নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

চরিত্রের প্রয়োজনে...এবং পিংক (১৮+ হতেও পারে)

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯



১. সেই কিশোর বেলা থেকে বাসায় বিনোদন ম্যাগাজিন বা পত্রিকার বিনোদন অংশে সমকালীন দেশী/বিদেশী(ভারতীয়) নায়িকাদের একটা কমন প্রশ্নের কমন উত্তর পড়তাম। প্রশ্নটা করা হয় অন্তরঙ্গ দৃশ্য আর খোলামেলা পোশাক নিয়ে। আর উত্তরে সবাই বলে, চরিত্রের প্রয়োজনে সব করতে রাজি! আজ পর্যন্ত কোন নায়ককে প্রশ্নটা করা হয়নি। মানে নায়কের জন্য তো কোন ব্যপারই না(!) তবে নায়িকার জন্য 'ঐসব' দৃশ্য ও পোশাকে রাজি করানোটা সবসময়ই জটিল। যদিও আমাদের ও তেনাদের নায়িকারা 'নাচতে এসে ঘোমটা দেয়া'র পক্ষপাতী নন। তাই সবাই পরিচালকের নির্দেশে অভিনয় করেন নিজ নিজ 'সাহস' দেখিয়ে...

২. তবে 'চরিত্রের প্রয়োজনে' কথাটা যে একদম গাঁজাখুরি- সেটা সবাই জানে। কী ধরনের চরিত্রের জন্য অশ্লীল(তেনাদের ভাষায় চরিত্রের প্রয়োজনে) দৃশ্যের প্রয়োজন হয়? আমরা কী জানিনা বিপরীত লিঙ্গের সহাবস্থানে কী হয়? এটা চরিত্রের প্রয়োজন তো না-ই বরং সম্পূর্ণ দর্শক টানার ধান্দা। একটা সময় দরজা বন্ধ ও লাইট নেভানো কিংবা দু'টি ফুলের স্পর্শ দিয়ে আমরা সব বুঝতাম। কিন্তু আমাদের এখন চরিত্রের প্রয়োজনে আরো অনেক দূর পর্যন্ত বোঝানো হয়। এমনকি 'শব্দ' প্রকৌশলীরাও অনেক কাজ করে আওয়াজ নিয়ে(টেকনিক্যালি স্পিকিং)! তো, চূড়ান্ত দৃশ্যগুলো(টেকনিক্যালি স্পিকিং)-ও দেখানো উচিত। কারণ, কেউ তো আধা আধি অবদি যায় না। আফটার অল, 'চরিত্রের প্রয়োজনে' বলে কথা! তখন আবার কোন ধরনের ব্যক্তিত্ব বা বিবেক তেনাদের 'চূড়ান্ত কর্ম' দেখাতে বা করতে বাধা দেয়?

৩. 'চরিত্রের প্রয়োজনে' যদি মানতেই হয় তাহলে সব পরিচালকের হিন্দী 'পিংক' ছবিটা দেখা উচিত। ছবিটা ছিল একটা মেয়ের শ্লীলতাহানির পর করা মামলা নিয়ে। এমন বিষয়ের ছবি অথচ কোন ধর্ষণের দৃশ্য ছিল না ছবিটিতে। ছবির মাঝামাঝি দ্বিতীয়বারের মত মেয়েটি গাড়ীতে শ্লীলতাহানির শিকার হয়। সেখানেও পরিচালক না দেখিয়েছে শরীরের কোন বিশেষ অঙ্গ না কোন মুখের বাজে এক্সপ্রেশন। অথচ দর্শকের বুঝতে কোন সমস্যাই হয়নি। আর প্রথমবারের যে শ্লীলতাহানি(যেটা নিয়ে মূল কাহিনী) সেটাও দেখানো হয়েছে একদম শেষে নাম উঠার সময় স্টিল পিক আর স্যাডো এফেক্ট দিয়ে। অসাধারণ উপস্থাপন। একেই বলে 'চরিত্রের প্রয়োজনে' বাকী সব ভাঁওতাবাজি...

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


মুভি দেখা হয় না, আমি হয়তো অনেক কিছু কিস করছি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন ব্যপার না। মু‌ভি দেখা ছাড়াও আপ‌নি জীবন উপ‌ভোগ কর‌ছেন। ব্ল‌গে অ‌নেক সময় দি‌চ্ছেন এই বয়‌সে...

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


সামনের দিনগুলোতে ব্লগে কম আসা হবে আমার, মনে হচ্ছে!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় থে‌মে থাক‌বে না। না আস‌লে মিস করব। ভা‌লো থাক‌বেন...

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,




খুব খারাপ কিছু একটা লেখেন নি ।
'পিংক' ছবিটি সবারই দেখা উচিত ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাংবা‌দিক‌দের মত অশ্লীল বর্ণনা প‌রিহার করা হ‌য়ে‌ছে...

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর পোস্ট।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

তারেক ফাহিম বলেছেন: সামু ব্লগ থেকে মনে হচ্ছে ভালো ব্লগ উঠে যাচ্ছে

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি ১০ বছর ক্ষমতায় নেই। বিষ‌য়ের অভাব...

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

সেয়ানা পাগল বলেছেন: লেখক বলেছেন: বি এন পি ১০ বছর ক্ষমতায় নেই। বিষ‌য়ের অভাব... :D :)

বাংলাদেশ এর রোহিঙ্গা ক্যাম্প ছবি ব্লগ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

অভি চৌধুরী বলেছেন: আপনি ছোট্ট একটা লেখা দিলেন, কোন ইনভেষ্ট লাগেনি, শুধু কয়টা মিনিট সময়, এইটুকু ইনভেষ্ট করে নিজের লেখার প্রচারের জন্য আপনি নিজেও একটা অসৎ পথ বেছে নিয়েছেন ১৮ প্লাস ট্যাগ লাগিয়ে। আর আর যারা কোটি কোটি টাকা পুজি দিয়ে একটা ছবি বানিয়ে এইটুকু অসৎ তারা হবেনা কেন? এই ছবিটার পিছনে শত শত লোকের জীবন জীবিকা। তারা কি আপনার চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে?মোটেই না।

এটা দেখুন https://www.youtube.com/watch?v=OnB4ec0-QW0

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মডা‌রেট‌রের ভ‌য়ে ১৮+ দি‌য়ে‌ছি। ট‌পি‌কের উপর মন্তব্য আশা ক‌রি...
ওয়াইফাই নাই। ভি‌ডিওট‌ি প‌রে দেখব...

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভিডিওতে যা বোঝানো হয়েছে তা আমার টপিকের সাথে সামঞ্জস্য নয়...

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখব। সুন্দর লিখেছেন।

চাঁদগাজী আপনার মন্তব্য পড়লাম। আমি চাই আপনি প্রতিদিন একটা করে বিখ্যাত মুভি দেখবেন। আমার কাছে একটা বই আছে। বইয়ের নাম 'মৃত্যুর আগে যে ১০০০ টা মুভি দেখতেই হবে'। এই বইটা আমি আপনাকে দিতে চাই।

অনুরোধ করব, আজ সব কাজ বাদ দিয়ে 'বাইসাইকেল থিবস' মুভিটা দেখে ফেলুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো পরামর্শ...

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:

@রাজীব নুর,

আজকে একটু ব্যস্ত দিন; সামনের দিনগুলোতে চেস্টা করবো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুতে যখন দখল আছে, এটাতেও(মুভি) কিছু সময় দিন...

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

জাহিদ অনিক বলেছেন: দেখেছিলাম পিংক, ভাল লেগেছিল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবেই বানানো উচিত ছবি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.