নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. গতকাল ব্লগে আসতে না আসতেই কী এক ভাইরাল নিয়ে একের পর এক পোস্ট। ফেসবুক ফ্রেন্ড কম থাকাতে জানতাম না এটার কথা। ব্লগ থেকেই জানলাম। আমার এ লেখা দেখে হয়তো আরো কয়েকজন জানবে সেই ভাইরালের ব্যপারে। অথচ এটা নতুন কিছু নয়। হয়তো অনেকদিন পর হওয়াতে একটু নড়ে চড়ে বসেছে। কী করবে বাংলাদেশীরা? এক হাসিনা সবাইকে যেভাবে দাবাইয়া রাখছে সেখানে কারো কাছে কোন ইস্যু নেই। তাই হয়তো একটু লাফালাফি। বয়সের দোষ। জেনারেশন গ্যাপ...
২. মধ্যপ্রাচ্যে যারা মেইনস্ট্রিম হোয়াইট কলার জব করে তাদের মধ্যে ভারতীয়, ফিলিপিনো, পাকিস্তানীদের পরই বাংলাদেশীরা। কিন্তু তবুও এই ভারতীয়, পাকিস্তানিরা আমাদের দেখলে আকাশ থেকে পড়ে। কীভাবে এই জব পেলে? আমি তো কখনো দেখিনি বাংলাদেশীদের অফিস জবে - ইত্যাদি কথা বলে থাকে। তাদের কত বোঝালাম আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এম বি এ রা নিজ দেশে নাহয় ইউরোপ, আমেরিকাতে সেটেল্ড হয়। কী দরকার পড়েছে তাদের এই মরুভূমিতে আসার? তোমাদের দেশে চাকুরি না পেয়েইতো তোমরা এখানে আসো। আমাদের দেশে উচ্চ শিক্ষিতরা বেকার থাকে না...
৩. গতকাল প্রথম আলো খুলতেই নিউজটা পড়লাম। এসব খবর পেয়ে বরাবরের মতই গর্বিত হলাম। কিন্তু শুধু গর্বিত হলেই তো হবে না। সবাইকে বিশেষ করে ভারতীয়দের তো জানাতেই হবে। যারা সবসময় নিজেদের কিছু একটা মনে করে। এখন তাদের দেশের অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবে এক বাংলাদেশী সেটাতে তাদের জানাতেই হয়!
৪. প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম নিচের ছবিটা-
আরেকটু অথেনটিক করার জন্য দিলাম নীচের লিংক -
http://www.madhyamam.com/en/business/2016/sep/20/junaid-ahmad-takes-over-world-banks-india-director
তারপরে দিলাম খোঁচা -
৫. এসব ভাইরাল, ৮ মিনিটের পেছনে না ছুটে ভালো কিছুর সন্ধান করুন। দেশকে ভালোবাসুন। আর আমার মত বলুন - proud to be a Bangladeshi!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক যেমন কিছুদিন আগে ড. ইউনুস অলিম্পিকের মশাল বহন করার মত সম্মানজনক কাজ করলেও সেটা নিয়ে তেমন মাতামাতি করিনি আমরা...
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬
রক্তিম দিগন্ত বলেছেন:
'proud to be a Bangladeshi!'
এই বাক্য উচ্চারণ করার শক্তি হারিয়ে যাচ্ছে আমাদের।
আমিও গতকালকে ব্লগে না ঢুকলে ভাইরাল-স্পাইরাল কিছুই জানতে পারতাম না।
খারাপ জিনিসকে দূর না করে, খারাপ একটা ঘটনা নিয়ে কেন লাফালাফি - বুঝি না আমি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও মাথায় ধরে না, যেখানে এর আগেও অনেক হয়েছে এমন ঘটনা সেখানে এটা নিয়ে এত মাতামাতির কী আছে?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
দেশে শিক্ষার নামে কয়েক বিলিয়ন ডলারের ফি আদায় করছে প্রাইভেটগুলো; সরকার অনেক বছর রাবার বাগানে ও আরবের রাস্তা পরিস্কারের ক্রীতদাস বিক্রয় করতে পারবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবনই আর কতদিনের! এর মধ্যে যার যার জায়গা করে নিতে হবে...
৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
একটা ভালো যায়গা হলো, সরকার যাবে মানুষের হাতে
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা...
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫
আহা রুবন বলেছেন: আমরা অন্যের বাঁশ খাওয়া দেখে যত উল্লসিত হই কারও উন্নতি দেখে ততটাই চুপসে যাই। সবখানে আমাদের না ভেবে আমার ভাবি...