নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সনুর টুইট, প্রিয়াংকার সার্টিফিকেট এবং দুর্বল মুসলিমদের দৈন্যতা...

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫


১. আমার এক ভারতীয় কলিগ(হিন্দু)-এর সাথে তাদের দেশের গরু বিষয়ক(!) (মানে গরুর গোশত খাওয়া, বিক্রি করা নিয়ে পিটুনি-হত্যা ইত্যাদি) আলোচনা চলছিল। সে আমাকে বললো, আমি যদি সৌদি আরবে বা কোন মুসলিম দেশে গিয়ে বলি, তোমাদের আল্লাহ খারাপ, খাল্লিবাল্লি তাহলে কী আমার কল্লা থাকবে? না। অথচ আমাদের দেশের মুসলমানরা(কিছু) আমার দেবী/ভগবানকে নিয়ে বাজে মন্তব্য(অশ্লীল, নগ্ন) করে তবু তাদের কিছু করা হয় না। হিন্দুদের জন্য গরু হচ্ছে মা-এর মত। তাই তারা আবেগ বেশী দেখাতেই পারে। অবশ্য আমি তাকে বুঝিয়েছিলাম যদি নিষিদ্ধ করা হয় তাহলে সবার জন্য করা উচিত। গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করা উচিত। সে স্বীকার করেছে সেটা। আবার এটাও স্বীকার করেছে তার রাজ্য (কেরালা) সহ অনেক রাজ্যেই এটা বড় সমস্যা নয়। এমনকি তারাও গরুর গোশত খায়!!

২. সনু নিগাম একটা টুইট করলো। তার আজানের শব্দ ভালো লাগে না। তার ঘুমে ব্যাঘাত ঘটে। কেন জোর করে তাকে আজান শুনতে হবে, ব্লা ব্লা ব্লা। কিছু ক্রেজি (লাইক/শেয়ার দেনেওয়ালা মুসলমান) অনলাইনে ঝাঁপিয়ে পড়ল এই মন্তব্য নিয়ে। এক ক্রেজি হুজুর তার নামে ফতোয়া জারি করলো। আমরাও বাদ যাবো কেন? হুজুগে জাতি বলে কথা!

৩. সনুর মন্তব্যর পর প্রিয়াংকা চোপড়া টুইট করলো, তার নাকি আজানের সুর ভালো লাগে। আরো অনেক নন মুসলিম সেলিব্রিটিও সনুর মন্তব্যের সমালোচনা করল। আমাদের দেশের পিন্টু ঘোষও জানিয়েছেন ভালো লাগার কথা। আবার এসব মন্তব্য, খবর পেয়ে আমাদের ও তাদের কিছু(আসলে অনেক) ক্রেজি (লাইক/শেয়ার দেনেওয়ালা মুসলমান) খুশিতে গদগদ হয়ে গেল। তারা যেন হাঁফ ছেড়ে বাঁচল প্রিয়াংকা, কঙ্গনা, আজানের পক্ষে বলাতে!

৪. অথচ সনুর মন্তব্যে কিংবা প্রিয়াংকাদের সার্টিফিকেট নিয়ে প্রকৃত মুসলমানদের কোন বিচলিত হওয়ার বা আশ্বস্ত হওয়ার কিছু নেই। একজন অমুসলিমের কাছে আজান খারাপ লাগতেই পারে। উইকিপিডিয়ার হিসাবে প্রায় ৮০% হিন্দুর দেশ-এ এই মন্তব্যে দুঃখিত হওয়ারও কিছু নেই। ঠিক তেমনি হিন্দু বা অন্য ধর্মের আচার যদি কোন মুসলমানের ভালো না লাগে তাহলে তাদের(অন্য ধর্মাবলম্বী) দুঃখিত হওয়ার কিছু নেই। তারাও নিশ্চয়ই চাইবে না কোন মুসলমান তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সার্টিফিকেট দিক! (দিলেও ঈমান থাকবে না!)

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: উইকিপিডিয়ার হিসাবে প্রায় ৮০% হিন্দুর দেশ-এ এই মন্তব্যে দুঃখিত হওয়ারও কিছু নেই। কঠিন বাস্তবতা।। যে কারনে বিজেপির মত দল ক্ষমতায়!!!!!!

