নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

অবশেষে কাকে কাকের মাংস খাওয়া শুরু করে দিয়েছে...

০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:১৭



১. যা আশংকা করেছিলাম তাই হলো। আসল সত্যটা জানতে পারলাম না আমরা। বাবুল আক্তার নিজেকে অভিশাপ দিতে পারেন এই সিস্টেমে নিজে এতদিন ছিলেন বলে। আবার সত্য কথাও বলতে পারবেন না তিনি। জানিনা কতটা মানসিক কষ্টে তার দিন কাটছে। যে লোকগুলো আসল কথা বলতে পারতো সেই লোকগুলোকেই মেরে ফেলা হচ্ছে।

২. এর আগে গ্রেফতার হওয়া ওয়াসিম বলেছিল নবী গুলি করেছিল মিতুকে। মূল নায়ক মুসাকে উঠিয়ে নেয়া হয়েছে তার স্ত্রীর ভাষ্যমতে। ঝিনাইদহের ছাত্র নেতাদের মতই হয়তো মুসারও লাশ আমরা কয়েকদিন পর পেতে যাচ্ছি।

৩. গুলশান ঘটনার পর আমরা মিতু ঘটনা থেকে সরে গিয়েছি। তনু তো হারিয়েই গিয়েছে। এভাবে একের পর এক রহস্যজনক ঘটনা ঘটবে যার কোন কিনারা হবে না। গুলশান-ও ভুলে যাবো আরেকটি আলোড়নের পর।

৪. পুলিশের স্ত্রী মারা গিয়েছে। অন্তত পরবর্তী পুলিশ সদস্যদের কথা ভেবে এবার একটা সুষ্ঠু বিচার হবে বলে জনগণ ভেবেছিল। কিন্তু এবারও গতানুগতিক কেইসগুলোর মত মূল আসামীকে মেরে ফেলা হয়েছে বন্দুকযুদ্ধের নামে। বাবুল আক্তার এখন সাধারণ জনগণের অনুভূতি বুঝতে পারবে। নিজের স্ত্রীর হত্যাকারীদের বিচার ছাড়াই মৃত্যু মনে হয় না বাবুল আক্তার নিজেও চেয়েছিলেন!

৫. বাবুলের ভালো কাজকর্মে নাকি তার প্রতি তার সহকর্মীদের অনেকে অসন্তুষ্ট ছিলেন। আবার অনেকের মতে বাবুল নাকি নিজেই নিজের স্ত্রীকে খুন করিয়েছেন। যদি তর্কের খাতিরে ধরেও নেই বাবুল দোষী তাহলে অন্তত বাবুলের ক্যারিয়ার শেষ করার জন্য হলেও তো তার স্ত্রী হত্যার সঠিক বিচার হওয়া উচিত। এভাবে মূল আসামীদের মেরে ফেললে বাংলাদেশেরে বিচার ব্যবস্থার কী হবে?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



হাই প্রোফাইল বিচারগুলোর ভার শেখ হাসিনা কেন কাঁধে নিচ্ছে বলা মুশকিল; উনার বাবার বিচার হয়নি কয়েক যুগ, উনার উপর গ্রেনেড মেরে বিচার করা হচ্ছিল জর্জমিয়ার; এগুলো তো উনি ভুলে যাবার কথা নয়; বিচার না পাওয়ার দু:খ তো উনার বুঝার কথা।

তনুকে তো তিনি মারেননি, সাগর-রুনিকে তিনি মারেননি, বাবুলের স্ত্রীকেও তিনি মারেননি; কিন্তু এগুলোর ভার উনার উপর পড়ছে; উনি যদি বুঝতে না পারেন, সেটার দায়ভার বইতে হবে উনাকে; কারণ, এতবড় বিচারগুলো মানুষের মন থেকে মুছবে না; এসব অকারণ ভার নিয়ে উনি কি বড় ভুল করছেন।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি যত এসব নিয়ে লুকোচুরি করবেন ততই উনার উপর কিংবা উনার দলের উপর অভিযোগ চলে আসবে। উনি যা যা চেয়েছিলেন সবই তো হলো। এবার অন্তত সুশাসন দিয়ে যাক...

২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


" উনি যা যা চেয়েছিলেন সবই তো হলো। এবার অন্তত সুশাসন দিয়ে যাক... "

-মনে হয়, উনি এমন দিকে রওয়ানা হয়েছেন, সেখান থেকে অন্য কোন পথে যাওয়া যায় না।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো উনি নিজেকে invincible ভাবা শুরু করেছেন। কিন্তু সব কিছুর শেষ আছে...

৩| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৬

কালনী নদী বলেছেন: ক্ষমতায় থাকতে থাকতে নিজেকে সার্বময় ক্ষমতার অধিকারি ভাবছেন। তিনি।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবকিছুর শেষ আছে...

৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৬

নাবিক সিনবাদ বলেছেন: বিচার বিভাগটা পচা মাছের চেয়েও বেশি পচে গিয়েছে

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামনে কঠিন দিন...

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: উনি যত এসব নিয়ে লুকোচুরি করবেন ততই উনার উপর কিংবা উনার দলের উপর অভিযোগ চলে আসবে। উনি যা যা চেয়েছিলেন সবই তো হলো। এবার অন্তত সুশাসন দিয়ে যাক...

সহমত।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার ক্ষমতা হারানো নিয়েও টেনশান নেই। তাহলে উনার ন্যায়বিচার করতে সমস্যা কোথায়?

৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪০

বিজন রয় বলেছেন: এটা আমারো প্রশ্ন। অনেক উন্নয়ন (?) সত্বেও মানুষের মন জয় করতে পারছেন না।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নয়ন এক হিসাব আর অপরাধীদের ছাড় দেয়া আরেক হিসাব...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.