নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

\'ধর্ষণ\' কে একটা দুর্ঘটনাই ভাবুন...

০৭ ই মে, ২০১৭ রাত ২:৪২


১. চরম রক্ষণশীল সৌদি আরব কিংবা চরম উদার ব্রাজিল - সবখানেই ধর্ষণ একটা মারাত্মক অপরাধ। কয়েকদিন আগে শেষ করলাম "13 reasons why" সিরিজটি। যেখানে একটা মেয়েকে তার বন্ধু জোর করে ধর্ষণ করেছিল। সে অপমানে আত্মহত্যা করেছিল। এই ২০১৭ তে এসেও আমেরিকার মত উদার একটা দেশের টিভি সিরিজে দেখানো হয়েছে বন্ধু হলেও ইচ্ছের বিরুদ্ধে এই কাজ করা কতটা অপমানজনক।

২. অমিতাভ বচ্চনের 'পিংক' ছবিতে দেখানো হয়েছে, ছেলেদের সাথে মিশলেও, অবাধ বন্ধুত্ব এমনকি এক রুমে আড্ডা দিলেও জোর করে সেক্স কে বৈধতা দেয়া যাবে না। No means No! জোর করা যাবেই না। জোর করলেই সেটা হবে ধর্ষণ। এমন কি স্বামীও জোর করে করলে অনেক দেশের আইনে সেটা ধর্ষণের শামিল...

৩. গতকালকের প্রায় সবগুলো পত্রিকায় আবারও একটা চাঞ্চল্যকর ধর্ষণের খবর ছাপা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ মারা যায় এক্সিডেন্টে তার খবর ছাপা হয় ছোট করে কিন্তু যখন বুয়েট বা ঢাবি'র কেউ মারা যায় তখন গুরুত্ব দিয়েই ছাপা হয়। যদিও সব ঘটনাই মর্মান্তিক ও দুঃখজনক। ধর্ষণের খবরও অহরহ ছাপা হচ্ছে। কিন্তু এবারের ঘটনাটি বেসরকারী বিশ্ববিদ্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে। তার উপর ধর্ষণকারীরা প্রভাবশালী। হুমকি পেয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভিকটিম রা মামলা করতেও ১ মাসের বেশী সময় নেয়। মামলা নিতে পুলিশ আরো টালবাহানা করে। বোঝা যাচ্ছে এর সাথে অনেক বড় রাঘব বোয়াল জড়িত।

৪. ধর্ষণকে বৈধতা দেয়ার জন্য আমি ধর্মীয় বাধা সত্ত্বেও কেন ছেলে বন্ধুর পার্টিতে গিয়েছিল মেয়েরা সেই অজুহাত দাঁড় করাবো না, আমি সামাজিকতার দোহাই দিয়ে বলবো না মেয়েগুলো কেন এত রাতের পার্টিতে গিয়েছিল, গুলশানের পার্টিতে মদ, ইয়াবা থাকবে জেনেও মেয়েগুলো সেখানে গিয়ে ছেলেগুলোকে ধর্ষণে আহবান করেছিল এই কথাও বলবো না। আমি শুধু বলবো মেয়েগুলোর ইচ্ছা ছিল না। No means No...

৫. enough is enough. আমরা যত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি ততই ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। ধর্ম আর চরম শাস্তির আইন থাকার পরও এই অপরাধ কমানো যাচ্ছে না। তার একটাই কারণ, লজ্জা আর এই অপরাধ প্রমাণ করাটা। তবে থেমে গেলে চলবে না। মুখ খুলতে হবে। ভিকটিমদের বোঝাতে হবে এটা একটা দুর্ঘটনা। জীবন একটা দুর্ঘটনার জন্য থেমে থাকতে পারে না। সরকার আর প্রশাসনকে গুরুত্ব দিতে হবে অভিযোগকে। যত বাধাই আসুক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। অন্তত জনপ্রিয়তার জন্য হলেও এই রাঘব বোয়ালদের শাস্তি নিশ্চিত করতে হবে। সবার ঘরের সদস্যরাই শিকার হতে পারে। আমরা পারবোই। আলো আসবেই।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কখনও আধুনিক হতে পারব না। সবাইকে বলি মানুষ আধুনিক হওয়ার চেষ্টা করলেও দুনিয়া আধুনিক হবে না।
নিজেকে সাবধানে থাকতে হয়।

০৭ ই মে, ২০১৭ রাত ৩:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজেকে সাবধান থাকতে হয়। ভালো কথা...

