রধান অতিথি হবে এই নিয়ে দ্বন্দ্ব!
* বিডিআর হত্যাকান্ড - সিনিয়ররা বঞ্চিত করেছে। তাই খুন!
* গ্রামবাসী খুন - জমি নিয়ে বিরোধ
* চরমপন্থীর হাতে নাস্তিক খুন - ইসলাম বিরোধী, নবী বিরোধী লিখস কেন, ভালো না লাগলে চুপ থাকতে পারসনা। করে দিল খুন!

সবাই জানে খুন করলে ফাঁসি হবে। তারপরও প্রতিনিয়ত কত ছোট কিংবা বড় কারণে মানুষ খুন হচ্ছে।সব খুনেরই বিচার দরকার। বিচার যত বেশী হবে আর শাস্তি নিশ্চিত হবে ততই খুনের পরিমাণ কমবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু বিশেষ বিশেষ খুন হলে আলোড়ন সৃষ্টি হয়(অবশ্যই মিডিয়া এবং বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে)। অথচ প্রতিটি খুনই জঘন্য অপরাধ। প্রতিটি জীবনই অমূল্য। বিশেষ বিশেষ মৃত্যুতে বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে সবাই যদি কঠোর আইন প্রয়োগের উপর বেশী গুরুত্ব দিত তাহলে অনেক ভালো হত। কারো কারো প্রতিবাদ, প্রতিক্রিয়া দেখে মনে হয় সরকারের অযোগ্যতা বের করার চাইতে 'বিশেষ খুন' টাই তাদের কাছে মূখ্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটীর মাঝে ৫ কোটী মানুষ ক্রিমিনাল; এদেশ চালাতে হলে বুদ্ধিমান মানুষ ও বুদ্ধিমান পার্টির দরকার; আোয়ামী লীগ, বিএনপি, জামাতীদের হাতে রক্ত লেগে আছে; এরা পারবে না।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই মিলে বাঁধার চেস্টা করছি।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

মহা সমন্বয় বলেছেন: সবাই জানে খুন করলে ফাঁসি হবে। তারপরও প্রতিনিয়ত কত ছোট কিংবা বড় কারণে মানুষ খুন হচ্ছে।সব খুনেরই বিচার দরকার। বিচার যত বেশী হবে আর শাস্তি নিশ্চিত হবে ততই খুনের পরিমাণ কমবে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৩

Mahbub Alom বলেছেন: প্রতিবাদ করতে গেল খুন ..গরের ভিতর লেখালেখি করেই যেহেতু আমরা কেউ নিরাপদ নই বাইরে গিয়ে প্রতিবাদ করাটা কি বুদ্ধিমানের কাজ হবে??????

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: খুন একটা সংক্রামক ব্যাধি রূপে দেখা দিয়েছে! বিচার না হলে এ ধরণের অপরাধ বাড়বে বৈ কমবে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.