নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার এক মামা গত ১৭ বছর ধরে প্রবাসী। যখনই তার সাথে তার কাজ কর্ম নিয়ে কথা হয়, তিনি বলেন, তার কী হয় বলা যায় না। কাজ কম। মালিক কতদিন রাখে কে জানে। উনাকে যখন বলি এরকম তো আগেও বলেছিলেন, তখন উনি বলেন, এবারের অবস্থা বেশী খারাপ...
২. আমার আরেক মামা গত ১৯ বছর ধরে দাম্পত্য কলহের মধ্যে আছে। প্রায় সময় ঝগড়ার পর উনি উনার দুঃখ গাঁথা আমার আম্মার সাথে শেয়ার করেন। আম্মা যখন জিজ্ঞেস করেন, এরকম তো আগেও হয়েছিল, মামা জবাব দেন, এবারেরটা বেশী সিরিয়াস...
৩. আমার এক বড় ভাই, গত ৮ বছর মানসিক রোগী স্ত্রী নিয়ে ঘর করছেন। দিন দিন ভাবীর পাগলামী বেড়েই চলেছে। তবু তিনি স্ত্রীকে আগলে রেখেছেন। আমার সাথে শেয়ার করেন মাঝে মাঝে । চান আত্মহত্যা করতে। আমি বলি, এরকম তো ভাবী আগেও করেছেন। উনি বলেন, এবারেরটা বেশীই করেছে...
৪. গত ১০ বছর খালেদা জিয়া ক্ষমতার বাইরে। মা, ছেলে, বাড়ি, নেতা কর্মী, এয়ারপোর্টের নাম সহ অনেক কিছুই হারিয়েছেন আওয়ামী লীগের হাতে। প্রতি ঈদের পরেই আন্দোলনের ডাক দিয়ে কিছু করেন না। যদিও আমি জিজ্ঞেস করিনি উনাকে, আওয়ামী লীগ তো এরকম আগেও করেছে এবং করেই চলেছে। কিন্তু উনি জবাব দিয়েছেন, এবার আওয়ামী লীগ বেশী করেছে...
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তবে উনার এবার থামা উচিত। অন্তত তারেক রহমানের পথটা এখন থেকে তৈরি করা উচিত...
২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি মানুষের একটা স্বাভাবিক মানসিক প্যাটার্ণের কথা বলেছেন; মানুষ বর্তমনকে বেশী গুরুত্ব দেন, আগের ঘটনাগুলো সময় ও অন্য ঘটনাসমুহের কারণে কিছুটা "ফিকে" হয়ে যায়।
বেগম জিয়া সব সময়ই জাতির ক্ষতি করে এসেছেন, উনাকে সামনে রেখে, ব্যুরোক্রেট, প্রশাসন ও পার্টি দেশকে পেছনে সারিতে নিয়ে, নিজেরা লাভবান হয়েছে।
বিএনপি'র ঔক্য ধরে রাখার জন্য উনি দলের প্রধান থেকে সেখানে গণতান্ত্রিক ভাবধারা ধরে রাখলে জাতি উপকৃত হতো। উনি দেশের প্রাইম মিনিস্টার না হলে, জাতি অবশ্যই উপকৃত হতো।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দলের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা ধরে রাখার ব্যপারে আমার একটা পোস্ট ছিল অনেক আগে। যেহেতু, উনি আর ক্ষমতায় আসতে পারবেন বলে মনে হয় না(শেখ হাসিনা জীবিতাবস্থায়!) সেহেতু গণতন্ত্রের জন্য কাজ করাই উচিত উনার।
৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এবার তালগাছটা আপনার। আমার আর দাবী নেই। দারুন লিখেছেন।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। উনাকে বোঝানোর ক্ষমতা কারো নেই...
৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
কলাবাগান১ বলেছেন: এবছরের গরম পড়েছে সবচেয়ে বেশী.......
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই...
৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনি যে বিদ্যার সাগর, গণতন্ত্র সম্পর্কে অনুমান করা এই জীবনে আর হবে না; উনি বুদ্ধ ধর্মে বিশ্বাস করলে পরজীবনে ঘটতে পারে!
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কমেন্ট টা একটু বেশী বেশী...
৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোজা করার জন্য উনার সরে যাওয়া উচিত...
৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষ অতীত ভুলে যায়; বর্তমানই তাকে বেশি ভাবায়!
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এজন্যই তো বলা হয় গোল্ডফিস মেমোরি...
৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
জাতি চালনার মতো গণতান্ত্রিক ধারণা শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবেরও ছিল না; সেখানে বেগম জিয়ার কথা ভাবা খুবই কস্টকর ব্যাপার!
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অভাগা এই জাতি আরো কতদিন এনাদের বা এনাদের বংশধরদের হাতে রাষ্ট্রীয় ভাবে জিম্মি থাকবে কে জানে...
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বুড়ো বয়সে উনার শান্তনা খোঁজা উচিৎ। উনি বিগত দিনে অনেক লস করেছেন আবার পেয়েছেনও তারচেয়ে বেশি। সর্বশেষ কথা হলো উনি এই অবস্হার জন্য প্রস্তুত ছিলেন না।