২| ০৭ ই মে, ২০১৭ ভোর ৫:৪২

মানবী বলেছেন: "এই ২০১৭ তে এসেও আমেরিকার মত উদার একটা দেশের টিভি সিরিজে দেখানো হয়েছে বন্ধু হলেও ইচ্ছের বিরুদ্ধে এই কাজ করা কতটা অপমানজনক।"

- আমেরিকাতে বন্ধু তো অনেক দূরের কথা, বিবাহিতা স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাকে জোড় করলে তা সেকচুয়্যাল অফেন্স হিসেবে গণ্য করা হয়, এবং মিলিত হলে ধর্ষণ। এসব ক্ষেত্রে আর যেকোন ধর্ষকের মতোই স্বামীর সাজা হয়। সেকচুয়্যাল অফেন্ডারের শাস্তি ভয়ংকর, আমৃত্যু এদের অফেন্ডারের ট্যাগ বয়ে বেড়াতে হয়, জেল থেকে মুক্তি পাবার পরও জীবন যাপনে প্রচুর বিধিনিষেধ মেনে চলতে হয়।

আমাদের দেশের এক মহিলা পুলিশ কিছুদিন আগে আত্মহনন করেছেন বলে পড়েছি কোথাও, সহকর্মী (খুব সম্ভবত সিনিয়র) দ্বারা ধর্ষিতা হবার পর তাঁর অভিযোগ থানা গ্রহন করেনি। বিচার পাবেননা নিশ্চিত জেনে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদে আত্মহনন!!

"মুখ খুলতে হবে। ভিকটিমদের বোঝাতে হবে এটা একটা দুর্ঘটনা। জীবন একটা দুর্ঘটনার জন্য থেমে থাকতে পারে না। "
- অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য!
দুঃখজনক হলেও সত্য আমাদের নষ্ট সমাজে ধর্ষিতা প্রতিদিন বারংবার সামাজিক ধর্ষনের শিকার হয়ে থাকে। এধরনের হীণ দৃষ্টিভঙ্গীর পরিবর্তন জরুরী।

সচেতনতামূলক জরুরী পোস্টের জন্য ধন্যবাদ।
এই পোস্টটি স্টিকি হবার দাবী রাখে।

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে‌হেতু এই ঘটনার সা‌থে উচ্চ‌বিত্ত তথা শি‌ক্ষিতরা জ‌ড়িত, এবার আশা করব দৃষ্টান্তমূলক শা‌স্তি হ‌বে।

৩| ০৭ ই মে, ২০১৭ সকাল ৭:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

"মুখ খুলতে হবে। ভিকটিমদের বুঝতে হবে ।"

মিডিয়ার দায়িত্ব আন্ডারএজ ভিকটিমের পরিচয় গোপন রাখা।
ভিকটিমের পক্ষে সোচ্চার থাকা।

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমা‌দের মেইন‌স্ট্রিম মি‌ডিয়া এ ব্যপা‌রে স‌চেতন আ‌ছে। ত‌বে তা‌দের আত্মীয় স্বজন , বন্ধুরা যেন তা‌দের সাহস যোগায়। আর আইন য‌দি অপরাধী‌কে শা‌স্তি দি‌তে না পা‌রে তাহ‌লে যেন মি‌ডিয়া তা‌দের মু‌খোশ উ‌ন্মোচন ক‌রে...

৪| ০৭ ই মে, ২০১৭ সকাল ৯:৫৮

সম্রাট৯০ বলেছেন: যতদিন মেয়েরা ধর্ষণের নাম ধর্যণ রাখবে ততদিন তারাই ধর্যণের শিকার হবে, মেয়েরা যত এটা নিয়ে লুকবে আর কাতরাবে জানোয়ার গুলো তত মজা নিবে এটা করে। সুতরাং এটাকে শক্ত শরীরে মনে হাতে হানা দিতে হবে,

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই সাথে মেয়েদের সচেতন এবং পশুদের শাস্তি নিশ্চিত করতে হবে...

৫| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের মেইন‌স্ট্রিম মি‌ডিয়া মেয়ে ভিকটিম, আন্ডারএজ ভিকটিমের ব্যপা‌রে স‌চেতনতার অভাব আ‌ছে।
আমার একটি পুরোনো লেখা দেখুন - মানবজমিনের স্টুপিডিটির আরেকটি নমুনা

ভারতের মিডিয়া যে সংঘবদ্ধভাবে তারা পাশবিক নির্যাতনের শিকার নির্ভয়ার (ছদ্মনাম) ছবি, নাম ও ইনস্টিটিউট ও পারিবারিক পরিচয় গোপন বিচা শেষ হওয়া পর্যন্ত গোপন রেখেছিল। যা আমাদের দেশের মিডিয়া পারে নি।
ড. ইভার ক্ষেত্রেও পারে নি।
ধর্ষনে নিহত ডা. সাজিয়ার (ইভা) ছবি সহ নোংড়াভাবে হেডিং দিয়ে রিপোর্টটি করা হয়েছিল।
এখানে ভিক্টিমের ছবি না দিয়ে খুনির ছবি প্রাধান্য পাওয়া উচিৎ ছিল।
2-12-12 ই-প্রথম আলো শেষ পৃ দেখুন।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা এখনো পুরোপুরি সেই লেভেলের সভ্য হতে পারিনি। তাই দুই একটা ঘটনা ঘটে গিয়েছে। তবে আপনি নিশ্চয়ই জানেন ভিকারুন্নেসার ভিকটিমের নাম মিডিয়া কোথাও প্রকাশ করেনি। তবে আরো সচেতন হতে হবে...