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের রাসুল (সঃ) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কুল মাকলুক আজান পছন্দ করে।

সমস্যা হলো এমপ্লিফায়ার।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। তবে অমুসলিমের মন্তব্যে প্রতিক্রিয়ার কিছু নেই...

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি তা ঠিক। ওরা কী বলল তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ওরা সস্তা জনপ্রিয়তার জন্য এমন করে। যা শুরু থেকেই চলছে।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই। আমাদের ইগনোর করাই উচিত ছিল...

৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটু কিছু হলে ধর্মিয় চেতনা উচলে পড়ে :(

যেন ওরা ইসলাম ধর্ম রক্ষা করবে।

ইসলাম ধর্ম কী আমরা ভুলতে শুরু করেছি। নামে মুসলমান কামে কিচ্ছু নেই।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সত্যিই তাই। সঠিক চর্চার কোন খবর নাই। খালি হুজুগ...

৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: সহমত।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৬

কানিজ রিনা বলেছেন:
এই সেই দেশ এখনও এখানে ওঠে
আজানের ধ্বনি।
গীতা বাইবেল ত্রীপিটক আর শোনা যায়
রামায়ণী। কবিকালিদাশ ইকবাল আর
গালিবের পদাবলি।
হাজার সুর্য চোখের তারায় আমরা যে
পথ চলি।
কবিতা মায়ের ভাষাতে আমরা যে কথা
বলি। সমতার গান গেয়ে ছিল আর শুনে
ছিল দশ দেশী।
যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক
প্রতিকূল।
সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল।
ধন্যবাদ, ভূপেন হাজারীকার গান
ভারতবাসীর জন্য।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মদীনা সনদেই বলা আছে সবাই যার যার ধর্ম পালন করবে। ধন্যবাদ...

৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


হিন্দু ধর্ম পালন সহজ, ইহাতে বাঁধা-ধরা নিয়ম কম, সময়ের সাথে বদলাতে থাকবে; ফলে, এই ধর্মই সবচেয়ে বেশী সময়ে টিকে থাকবে।

২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়ের সাথে সাথে ইসলামও বদলে যাবে...

৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৯

কানিজ রিনা বলেছেন: ভারত একমাত্র হিন্দু রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র
অনেক। আসমানী কিতাব চার খানা। এই
চার খানা কিতাব অনুসারেই তাবদ ধর্ম
পরিচালিত তথাপি হিন্দু ধর্মের কোন আসমানী
কিতাব নেই। তবে একথা সত্য ভারতে যার
যার এলাকা অনুসারে নানান রকম মূর্তী পুজা
করে, অথচ কেউ কারও বাঁধা নিষেধ ধর্ম
রীতি নীতি নিয়ে হিন্দুরা কেউ কারও সাথে
হিংসা বিদ্বেশ নাই।
তাই হয়ত ওরা টিকে থাকবে।

২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেয়ামতের আগে ইসলামের অনেক পতন হবে এটা তো জানাই আছে। আর ধর্ম নিরপেক্ষতা হলে সবার সব কিছু করতে সুবিধা হয়...

৯| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ইসলাম যতই সঠিকভাবে পালন করুন, অন্য মুসলমান, বিশেষ করে মোল্লারা তারপরও আপনার মাঝে সমস্যা খুঁজে পাবে।

বেশীর ভাগ মুসলমান গড়ে প্রতিদিনই কিছু পাপ করে, অন্য ধর্মের লোকদের এত পাপা হয় না।

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যার যার বিশ্বাস আর চর্চার উপর। কাউকে জোর করা হচ্ছে না...

১০| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

১১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

ডার্ক ম্যান বলেছেন: মুসলিমদের উচিত অন্য ধর্মের লোকেরা কি বললো সেটা কর্ণপাত না করে নিজ ধর্মের বিধি অনুযায়ী কাজ করা।

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক এই কথাটাই এই পোস্টের মূল বক্তব্য। ধন্যবাদ...

