নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর আগের কথা। বয়স ২২/২৩ বছর হবে হয়তো। গ্রামে বেড়াতে গিয়েছি। রাতে আড্ডা দিয়েছি এক সিনিয়র কাজিনের(আমার চেয়ে ৪ বছরের বড়) সাথে, তাদের বাড়িতে। আড্ডা শেষ। ফিরতে হবে আমার চাচার বাড়িতে। হাঁটার রাস্তা । ৫/৬ মিনিট লাগে যেতে। গ্রামের রাত মানে ছমছম করা। মাটির রাস্তায় তো আর লাইট নেই। সব অন্ধকার। সেই ছোট বেলা থেকেই একা চলতে ভয় পাই। টর্চ লাইট নিয়ে রওনা দিলাম। সিনিয়র কাজিনকে বললাম, চলেন আমাকে দিয়ে আসেন। সিনিয়র কাজিন গ্রামেরই সন্তান। সে আমাকে বললো, আরে মিয়া তোমরা শহরে থাকো, কীসের এত ভয়? বড় হয়ে গিয়েছ এখনও ভয় পাও। আরো কিছু কথা বলতে বলতে চলে আসি চাচার বাড়িতে।
উনি বাড়ির মুখে আমাকে পৌঁছে দিলেন আর বললেন, ভেতরে গিয়ে তোমার চাচাতো ভাইকে পাঠিয়ে দিও। আমি জিজ্ঞেস করলাম, কেন? উনি বললেন, "আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে!!!!"
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেমন হাসিরও না অবশ্য...
২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩
আহলান বলেছেন: হ্য হ্য হ্য ... সব বীর পুরুষ একেকটা ...
১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রমাণিত...
৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০
সুমন কর বলেছেন: হাহাহা.....
৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৩
কল্লোল পথিক বলেছেন:
তাহলে ভুতের সাথে.....................
১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রামের হয়েও ভূত(মনের ভূত)কে সবাই ভয় পায়...
৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ভূতের রাত
১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনি আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন...
৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মজার লেখা।
১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...
৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১
মানসী বলেছেন: এরেই বলে সাহস।
১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...
৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮
মিঃ অলিম্পিক বলেছেন: ha ha ha
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
৯| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮
বিপ্লব06 বলেছেন: আমি টর্চ লাইট দিয়া বাশঝাড়ে লাইট মারতাম। খালি মনে হইত কিছু যেন নড়তেছে।
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রামের রাস্তাতে রাতে একা চলা আসলেই ভয়ের!
১০| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা। সাহস বটে।
১১| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
সময়ে সবাই ধরা খায়
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই...
১২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: হিহিহি
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
১৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজনের চেয়ে একজন সাহসি দেখছি । হাহাহাহা
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুকানো কঠিন...
১৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি অবশ্য ভূত-প্রেত বিশ্বাস করিনা, কিন্তু অন্ধকার দেখলে গা ক্যামন ছমছম করে!
০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের ভূত আর কি!
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
শেয়াল বলেছেন: বেশি হাইসতারলাম্না । পোস্ট দুইবার হইয়া গেসেগা । ঠিক করেন ।