৬| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩

তুহিন রহমান বলেছেন: শুধু মানুষ কেন পৃথিবীতে সব পশু পাখির মধ্যেই ধর্ষন প্রথা চালু আছে। কেবল মানুষের কাছেই এটি পাপ ও অপরাধ।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিকটিমের জন্য এটা পাপ নয়, তবে অপরাধীর জন্য এটা পাপ ও অপরাধ তো অবশ্যই...

৭| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন: view this link

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। আসলে মৃত্যুর পর আমাদের দেশে ভিকটিমের নাম ও ছবি ছাপা হয়। কয়েকদিন আগে মহিলা কনস্টেবলেরও নাম ছবি ছাপা হয়েছিল আত্মহত্যার পর। কী জানি মৃত্যুর পর নাম ঠিকানা ছবি দেয়াটা সাংবাদিকতার অংশ কিনা...

৮| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: পুরোটাই ভালো লেগেছে +++

তবে ৪ নং অংশে যা বললেন একদম আমার মুখের কথা, কেন মেয়েরা এতো রাতে পর্যন্ত বাইরে থাকবে, গুলশানের মত এরিয়ায় যেখানে মদ, ইয়াবা থাকবে জেনেও।

ভাই, এগুলো মেয়ে মানুষ বুঝবে কবে?!!

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: prevention is better than cure...
পৃথিবী এগুচ্ছে, পরিবর্তন ঠেকাতে পারবো না...

৯| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


এটি বিশ্বে সমস্যা হিসেবে আরো বড় ছিলো, সেখানে কমে আসছে, বাংলাদেশে বাড়ছে; মানুষকে এখনো চিন্টিত মনে হচ্ছে না, তারা এটাকে সমস্যা হিসেবে দেখছে না।

০৭ ই মে, ২০১৭ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ, এটা প্রমাণ করা কঠিন আর সামাজিকতা, লোকলজ্জার ভয়। তবে এসব কাটিয়ে উঠতে হবে...

১০| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:১২

নাদিম আহসান তুহিন বলেছেন: . আমরা যত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি ততই ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে।

১৫ ই মে, ২০১৭ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো বাড়বেই। তবে লাগাম টেনে রাখার জন্যই কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। আমেরিকাতেও অনেক ধর্ষণ হয় তবে সেখানে বিচার আছে। ধর্ষকরা ছাড় পায় না...

১১| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জোর করা যাবেই না। জোর করলেই সেটা হবে ধর্ষণ। যথাযথ সংজ্ঞা

১৮ ই মে, ২০১৭ ভোর ৫:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাপ করার আরো অপশান আছে। জোর করতে হবে কেন?

১২| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: No means No... সুন্দর!!!

২০ শে মে, ২০১৭ রাত ১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জোর করা ছাড়াই পাপ করার অনেক সুযোগ আছে...

১৩| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৯

সাহাবুব আলম বলেছেন: ধর্ষণকে বৈধতা দেয়ার জন্য আমি
ধর্মীয় বাধা সত্ত্বেও কেন ছেলে
বন্ধুর পার্টিতে গিয়েছিল মেয়েরা
সেই অজুহাত দাঁড় করাবো না, আমি
সামাজিকতার দোহাই দিয়ে বলবো
না মেয়েগুলো কেন এত রাতের
পার্টিতে গিয়েছিল, গুলশানের
পার্টিতে মদ, ইয়াবা থাকবে
জেনেও মেয়েগুলো সেখানে গিয়ে
ছেলেগুলোকে ধর্ষণে আহবান
করেছিল এই কথাও বলবো না। আমি শুধু
বলবো মেয়েগুলোর ইচ্ছা ছিল না। No
means No...

২০ শে মে, ২০১৭ রাত ১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকে এই বিষয়টা নিয়ে ছেলেগুলোর সাথে সাথে মেয়েগুলোকেও দোষ দিতে চাইছে। কিন্তু ভাই, মেয়েগুলো জীবনের রিস্ক নিয়ে মামলা করেছে। বোঝাই যাচ্ছে মিউচুয়াল ছিল না...

১৪| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

খালিদ১২২ বলেছেন: যখন ভি‌ডিও প্রকাশ পায় তখন ধর্ষণ, বাকীগু‌লো সেক্স

২০ শে মে, ২০১৭ রাত ১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা ভিডিওতে বোঝা যেত, আপাতত স্বীকার করেছে সবাই...

১৫| ২০ শে মে, ২০১৭ রাত ৩:৩৩

ওমেরা বলেছেন: জী জোর করলে হবে ধর্ষন আর সম্মতিতে হলে হবে যেনা । দুইটাই পাপ ও অপরাধ । যেনা কারীদের শাস্তি হচ্ছে না বলেই ধর্ষন বাড়ছে । ধন্যবাদ সুন্দর লিখার জন্য ।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক। এ ক্ষেত্রে আইনের প্রয়োগ করতে হবে। সমাজকেও সচেতন হতে হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.