১২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

টারজান০০০০৭ বলেছেন: @ চাঁদগাজী । "বেশীর ভাগ মুসলমান গড়ে প্রতিদিনই কিছু পাপ করে, অন্য ধর্মের লোকদের এত পাপা হয় না।"

সাদা কাপড়ে দাগ পড়লে দেখা যায়! কালো হইলে দেখাই যায় না !
ইসলামের নামে আঘাত আসিলে সাধ্যানুযায়ী প্রতিবাদ করাই সবার কর্তব্য। প্রতিবাদ করা মোল্লাদের (!) বিশেষ দায়িত্ব , না করিলে তাহারা গোনাহগার হইবেন। তারা করবেনই।নিজে ধর্মানুসারী, আত্মসংশোধনে সচেষ্ট না হলে বা নিজেরে ভুলের উর্ধে মনে করিলে তাহাদের প্রতিবাদ পছন্দ হইবে না এইটাই স্বাভাবিক !

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭

কানিজ রিনা বলেছেন: মুসলিমরা পাপ করলে বেশী অনুতপ্ত হয়।
এইটা ইসলামের নিয়ম। যা অন্য ধর্মের
মানুষের ভিতর নাই।

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাপ পূণ্য সব ধর্মেই আছে। তবে চর্চার দিক দিয়ে ইসলামই সবচেয়ে বেশী সহজ ও কঠিন...

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

বিলিয়ার রহমান বলেছেন: অথচ সনুর মন্তব্যে কিংবা প্রিয়াংকাদের সার্টিফিকেট নিয়ে প্রকৃত মুসলমানদের কোন বিচলিত হওয়ার বা আশ্বস্ত হওয়ার কিছু নেই


হুজুগ সবই হুজুগ! :)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুগ খারাপ...

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

বিলিয়ার রহমান বলেছেন: কিছু মানুষ আছে( সবাই না) যারা ধর্ম নিয়ে বিজনেস করে আর অযথা প্রতিক্রিয়া দেখায়!!


২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি সনু নিগাম মুসলমান হত, তাহলে অবশ্যই প্রতিবাদ করা যেত। কিন্তু এটা নিয়ে অযথা ক্যাচাল বানানোর দরকার ছিল না। মুসলমানরা এর চেয়ে বড় বড় অপবাদ নিয়েও টিকে আছে...

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই, পোস্ট ভালো লাগছে +

হুজুগে জাতি আরকি, কার ভালো লাগে বা না লাগে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো প্রয়জন মনে করি না।
একটা জিনিস লক্ষ্য করেন, এই ইস্যু নিয়ে ভালো রাজনীতি চলছে।

কবে যে বুদ্ধি হবে এদের

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই অঞ্চল এগুচ্ছে না শুধু এসব হুজুগে জাতির জন্য...

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩

জুন বলেছেন: কৈ জানি পড়লাম গরুদের জাতীয় পরিচয় পত্র দিবে ঐ দেশের কেন্দ্রীয় সরকার । সত্য মিথা জানি না ।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকাল বাংলাদেশ প্রতিদিন নাকি মানবজমিন-এ পড়লাম। এটা হাস্যকর। একই দেশে কিছু রাজ্যে গরু জবাই বৈধ, কিছু রাজ্যে অবৈধ। একই দেশ সবচেয়ে বেশী গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারাই আবার গরুর জন্য আলাদা নম্বর দিবে। দিতেও পারে!

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: এমন তো হতে পারে- সনু যে মুয়াজ্জিনের আজান শুনতে পান সেই মুয়াজ্জিনের কণ্ঠ বা সুর মোটেও ভালো নয়; যেহুতু তিনি শিল্পী মানুষ...........:)

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বছর পর কেন খেয়াল হল, সেটাই চিন্তার বিষয়!!!

১৯| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিচার মানি তালগাছ আমার

মজার বিষয় হলো, বিচার আমিও মানি।

০১ লা মে, ২০১৭ রাত ১১:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না মানলে সমাজে বিশৃঙ্খলা হবে। ধন্যবাদ...

২০| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা সত্য, তাইলে এখন থেকে তাল গাছটা আমার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.