নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশী গল্প অবলম্বনে...
১.
: বাবা দেখ, আমার ঈদের জামা! কম্পিউটার মনিটরে মেসেঞ্জারের চ্যাট স্ক্রীনের দিকে তাকিয়ে ১০ বছরের লিজা।
: বাহ সুন্দর হয়েছে। কী রং - এর? (চ্যাট স্ক্রীন থেকে ভয়েস ম্যাসেজ)
: লাল রং বাবা
: তাই! আমি তো শুধু কালো রং দেখতে পাই...
: এটা মা কিনে দিয়েছে। আচ্ছা বাবা আমি যাই বন্ধুদের দেখাতে হবে।
: ঠিক আছে মা। ভালো থেকো...
২.
: আপনারা কী করবেন ব্রেইনটাকে?(লিজার মা মিসেস রায়হান, 'ব্রেইন এলাইভ' কোম্পানীর এম ডি কে)
: আমরা সাধারণত চুক্তি সমাপ্ত হলে গ্রাহকের কবরেই ওটাকে সমাহিত করে আসি।
: আসলে আমার চাকুরিটা চলে গিয়েছে। আমার পক্ষে আর চালিয়ে যাওয়া কষ্টকর।
: তাহলে কখন সার্ভিস বন্ধ করতে চান?
: এই মাসের ৩১ তারিখ
৩.
: দেখ মা, তুমি বড় হয়েছ (লিজাকে তার মা)।
তোমার বাবার মৃত্যুর পর আমাকে চাকুরি করে এই সংসার চালাতে হচ্ছে। প্রতি মাসের খরচ চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তার উপর যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় ওরা সার্ভিস চার্জ আগামী মাস থেকে ডাবল করে দিবে। আমার পক্ষে আর সম্ভব না। তুমি বুঝতে চেষ্টা কর। তোমার বাবার ব্রেইনকে চালু রাখার জন্য গত ৬ বছর তার রেখে যাওয়া সব টাকা খরচ হয়ে গিয়েছে। তুমি বড় হচ্ছো। সব বুঝতে শিখছো, তোমাকে মানতেই হবে।
(লিজা কান্না করছে)
৪.
ম্যাসেঞ্জার চালু করলো লিজা। ফ্রেন্ড লিস্ট-এ রায়হান শরীফের নামের উপর রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করলো। পপ আপ মেনু আসলো, রায়হান শরীফ কে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া হবে। তুমি কি নিশ্চিত? কাঁদতে কাঁদতে লিজা মাউস পয়েন্টারকে নিয়ে যায় confirm লেখা বাটনের দিকে...
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনও বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ...
২| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৪
সুমন কর বলেছেন: ভিন্ন রকম এবং সুন্দর। +।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
অনেক ফ্যান্টাসী লিখছেন লোকজন; ফিজিক্যালী হিউম্যান ব্রেইন ইত্যাদি কাজ করবে না; তবে, ভার্চুয়াল ইন্টেলিজেন্ট ভাবনাশক্তি তৈরি করার সম্ভব, যেটা একটা মানুষের কাছাকাছি ভাবতে পারবে; মানুষের মৃত্যুর পরও, ঐ ধরণের একটা মানুষের সাথে কথা বলা সম্ভব হবে।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অদূর ভবিষ্যতে রোবট বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট নিঃসঙ্গ মানুষের সঙ্গী হতে পারে...
৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখনীটা অনেক তীক্ষ্ণ ও ভারী। অনেক ভালো লাগল।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৫| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেউ মরতে চায় না। আমি মরব কেন?
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ জন্মিলে মরিতে হইবে...
৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন লিখেছেন।
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে একটা বিদেশী নাটক দেখে আইডিয়াটা কাজে লাগিয়েছি। ধন্যবাদ...
৭| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৮
ধ্রুবক আলো বলেছেন: অদ্ভুত কিন্তু ভালো লাগলো, সায়েন্স ফিকশন ধরণের ++
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। এরকম হলে মন্দ হত না...
৮| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা তো ঠিক। মৃত্যুকে বরণ করতেই হবে।
অর্থকষ্ট মৃত্যুর কারণ হয়।
৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৯
ওমেরা বলেছেন: সত্যি যদি এমন হত !! ধন্যবাদ
০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
১০| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:০৫
নাদিম আহসান তুহিন বলেছেন: প্রথনে কিছুই বুঝে উঠতে পারিন। তাই আবার পড়লাম।
০৭ ই মে, ২০১৭ রাত ১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। তারপর বুঝতে পেরেছেন?
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুব কষ্ট। অর্থকষ্টে আমিও প্রায় ক্লিষ্ট।