নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

নারী হওয়াতেই হেরে গেলেন হিলারি...

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১


১. নির্বাচনী প্রচারণার সময় হিলারি ক্লিনটন বলেছিলেন, আমেরিকানরা নারী প্রেসিডেন্ট চায় কিনা বা প্রস্তুত আছে কিনা সেটাও এক বড় বিষয়। তার আশংকাই সত্যি হলো। এত ভালো (অভিজ্ঞতা, ক্লিন ইমেজ) ব্যাকগ্রাউন্ড থাকার পরও তাকে হেরে যেতে হলো রাজনীতিতে অনভিজ্ঞ এক ব্যবসায়ীর কাছে।

২. কেউ বলেছেন, পরপর তিনবার ডেমোক্রেটদের চায়নি আমেরিকানরা। কিন্তু আমেরিকানরা দল হিসেবে ভোট দেয় না। ভোট দেয় ব্যক্তিকে। দল হিসেবে ভোট দিলে নিজ দলের সিনেটর রা প্রকাশ্যে নিজ দলের প্রার্থীকে ভোট দিবেন না বলে ঘোষণা দিতেন না। একজন পুরুষ প্রতিদ্বন্দ্বী থাকলে ট্রাম্প বিজয়ী হতে পারতেন কিনা যথেষ্ট সন্দেহ ছিল।

৩. অভিজ্ঞতা ও চারিত্রিক দিক দিয়ে হিলারি ছিলেন ট্রাম্পের চেয়ে অনেক বেশী উপরে। মুসলিম, অভিবাসী ও কালোদের বেশীরভাগ ভোটও তার দিকে যাওয়ার কথা। তারপরও আমেরিকানরা তাকে বেছে নেয়নি। তাই আমার ব্যক্তিগত মতামত হলো একজন নারী হওয়াতেই হেরে গিয়েছেন হিলারি ক্লিনটন।

৪. আমেরিকা এখনো পুরুষশাসিত সমাজ। আমাদের মত সস্তা ইমোশান নাই তাদের। কার পিতা মারা গিয়েছে, কার স্বামী মারা গিয়েছে বলে নেতা মেনে নেয়ার মত মানসিকতা নাই তাদের। দিন শেষে তারা দেখে কে আসলে শাসন করতে পারবে।

৫. নারী অধিকার, সম অধিকার এসব যে একটা লোক দেখানো স্ট্যান্ড আমেরিকানরা তা বুঝিয়ে দিল। হলিউড, বিজ্ঞাপন কিংবা পর্ণো ছবি গুলোতে পুরুষদের ডমিনেটেড হিসেবে দেখানো হয়। যুদ্ধবাজ জাতি হিসেবে সরকার প্রধান হবেন নারী এটা সংখ্যগরিষ্ঠ জনগণ মেনে নেয়নি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, তবে হিলারী সেই মহিলা নন, উনি ৩০ বছরে কোন ভালো অবদান রাখেননি।

দেখেছেন, উনার কর্মীরা সারারাত জেগে রলো কনভেশন হলে পরাজিত হয়ে; কিন্তু হিলারী এসে ওদের সান্ত্বনা দেয়নি, হিলারী বেকুব।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি ছাড়া অন্য নারী রা তো এত দূর আসতেও পারেনি। নারীর মন। তাই একটু বেশী মন খারাপ। উনি ভেবেছিলেন, প্রথম কালো হিসেবে ওবামাকে মেনে নিলে, উনাকেও প্রথম নারী হিসেবে মেনে নিবে সবাই...

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

মনে হয় না! অনেক হিসেব আছে!

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টিপিক্যাল আমেরিকান মেন্টালিটি...

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


উনি 'পার্টির রশি' ধরে চলে এসেছেন, যেভাবে এসেছে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক, জয়, বাশার আসাদরা; আমেরিকা বাংলাদেশ, পাকিস্তান বা আরব নয়।

হিলারী লোভী, অদক্ষ ও মিথ্যুক।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার কারণে, সামনে কোন যোগ্য নারী আসার আগে দ্বিতীয়বার ভাববে...

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


শক্ত নারী একজন এবার ছিলেন, হিউলেট পাকার্ডের প্রাক্তন সিইও; উনি ভুলে ট্রাম্পের সাথে লেগে গিয়েছিলেন; ভবিষ্যতে, নারীরা যদি খেয়াল রেখে যে, আমেরিকানরা বুদ্ধিমান মহিলা খুঁঝছেন, তখন হয়তো সহজ হবে।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিলারির পেছনে যত খরচ করেছে কর্পোরেট হাউজগুলো তাতে সেরকম আরেকজন খুঁজে পাওয়া ও তার পেছনে খরচ করার চিন্তা অনেক দূর।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

বিচছু বলেছেন: ব্লগে দু্ইদিন ধইরা এই লইয়া আছে।হিলারি হারার মুল কারন নারি বলেই।আমরিকা যানে তাদের প্রেসিডেন্ড শুধু আমরিকা না পুরা বিশ্ব শাসন করব।একজন মহিলা দেশ চালাতে পারব কিন্তু বিশ্বকে না এটা আমরিকা বুঝে কিন্তু আমরা বুঝি না। আমি নারী বিদ্বেষি না। বাস্তব সত্য যা তাই বললাম।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত। 'নারী' ছাড়া আর কোন কারণই ছিল না হিলারি হারার...

৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
তাল গাছ যার
কথা বলে কি লাভ আর

১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে বলিনি, আমেরিকানদের বলেছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.